এক অদ্ভুত রোগের নাম Somnambulism

in আমার বাংলা ব্লগ7 months ago

sleepwalking-1920x1270.jpg
Image used under Creative Common License:Source


Somnambulism এটি একটি স্লিপিং ডিজঅর্ডার । চিকিৎসা পরিভাষায় রোগটির নাম হলো Sleepwalking । ঘুমের মধ্যে হাঁটা । বাংলায় Somnambulism এর সঠিক ভাবানুবাদ করলে তার অর্থ দাঁড়ায় স্বপনচারী/স্বপনচারিনী । স্বপ্নের মধ্যে বিচরণ করা । এই রোগে আক্রান্ত কেউ গভীর ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখে তখন স্বপ্নের মধ্যে একদম গভীরভাবে মিশে যায় সে । স্বপ্নে যখন চরিত্রগুলো এদিকে সেদিকে ঘুরে ফিরে বেড়ায় তখন যে ব্যক্তি স্বপ্ন দেখেন তিনিও সেই সকল চরিত্রদের সাথে একদম মিশে যান, তাদের সাথেও বিচরণ করার তীব্র ইচ্ছে মনের মধ্যে জাগ্রত হয় । আর তখনই তিনি স্বপ্নের মধ্যেই বিছানায় উঠে বসেন, স্বপ্নের মধ্যেই চোখ বোজা অবস্থায় বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে এখানে সেখানে বিচরণ করেন ।

এই রোগটি বাচ্চাদের মধ্যেই সব চাইতে বেশি পরিলক্ষিত হয়ে থাকে । জেনেটিক বা বংশগত এই রোগ শৈশবকালে অতিমাত্রায় পরিলক্ষিত হলেও বয়স বাড়ার সাথে সাথে ফিকে হতে হতে একটা সময় একদমই সেরে যায় । যাদের সারে না, তাদের চিকিৎসার দরকার হতে পারে পরবর্তী জীবনে । নতুবা মৃত্যু হওয়ার আশংকা থাকে । না, এই রোগে সরাসরি কারো মৃত্যু হয় না । কিন্তু, ঘুমন্ত অবস্থায় বিচরণকালে নানান দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুর আশংকা থাকে । যেমন ঘুমন্ত অবস্থায় বিচরণকালে উঁচু কোনো স্থান থেকে পতিত হয়ে মৃত্যু, রাস্তায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু, জলে ডুবে মৃত্যু ইত্যাদি ।

আগেকার দিনে গ্রামে একটা ভূতের বড্ড ভয় ছিল । নাম ছিল "নিশি পাওয়া" । গভীর রাতে নিশিতে পরিচিত কারো গলার স্বৰ নকল করে ঘুমন্ত মানুষকে ডেকে নিয়ে যেত । এরপরে তাকে সারা রাত ধরে ঘুরিয়ে অবশেষে তাকে মেরে ফেলতো । পরের দিন সকালে নিশিতে পাওয়া ব্যক্তির মৃতদেহ পাওয়া যেত উঁচু কোনো স্থান থেকে পড়ে ঘাড় মটকানো অবস্থায় বা পুকুর, খাল, বিলের জলে ডোবা অবস্থায় । সবাই মনে করতো নিশিতে মেরে ফেলেছে ।

আসলে কিন্তু এটা আদৌ ভূত টুত বলে কিছু না । নিশি টিশি হলো যত্তসব বাজে কুসংস্করাচ্ছন্ন মনের গালগল্প । এর পেছনের সত্য হলো এই স্লিপওয়াকিং রোগটা ।

এই রোগে আমি নিজেই ছোটবেলায় আক্রান্ত ছিলাম । গ্রামে থাকার সময়টাতে আমাকে বহুবার ঘুমের মধ্যে হাঁটা অবস্থায় উদ্ধার করা হয়েছে । একবার নাকি আমি আমাদের বাড়ির থেকে কিছুটা দূরের প্রকান্ড এক পুকুর পাড়ে চলে গিয়েছিলাম ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে । সেবার আমার মা সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিলো । পরে পাশের বাড়ি থেকে মানুষজন ডেকে টর্চ
জ্বেলে শেষমেশ আমাকে উদ্ধার করতে সমর্থ হয় ।

আরেকবার আমাদের বাড়ির উঠোনে গোল হয়ে ঘোরার সময় আমাকে উদ্ধার করে । সেদিন অবশ্য চাঁদনী রাত ছিল, তাই সহজেই আমাকে খুঁজে পেয়েছিলো । আর আমি সেবার খুব একটা দূরেও যাইনি, নিজেদের উঠোনেই চক্কর দিচ্ছিলাম । আর কয়েকবার মশারি থেকে বের হওয়ার মুখে আমার মা আমাকে ধরে ফেলে । আর একবার নাকি ঘুমের মধ্যে হেঁটে বাড়ির বাইরে যাওয়ার সময় আমার পিছু পিছু আমার মা আর আমার বড় ভাই এসে ধরেছিলো ।

আমার ছোটবেলার এই Somnambulism আমার বাবা-মা'কে বেশ দুশ্চিন্তাগ্রস্ত করেছিল । পরে আমার বয়স ন'বছর হওয়ার পরে ধীরে ধীরে কমে যেতে থাকে এর প্রভাব । একটা সময় আমরা গ্রাম ছেড়ে শহরে চলে আসার পর আর কখনো আমার মধ্যে এই রোগ দেখা যায়নি ।

