শুভ জন্মদিন টিনটিন বাবু
আজ ২৬ শে সেপ্টেম্বর । এক মহামানবের জন্মদিন আজ । ১৮২০ সালের এই দিনে সমাজ ও শিক্ষা সংস্কারক, সংস্কৃত ভাষার মহা পন্ডিত এবং সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন । আমরা যে আজ এই চলিত গদ্যে খুব সহজ এবং সাবলীল ভাবে বাংলা লিখতে পারছি তার জন্য একমাত্র অবদান কিন্তু তাঁরই । বাংলা বর্ণমালা সুসংবদ্ধ করে এবং বাহুল্যবর্জিত করে সংস্কৃত বর্ণমালার মিশেল থেকে আলাদা করার একক অবদানও কিন্তু তাঁরই । তিনি বিনা আমাদের বাংলা ভাষা কখনোই উপরে উঠতে পারতো না । শুধুমাত্র একটি মৌখিক ভাষা হিসেবেই এটা থেকে যেত ।
এছাড়াও বিধবা বিবাহ আইন করে প্রচলন করা তাঁর জীবনের শ্রেষ্ঠ সমাজ সংস্কার । আর নারী শিক্ষার প্রসারের জন্য তিনি অমানুষিক পরিশ্রম করে গিয়েছেন । ৭০০ এর উপরে স্কুল প্রতিষ্ঠা করে গিয়েছেন তাঁর জীবদ্দশায় এই মহামানব, তার মধ্যে ৩৫ টা স্কুল ছিল মেয়েদের জন্য ।
আর আজকের এই পরম শুভ দিনেই আমার একমাত্র পুত্র সুপ্রতীম সরকার জন্মগ্রহণ করে । এই দিনটি আমার জীবনের অন্যতম একটি আনন্দের দিন । আজ আমার ছেলে পঞ্চম বর্ষে পদার্পন করেছে । দেখতে দেখতে যে কোথা দিয়ে পাঁচ পাঁচটি বছর কেটে গেলো বুঝতেই পারলুম না । মনে হচ্ছে যেন এই সেদিন হসপিটাল থেকে কোলে করে বাড়ি নিয়ে এলুম ক্ষুদেটাকে । এরই মধ্যে এতো বড় হয়ে গেলো ! সারাদিন সারাবাড়ি মাতিয়ে রাখে । খেলাধুলো, চেঁচামেচি, মারামারি সবই হয় । ছোটবেলায় খুব মোবাইল আসক্তি ছিল যেটা এখন একেবারেই নেই । মাঝে মধ্যে একটুখানি ভিডিও দেখে । তাও অনলি খাওয়ার সময়টুকুতে ।
বেশ লম্বা হয়ে গিয়েছে এরই মধ্যে । ঋজু নির্মেদ দেহ, উজ্জ্বল শ্যামবর্ণ ৩ ফুটের একটা পুতুল যেনো সারাক্ষন দাপিয়ে বেড়ায় ঘরদোর । ডেইলি স্কুলে যায় । একটা দিনও কামাই নেই । সন্ধ্যায় ম্যাডাম আসে পড়াতে, সপ্তাহে ৩ দিন আংকেল আসে পড়াতে, আর বাকিটা সময় জুড়ে শুধু খেলা আর খেলা ।
আজকে তার শুভ জন্মদিন । তাও ভোরে উঠে স্কুলে গিয়েছে ফ্রেন্ডদের চকোলেট গিফট করতে । এই মাত্র বাড়ি ঢুকলো স্কুল থেকে । আজকে সে খুবই এক্সসাইটেড । কারণ, সে কয়েকদিন আগে থেকেই এলার্ট আছে যে আজকে তার জন্মদিন পালিত হবে ।
আপনার অনেক পোষ্টের মাধ্যমে টিনটিনের দুষ্টামি করার বিষয় সম্পর্কে জানতে পেরেছি। ছোট্ট বয়সে যে মুহূর্তগুলো আমরা পার করে এসেছি। আজকের এই দিনটি সত্যিই স্পেশাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি জন্মগ্রহণ করেছিলেন। আশা করি টিনটিন ভবিষ্যতে অনেক বড় হবে তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে অনেক অনেক শুভকামনা রইল। এই স্পেশাল দিনটি তার জীবনে আনন্দে পরিপূর্ণ করে তুলুক। 🎊🎊💖
সুপ্রতীম সরকার নামটা কিন্তু খুবই মিষ্টি। টিনটিনের এই শুভদিনে আমরা সবাই টিনটিনের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করি সে যেন ভালো একজন মানুষ হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি আমাদের জন্য অনেক কিছুই করে গেছেন। আমাদের টিনটিন বাবু যেন একজন মহৎ মনের মানুষ হয় এই দোয়া করি সবসময়।
