ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৯৫ (০৭-০৩-২৫ থেকে ১৩-০৩-২৫)
বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৯৫ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @haideremtiaz
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @haideremtiaz | $25 UPVOTE | ১ম পর্ব ,গল্পঃ- " পালকি " |
02 | @haideremtiaz | $25 UPVOTE | অভ্যাস যখন বদ-অভ্যাসে পরিণত হয়! |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই উনাকে ইমতিয়াজ নামেই চিনে।বর্তমানে তিনি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে অধ্যয়নরত আছেন। পাশাপাশি লেখালেখি করছেন গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা।বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালোবাসেন। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতেও ভালোবাসেন।স্টিমিট এ জয়েন করেছেন ২০২১ সালের মার্চ মাস এ।বর্তমান এ স্টিমিট জার্নির বয়স প্রায় ৪ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
সোস্যাল মিডিয়া যখন অভিশাপ!!.... by @haideremtiaz • 18 March 2025
সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ দুটো দিক ই রয়েছে।তবে দুঃখের বিষয় হলো খারাপ দিকটাই আমরা বেশি ব্যবহার করি।আর তার চেয়েও বড় কথা আমরা সোশ্যাল মিডিয়া প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যবহার করি।যার কারণে আমরা এর প্রতি এতোটাই আসক্ত হয়ে পরি যে আমরা আসলে আমরা যে কি করছি বা কেনো করছি সেটাও মাথায় আনি না।আর যার প্রতিফলন দেখতে পাচ্ছি বাংলাদেশ এর এই তরমুজ বিক্রের কাছে।আসলে মানুষ এখন ভাইরাল হতে পারলেই মনে করে জীবন স্বার্থক।আর এ জীবনে ভাইরাল যারা হয় তাদের ইন্টারভিউ নেওয়া ই যেনো জীবনের একমাত্র লক্ষ্য।আর এসবের মাঝে পরে কিছু সাধারণ মানুষ এর জীবন প্রায় ওষ্ঠাগত হয়ে যাচ্ছে বললেও ভুল হবে না।আসলে আমরা যদি একটু বিবেকবান হতে পারি ।তাহলে হয়তো এসব অনেকটাই কমে আসবে।
ছবিটি haideremtiaz এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
সিম্পল একটি ডিজাইন আর্ট...... by @haideremtiaz • 17 March 2025
এই ধরনের ডিজাইন আর্ট গুলো দেখতে আসলে অনেক সুন্দর হয়। আর বিশেষ করে ছোট ছোট করে যখন করা হয়। তখন সেগুলো দেখতেও অনেক ভালো লাগে। আর এই ধরণের আর্ট গুলো করতে খুব একটা সময় লাগে না। যার কারণে শেষ করার পরে খুব সুন্দর একটা চিত্র যখন সামনে ফুঁটে উঠে ,তখন মন ভালো হয়ে যায়। অর্থাৎ এই ধরনের আর্ট গুলো করতে আসলে অনেক ধৈর্যের দরকার রয়েছে। কারণ খুব ছোট ছোট ডিজাইন দিয়ে সম্পূর্ণ আর্টটি সম্পূর্ণ করা হয়। যার কারণে কিছুটা সময় লাগে বললেই চলে। উনার দেখলাম এই ধরনের আর্ট করার অভ্যাস রয়েছে। তো আমার মনে উনার এই ধরনের আর্ট করতে খুব একটা সময় লাগে না। আর উনার আর্ট এর হাত ও বেশ ভালো। যদি ো কিছু বড় আর্ট করলে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারতাম।
ছবিটি haideremtiaz এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
সময় গেলে সাধন হবে না!... by @haideremtiaz •16 March 2025
আমাদের বেশিরভাগ মানুষ এর অভ্যাস এটাই। অর্থাৎ আমরা সব সময় সময় শেষ হয়ে যাওয়ার পরে কোনো কিছু করার চেষ্টা করি। যেটা আসলে একেবারে বৃথা চেষ্টা বলেই আমার মনে হয়। কারণ যদি কিছু করতেই হয় কিংবা কোনো অ্যাচিভমেন্ট যদি আমাদের করতেই হয়। তবে আসলে সেটা সময়ের মধ্যে করা উচিত। কারণ এর পরে আসলে যতোই চেষ্টা করা হোক না কেনো। সেটা সেভাবে আর কখনোই ইভেকটিভ করা সম্ভব হয় না। এটাই উনার বন্ধু মানতে চায়নি এবং মানতে চায়নি বলেই আসলে ফলটাও সেভাবে পায়নি। আর এটা আমাদের অনেকেরই অভ্যাস। অর্থাৎ আমরা শেষ মুহূর্তে যেকোনো কাজ করি ,যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সময় গেলে আর কোনোভাবেই সাধন হয় না। এটা আমরা যতো তাড়াতাড়ি বুঝতে পারবো। আমাদের জন্য ততোই মঙ্গলজনক।
