"আমার বাংলা ব্লগ" -এ নিউ কামারদের জন্য ফ্রি ডেলিগেশন সার্ভিস : ডেলিগেশন রাউন্ড ০৫steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year


নতুন স্টিমিট ইউজাররা তাঁদের ব্লগিং জার্নি শুরু করার সাথে সাথেই যে প্রব্লেমটা ফেস করেন সেটি হলো রিসোর্স ক্রেডিট (RC) এর অপ্রতুলতা । এটি আসলেই বেশ বড় একটা প্রব্লেম নিউ কামারদের জন্য । বিশেষ করে "আমার বাংলা ব্লগ" এর নতুন ব্লগারদের জন্য বিশাল একটা প্রব্লেম এটি । কারণ, "আমার বাংলা ব্লগ" হলো সমগ্র স্টিমিট প্ল্যাটফর্মে একমাত্র কমিউনিটি যেখানে কমিউনিটি এনগেজমেন্ট এর জন্য ব্লগারদের সর্বোচ্চ ভাবে উৎসাহিত করা হয়ে থাকে । ফলশ্রুতিতে "আমার বাংলা ব্লগ" কমিউনিটি হলো স্টিমিট এর এক নাম্বার কমিউনিটি যেখানে ইউজার এনগেজমেন্ট সর্বাধিক । এর ধারে কাছেও কোনও কমিউনিটি নেই ।

এই জন্যই, নতুন ব্লগাররা "আমার বাংলা ব্লগ" এ জয়েন করেই বিপদে পড়ে যান । কারণ, কমিউনিটিতে এনগেজমেন্ট ঠিক রাখতে যে পরিমাণ কমেন্ট তাঁদেরকে করতে হয় তাতে প্রচুর রিসোর্স ক্রেডিটস এর দরকার হয় । অথচ, নতুন ব্লগার হওয়ার কারণে তাঁদের ওয়ালেটে ০-১৫ স্টিম পাওয়ার থাকে অনলি । যার জন্য অল্প কিছু কমেন্ট করেই দীর্ঘক্ষণ wait করতে হয় তাঁদেরকে রিসোর্স ক্রেডিট রিচার্জ এর জন্য ।

এই সমস্যা দূরীকরণে আমার বাংলা ব্লগ এর পক্ষ থেকে অ্যাডমিন @rex-sumon নিজের ওয়ালেট থেকে প্রায় এক বছর যাবৎ ফ্রি ডেলিগেশন সার্ভিস প্রদান করে আসছেন । এটা ছিল সম্পূর্ণ ফ্রী এবং নন-প্রফিট একটা সার্ভিস । বহুদিন ধরে @rex-sumon এর এই "ফ্রি ডেলিগেশন সার্ভিস" টি আমার নজরে ছিল । আমি রীতিমতো মুগ্ধ তাঁর এই মহৎ উদ্যোগটাতে ।

কিন্তু, ক্রমবর্ধমান নিউ ইউজারদের চাপে আমি নিজেই চেয়েছি এই চলমান "ফ্রি ডেলিগেশন সার্ভিস" @rex-sumon এর আন্ডারে সরাসরি কমিউনিটি একাউন্ট থেকেই পরিচালিত হোক । তাহলে, আমরা "আমার বাংলা ব্লগ" এর প্রত্যেক নিউ ইউজারকে ফ্রী ফ্রী ১০০ স্টিম পাওয়ার ডেলিগেট করতে পারবো । ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন পেলে আপনি প্রতি ২৪ ঘন্টায় ১০০+ কমেন্ট করতে পারবেন । এটা হিউজ ।


ফ্রি ডেলিগেশন সার্ভিস থেকে ডেলিগেশন : রাউন্ড ০৫


ডেলিগেশন পরিমাণ : @abb-fun থেকে আপ টু ১০০ স্টিম করে প্রত্যেককে


পঞ্চম রাউন্ডে সকল এক্টিভ ফ্রি ডেলিগেশন পাওয়া ইউজারদের আইডি নিম্নরূপ :

SerialDelegatorDelegateeBase AmountCurrent Active Amount
01@abb-fun@sadia23l100100.003

উপরের প্রত্যেক স্টিমিট ইউজারকে @abb-fun থেকে আপ টু ১০০ স্টিম করে ডেলিগেশন দেওয়া হয়েছে ।

কী ভাবে আপনি ফ্রি ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন পাবেন ?


=> আপনাকে একদম নতুন ইউজার হতে হবে "আমার বাংলা ব্লগ" এ

=> আপনার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে আমার বাংলা ব্লগ স্কুল লেভেল -০১ এর ফার্স্ট ক্লাসে

=> আপনার স্টিমিট ওয়ালেটে ৩০ স্টিম পাওয়ার এর কম পাওয়ার থাকতে হবে

=> আপনাকে "আমার বাংলা ব্লগ" এর ডিসকোর্ড চ্যানেল "free-delegation" এ ডেলিগেশন এর জন্য এপ্লাই করতে হবে



***আপনি লেভেল ৫ এ উঠলে অথবা, আপনার ওয়ালেটে যতক্ষণ অব্দি ইফেক্টিভ ১০০ স্টিম পাওয়ার না জমে ততক্ষণ অব্দি ডেলিগেশন এক্টিভ থাকবে । ৪৫ দিনের বেশি একটানা inactive থাকলে ডেলিগেশন ক্যান্সেল করা হবে ।

