আসছে PUSSTEEM .....

in আমার বাংলা ব্লগ11 days ago

Drawing.png


প্রথমে abb-curation প্রজেক্ট, এরপরে Puss2bux প্রজেক্ট এবং সবশেষে steem-id প্রজেক্ট - পরপর এই তিনটি ইউটিলিটি আনার পরে আমাদের নেক্সট ইউটিলিটি আসছে । এই প্রজেক্টের নাম রাখা হয়েছে PUSSTEEM । এটা অনেকটা ইনভেস্টমেন্ট টাইপের প্রজেক্ট । আপনি একটা নির্দিষ্টি ওয়ালেটে কিছু $PUSS রাখবেন, এরপরে আপনার steemit একাউন্টে পোস্ট করলে আপনার PUSS ওয়ালেটের কিছু পরিমান $PUSS অটো বার্ন হয়ে যে energy জেনারেট হবে তা দ্বারা আপনার স্টিমিট পোস্টটি অটো বুস্ট হয়ে যাবে ।

এই প্রজেক্টটি চালু হওয়ার পরে ABB সহ আমার সকল কমিউনিটিতে ফ্রী curation সার্ভিসিটি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে । তার স্থানে
PUSSTEEM curation প্রজেক্ট জায়গা করে নেবে । PUSSTEEM curation সার্ভিস সম্পূর্ণরূপে non-profitable প্রজেক্ট । আপনার বার্ন করা $PUSS চিরকালের জন্য আপনার ওয়ালেটে লকড থাকবে ।

বিস্তারিত আসছে কিছুদিনের মধ্যেই ....

Sort:  
 11 days ago 

আপনার প্রতিটি কাজ বেশ প্রশংসনীয় দাদা।আপনার সব উদ্যোগ আমাদেরকে ঘিরে ই।তাই আমরা সবাই আনন্দিত।আশা করছি সামনে আরো ভালো কিছু আসছে আমাদের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার স্বপ্ন গুলো বাস্তবায়িত হোক।❤️❤️

 11 days ago 

দাদা আপনি সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। আশা করছি আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত সবার জন্য ভালো কিছুই বয়ে আনবে।

 11 days ago 

দাদা আপনার যেকোন উদ্যোগ ও সিদ্ধান্ত সব সময় আমাদের মত ইউজারদের জন্য সফলতা বয়ে আনে। আপনার প্রতি বিশ্বাস ও আস্থা আমাদের অনেক। তাইতো আপনার সিদ্ধান্তগুলো আমাদের ভালো কিছু নির্ভর করে।

 11 days ago 

দাদা আপনার প্রতিটি সিদ্ধান্ত ও উদ্যোগ সব কিছু আমাদের ভালোর জন্য করেন।এটাও আমরা আশা করি যে ভালো কিছু হবে।

 11 days ago 

দাদা আপনার প্রতিটি উদ্যোগ আমাদের সকলের অনেক মঙ্গলকর। পোস্ট বুস্ট হ ওয়ার বিষয়টি আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আশা করছি আমরা সকলেই PUSSTEEM প্রজেক্টের মাধ্যমে অনেক বেশি লাভবান হতে পারবো। অপেক্ষায় রইলাম দাদা পরবর্তী সুযোগের জন্য।

Your burned $PUSS will be locked in your wallet forever.

Untampered with, inassessible? 🤔

I will be waiting to read the full details soon..

 11 days ago 

PUSSTEEM curation প্রজেক্ট যেহেতু নতুন আসতে চলেছে তাই এই বিষয়ে আমরা অজানা। তবে এতদিনের পরিচয়ে এতটুকু বিশ্বাস পেয়েছি দাদা,আপনি যেটাই করবেন আমাদের জন্য মঙ্গলকর হবে। তবে এবিবি কিউরেশনসহ আগের সকল ফ্রি কিউরেশন সার্ভিস গুলি বন্ধ হয়ে যাবে এটা শুনে খারাপ লাগলো।যেহেতু PUSSTEEM curation ইনভেস্টমেন্ট টাইপের প্রজেক্ট তাই আশা করছি বেশ ভালোই হবে। সর্বোপরি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দাদা। ভালো থাকবেন সব সময়।

 11 days ago 

দাদা, আপনার প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য সত্যিই অনেক উপকারি এবং অনুপ্রেরণাদায়ক। পোস্ট বুস্ট হোয়ার আইডিয়াটা অসাধারণ, এবং এটা দেখে খুব ভালো লাগলো। আমি নিশ্চিত যে, PUSSTEEM প্রজেক্টের মাধ্যমে আমরা সবাই অনেক বড় সুযোগের মুখোমুখি হবো। আগ্রহভরে অপেক্ষা করছি পরবর্তী সুযোগের জন্য, দাদা। ধন্যবাদ, আপনাদের পথপ্রদর্শন এবং সহযোগিতার জন্য।

 11 days ago 

দারুণ একটা ইউটিলিটি পেতে যাচ্ছি আমরা।

 11 days ago (edited)

নতুনভাবে নতুন কিছুর অনুভূতি নিয়ে অপেক্ষায় রইলাম, PUSSTEEM নতুন অভিজ্ঞতার সাথে নতুন দ্বার উন্মোচন করবে পুরো Steemit প্লাটফর্মে। অনেক ধন্যবাদ