কিন্তু, আজকের এই প্রবন্ধটা লেখার পেছনের কারণটা হলো কালকের রাতের ঘটনা । কাল আমার শরীরটা একটু খারাপ ছিল । সারাদিন গা-হাত পা ম্যাজ ম্যাজ করছিলো । তাই কাজ টাজ দ্রুত শেষ করে একটু সকাল সকাল ঘুমোতে গিয়েছিলাম । শুয়ে শুয়ে ঘুম আসছিলো না । তাই, কিন্ডলে একটা বই পড়ছিলাম । রাত তখন প্রায় সাড়ে তিনটে । এমন সময় তনুজার পাশ থেকে টিনটিন নিঃশব্দে উঠে খাট থেকে নামতে যাচ্ছিলো । সঙ্গে সঙ্গে আমি তনুজাকে ডাক দেই । টিনটিন খাট থেকে নামার আগেই তনুজা ওকে ধরে ফেলে । তারপরে আবার পাশে শুইয়ে দেয় ।

টিনটিন কিন্তু তখন ঘুমেই ছিল । স্বপ্নের মধ্যে বিচরণ । বিগত কয়েকমাস হলো এটা শুরু হয়েছে । Somnambulism একটা বংশগত রোগ । গভীর ঘুমে স্বপ্নের মধ্যে বিচরণ ।


অনেকগুলো কারণে এই রোগ হতে পারে । প্রধান যেসব কারণে এই রোগ হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হলো -

০১. ঘুমের শিডিউলে মাত্রারিক্ত পরিবর্তন এবং খুবই স্বল্প পরিমাণে ঘুম হওয়া । তবে এই কারণে হওয়া স্লিপওয়াকিং রোগটা স্থায়ী হয় না ।

০২. জেনেটিক্যালি কিন্তু এই রোগটা হওয়ার চান্স সব চাইতে বেশি । এবং বংশগত হওয়ার কারণে রোগটা স্থায়ী হয় ।

০৩. উচ্চ মাত্রার জ্বর বা ইনফেকশনের জেরে অনেক সময় হতে পারে । তবে অস্থায়ী হয় ।

০৪. মানসিক অবসাদ, চাপ এবং দীর্ঘদিন ধরে বিষাদগ্রস্ত থাকলে ঘুমের মধ্যে হাঁটা রোগটি হতে পারে ।

০৫. বিভিন্ন ওষুধের সাইড ইফেক্টও কিন্তু Sleepwalking রোগের অন্যতম একটি কারণ ।

০৬. বেশ কিছু কেন্দ্রীয় স্নায়ু উদ্দীপক নিষিদ্ধ ড্রাগের কারণেও স্লিপওয়াকিং রোগ হতে পারে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 7 months ago 

আমার মেয়েও ঘুমের ঘোরে উঠে বসে এবং আমি সাথে সাথে ধরে ফেলি তাই বিছানা থেকে নামতে পারেনি কোনদিন। আপনার ছোট বেলায় এই স্বপনচারী ছিলো জন্য হয়তোবা টিনটিন বাবু সোনারও মাঝে লক্ষ্যনীয়।গ্রামে এখনো নিশি পাওয়া বা নিশি ভুতকে বিশ্বাস করে।অনেক কিছু জানতে পেলাম দাদা আপনার পোস্ট টি পড়ে যা আগে জানা ছিলো না।টিনটিন বাবু সোনা ঘুমালে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ দাদা পোস্ট টি শেয়ার করার জন্য।

 7 months ago 

দাদা, দরজা উপরে বন্ধ করে রাখিয়েন যাতে টিনটিন অন্তত দরজা না খুলতে পারে। এই রোগ নিয়ে লেখা আপনার আর্টিক্যালে বিস্তারিত জানা হয়ে গেল। এরকম অনেককে হাটতে শুনেছি কিন্তু কারনটা ঠিক বুঝতে পারিনী। এখন বুঝতে পেরেছি।

Congratulations, your post has been upvoted by @upex with a 40.53% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

中医思维一定比现代医学高

The disease of somnambulism is very strong and a very bad disease.

It can sometimes lead it's victims into harming themselves.
Thank you so much Dada for shedding light on this topic ☺️❤️❤️❤️

Wow

Vaya historia la tuya amigo mío. Imagino la gran preocupación de tu madre.

Ahora, tu hijo también lo padece, tienes que mostrar amor y paciencia, tal como hizo tu familia.

Que bueno, que esa condición mejora con el tiempo.

Éxitos amigo

Bendiciones 🙏🏻🙏🏻🙏🏻

Posted using SteemPro Mobile

 7 months ago 

দাদা আজকে আপনার এই পোস্ট পড়ার মধ্য দিয়ে sleepwalking সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আর এটা যে একটি বংশগত রোগ সেটা জানতে পারলাম। ছোটবেলায় আপনার এই সমস্যা ছিল ৯ বছর পর থেকে পরিবর্তন আসে এবং ঠিক হয়। এখন আপনার বাবুর এই সমস্যা লক্ষ্য করলেন। ভাগ্যে স্বপ্নে জাগ্রত ছিলেন নাই কোন এক অ্যাক্সিডেন্ট হতে পারতো বাবুর জন্য। যাইহোক অনেক কিছু কিন্তু জানতে পারলাম আর আগের মানুষ এই সমস্ত জিনিসগুলোকে ভূতের সমস্যা বলে গণ্য করত। যাইহোক বিষয়টা জেনে অনেক সজাগ হলাম। এমন বেশ কিছু ঘটনা আমারও জানা রয়েছে তবে কারণটা জানা ছিল না।

Upvoted! Thank you for supporting witness @jswit.