এখানে আপনার ওয়ালেটে আমরা স্টিম পাওয়ার ক্যালকুলেট করবো এই ভাবে -
আপনাকে দেওয়া ডেলিগেশন এমাউন্ট = 100 - (X + Y +Z)
এখানে,
X = আপনার ওয়ালেটে মোট লিকুইড স্টিমের পরিমাণ
Y = আপনার ওয়ালেটে মোট স্টিম পাওয়ার (SP) পরিমাণ
Z = আপনার ওয়ালেটে মোট STEEM BACKED DOLLAR (SBD) এর সমমূল্যের স্টিম***

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif








Sort:  
 last year 

দাদা আপনার উদ্যোগকটি অসাধারণ। নতুন ইউজারদের জন্য অনেক সুবিধা। আমি নতুন ইউজার ,আপনার এই নিয়মটি আমার অনেক ভালো লেগছে ।আমি মুগ্ধ হয়েছি , আপনি যে নতুন ইউজারদের নিয়ে ভেবেছেন ।এতেই বোঝা যাচ্ছে আপনার মন অনেকে উদার ।এবং আপনি সবকিছুই ভাবেন দেখেন । ধন্যবাদ দাদা আমাদের মতো নতুন ইউজারদের এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

দাদা আপনি তো সব সময়ই ইউজারদের কথা বিবেচনা করে বেশ ভালো ভালো উদ্যোগ গ্রহণ করে থাকেন। আর উপমা হলো আজকের উদ্যোগটি। এতে করে নতুন নতুন ইউঝার রা নিজেদের জন্য কিছু ফিরি ডেলিগেশন পাবে। তবে আশ্চর্যের বিষয় হলো যে আপনি সব সমযই আমাদের কে নিয়ে ভেবেই যাচ্ছেন। দোয়া রইল আপনার জন্য। আশা করি নতুন ইউজার আপনার এই উদ্যোগটি মনে রাখবে।

 last year 

আমার বাংলা ব্লগ সত্যি ভিন্নধর্মী কমিউনিটি, যেখানে সর্বদা ইউজারের সুবিধাকে প্রাধান্য দেয়া হয়, যার সেরা উদাহরণ হলো এই ফ্রি ডেলিগেশন সার্ভিস। দক্ষ ইউজারের কোয়ালিটি সম্পন্ন কাজের সাপোর্ট যেমন এখানে সুনিশ্চিত ঠিক তেমনি সঠিক এনগেজমেন্ট এর জন্যও রয়েছে ফ্রি ডেলিগেশন সার্ভিস। ধন্যবাদ দাদা

 last year 

এটা দাদা খুবই চমৎকার একটি উদ্যোগ।
প্রথম অবস্থায় বেশি কাজ করতে হয়। আর এদিকে দিয়ে পাওয়ার
কম থাকার কারণে ঠিক ভাবে কাজ করতে পারে না।
সবাই ডেলিগেশন পেয়ে আশাকরি সুন্দর ভাবে কাজ করতে পারবে ইনশাআল্লাহ।

 last year 

দাদা আপনার এটা অনেক সুন্দর একটা উদ্যোগ।নতুন ইউজারদের জন্য এটা খুবই ভালো একটা দিক।প্রথমতে আইডির পাওয়ার না থাকলে কাজের অনেক সমস্যা হয়।দাদা আপনার এতো সুন্দর একটা উদ্যোগ দেখে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Es realmente gratificante. Aunque he estado en esta plataforma por poco tiempo, he encontrado que es un desafío, pero gracias a la lectura, he aprendido y he podido mejorar mis publicaciones día a día. En Steemit, la clave está en compartir contenido valioso, como esta publicación, y eso es lo que me impulsa a continuar

আসুন ভোট দেই এবং সহায়ক বন্ধু হিসাবে একসাথে বেড়ে উঠি 💪

 last year 

নিংসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আমি প্রথম যখন এই কমিউনিটিতে এসেছি তখন আমারও পাওয়ার প্রবলেম হয়েছিল। যার ফলে তেমন বেশি কমেন্ট করতে পারি নাই। পরে দাদা অনেক দিক বিবেচনা করে এই উদ্যোগটি গ্রহন করেছেন। এর মাধ্যমে নতুন মেম্বাররা সুন্দর ভাবে কাজ করতে পারবে। ধন্যবাদ দাদা।

 last year 

ইউজারদের সুবিধার্থে এমন ফ্রি ডেলিগেশন সার্ভিস একমাত্র আমাদের কমিউনিটিতেই সম্ভব। সেজন্যই সবসময় আমরা বলে থাকি আমাদের কমিউনিটি একেবারে ব্যতিক্রমধর্মী কমিউনিটি। আশা করি নতুন ইউজাররা তাদের এনগেজমেন্ট দারুণভাবে সম্পন্ন করতে পারবে এই সার্ভিসের মাধ্যমে। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য দাদা খুব চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন।আর সেই উদ্যোগটি হল ফ্রি ডেলিগেশন সার্ভিস। ফ্রি ডেলিগেশন সার্ভিস পেয়ে আশা করছি সবাই খুব দক্ষতার সাথে সুন্দরভাবে কাজ করতে পারবে। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।