টিনটিনের জীবনে এই শুভ দিন বারবার ফিরে আসুক। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ও যেন ওর বাবার মত সুন্দর মনের একটি মানুষ হয়ে উঠতে পারে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে তৃতীয়বারের মতো আজকে ওর জন্মদিন পালন হতে যাচ্ছে। এরকম প্রত্যেকটি বছরই আমরা আরো বেশি খুশির সংবাদ আর আনন্দ নিয়ে জন্মদিন পালন করতে পারব সেই প্রত্যাশা করি।
শুভ জন্মদিন টিনটিন সোনা। অনেক বড় হবে, সবার চোখের মনি হয়ে উঠবে,উজ্জ্বলতায় ভরে যাবে চারিপাশ।অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনায় থেকো তুমি মা -বাবার হৃদয়ের মধ্যখানে।শুভ জন্মদিন টিনটিন সোনা। 💕💕💕💕💕💕
প্রথমেই জানাই টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।এমন দিন ওর জীবনে বারবার ফিরে আসুক সেই কামনা করি। সত্যি বাচ্চারা সারাক্ষণ খেলাধুলা করে ঘর মাতিয়ে রাখে। গত বছর বেশ ভালো করেই ভার্চুয়াল ভাবে টিনটিন বাবুর জন্মদিন পালন করা হয়েছিল।আশাকরি এবারো হবে। শুভ জন্মদিন টিনটিন।
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। সত্যিই টিনটিন বাবু একটা পুতুলের মতো মিষ্টি। কয়েকদিন থেকেই তার জন্মদিন নিয়ে খুব উৎসাহ দেখছিলাম তার মধ্যে, গতকাল রাতেও একবার হ্যাপি বার্থডে বলতে শুনেছি। স্কুলে গিয়ে সে আজ অনেক মজা করেছে জেনে ভালো লাগলো। আজ এক মহামানবেরও জম্মদিন, তার জন্যও অনেক শ্রদ্ধা রইল।
প্রথমে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই প্রিয় সুপ্রতীম বাবুকে। আসলে এত বড় একটা মনীষীর আজ জন্মদিন। যেটা যেন বাংলার ইতিহাসে যুগ যুগ ধরে আমরা গৌরবের সাথে স্মরণ করে আসছি। এমন একজন স্মরণীয় ব্যক্তির জন্মদিনের সাথে আমাদের টিনটিনের জন্মদিন। অনেক ভালো লাগলো দাদা আপনার বিস্তারিত তথ্য গুলো পড়ে। আসলে এই বয়সের বাচ্চারা একটু খেললাধুলা নিয়ে বেশি আগ্রহী দেখায়। তো দোয়া রইল টিনটিন বাবু যেন বাবার মত একজন জ্ঞানী মানুষ হয় এবং মানবিক একজন মানুষ হয়।
সুপ্রতীম সরকার টিনটিন পড়াশোনায় ভালোই মনযোগ দিয়েছে। একদিনও স্কুল কামাই করে না। আজকে জন্মদিন জেনেও টিনটিন স্কুলে গেছে। যে পন্ডিত বিদ্যাসাগরের জন্মদিনে টিনটিনের জন্ম হয়েছে, সৃষ্টিকর্তা যেন তাকেও এমন পন্ডিত বানায়। সেই কামনা করি। ধন্যবাদ দাদা। শুভ জন্মদিন টিন টিন।
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে তার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো। টিনটিন বাবু এভাবেই হাসিখুশি থাকুক সারা জীবন এটাই প্রার্থনা করি। এটি দিনটি বারবার টিনটিনের জীবনে ফিরে আসুক এবং নিয়ে আসুক আনন্দের বন্যা এটাই কামনা করছি। শুভ জম্নদিন টিনটিন বাবু।
এই ছবিটা দেখে মনে হচ্ছে টিনটিনের স্বাস্থ্য আগের থেকে ভালো হয়েছে। দারুন কিউট হয়েছে আমাদের টিনটিন। আশা করি বড় হয়ে কর্মে, গুনে সেই মহাপুরুষকেও ছাড়িয়ে যাবে। টিনটিনের জন্য অনেক শুভকামনা রইলো দাদা।