You are viewing a single comment's thread from:

RE: সংঘাত

in আমার বাংলা ব্লগ2 years ago

War is war. যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই মৃত্যুর মিছিল, যুদ্ধ মানেই মানবতার বিসর্জন । আমি কোনদিনই যুদ্ধ সমর্থন করি না । যুদ্ধে বেসামরিক নিরীহ মানুষের মৃত্যুতে উল্লাস করা মানবতার মৃত্যুরই নামান্তর । যুদ্ধে ইজরাইলের একজন নিরাপরাধ শিশুর মৃত্যুতে উল্লাস বা একজন নিরীহ ফিলিস্তানী নারীর মৃত্যুতে উল্লাস - দু'টোই নীচ মানসিকতার পরিচায়ক । ভারতের কিছু আর বাংলাদেশের কিছু ধর্মান্ধ উগ্র ব্যক্তিবিশেষের মানুষের মৃত্যুতে আনন্দ প্রকাশ চূড়ান্ত ঘৃণ্য এবং গর্হিত কাজ বলেই মনে করি আমি । আমি না ইজরাইলের পক্ষে, না ফিলিস্তানীদের পক্ষে । আমি শুধুই মানবতার পক্ষে ।

যুদ্ধের নাম মানুষ হত্যা বন্ধ হোক, পৃথিবী আবার শান্ত হোক। ..

Sort:  
 2 years ago 

১০০০% সঠিক।
যুদ্ধ মানেই যুদ্ধ আর নৃশংসতা। অগণিত নিরীহ মানুষের প্রাণ যায়। প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর ভয়ে থাকা মানুষগুলোই জানে যুদ্ধ কতটা ভয়াবহ।

শান্তি ফিরে আসুক আবার পৃথিবীতে 🙏

 2 years ago 

একদম আমার মনের কথা গুলোই বলেছেন দাদা। যে কোন মৃত্যুকে নিয়ে যারা উল্লাস করে তাদের আর যাই থাকুক না কেন মনুষ্যত্ব বোধ টা নেই। এরা উগ্র আর ধর্মান্ধ ছাড়া কিছুই নয়। অনেক ধন্যবাদ দাদা আমার পুরো লেখাটা পড়ে চমৎকার একটা মন্তব্য করার জন্য। 🙏🙏🙏। ভালো থাকবেন সবসময়। আর হ্যাঁ আমার পৃথিবীটা এবার একটু শান্ত হোক... মানুষ হত্যা বন্ধ হোক।