ছবিটি haideremtiaz এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
স্বরচিত কবিতাঃ " বাবা তুমি "..... by @haideremtiaz • 14 March 2025
স্বরচিত কবিতা আমি বরাবরই অনেক বেশি ভালোবাসি। তাই পোস্ট করার সময় কিংবা পোস্ট কিউরেট করার সময় যদি কোনো কবিতা দেখি। তাহলে আমি বেশিরভাগ সময় সেটা পড়ার চেষ্টা করি। কারণ ওই যে বললাম ,কবিতা প্রেমি মানুষ।তো কবিতা দেখলে আসলে না পড়ে আর থাকতে পারিনা। উনার এই কবিতাটি আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। আর বিশেষ করে উনি বাবা নিয়ে কবিতাটি লিখেছেন। যেটা আমাকে অনেক বেশি স্মৃতিকাতর করে তুলেছে। কারণ বাবা আমাদের জীবনের কতোটা দরকার একজন মানুষ এবং তিনি যে আসলে আমাদের জীবনের বটবৃক্ষ। এটা আমরা অনেক পরে এসে বুঝতে পারি। যখন আমরা তাদের হারিয়ে ফেলি। তাই আমার মনে হয় বাবা থাকার মুহূর্তে আমরা যদি বাবার গুরুত্ব বুঝতে পারি। তাহলে আমাদের জীবনটাই স্বার্থক। আর উনার কবিতাটিও সুন্দর হয়েছে।
ছবিটি haideremtiaz এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
অভ্যাস যখন বদ-অভ্যাসে পরিণত হয়!...... by @haideremtiaz • 12 March 2025
এটা সত্যি কথা আমাদের অভ্যাসগুলো অর্থাৎ খারাপ অভ্যাসগুলো কখন যে আমাদের প্রতিনিয়ত এর অভ্যাসে পরিণত হয় ,এটা আমরা আসলে বুঝতে পারি না। আর যখন বুঝতে পারি ,তখন অনেক বেশি দেরি হয়ে যায়। উনি যে রাত জাগার কথাটি লিখলেন। এটা পড়ে সত্যিই খারাপ লেগেছে। কারণ রাত জাগার অভ্যাসে আমার কি পরিমাণ বেশি রয়েছে ,সেটা এখানে হয়তো সকলেই জানে।আর বিশেষ করে রাত জাগলে ধীরে ধীরে শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়।যেটা আমাদের শরীরের জন্য মোটেও ভালো কিছু নয়।আর উনার সমস্যাটিও যথেষ্ট গুরুতর।কারণ ওষুধ খেয়ে ঘুমাতে হলে ,সেটা সত্য ই খুব একটা ভালো ব্যাপার নয়।আশা করছি উনি উনার এই বদ অভ্যাস থেকে খুব দ্রুত বের হতে আসতে পারবেন।তা না হলে শরীরের দীর্ঘস্থায়ী একটি ক্ষতি হয়ে যাবে।যেটা আর ঠিক করা যাবে না।
ছবিটি haideremtiaz এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ১৯ মার্চ ২০২৫
টাস্ক ৩৫১ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 950bd3fde3f26a758bd6c78697e5dd7b57f067111315667c24abe4ce31defde2
টাস্ক ৩৫১ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR

Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমেই হায়দার ইমতিয়াজ ভাইকে অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য। আসলেই সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে গেলে আমাদের নিজেরই লস। কারণ এতে করে আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
প্রথমেই হায়দার ইমতিয়াজ ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য।এটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য অর্জন। দাদা, চমৎকার এই পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার লেখা সবসময়ই অনুপ্রেরণাদায়ক ।
প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এ সপ্তাহে দাদার চয়েসে আসার জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থেকে স্টিমিটটাকে চালিয়ে যাওয়ার। মনের অনুভূতিগুলো আমার বাংলা ব্লগে প্রকাশ করতে পেরে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ দাদা আপনাকে
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
প্রথমে আমাদের সবার প্রিয় হায়দার ইমতিয়াজ ভাইয়াকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। তিনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। এই সপ্তাহে ওনাকে ফাইন্ডার চয়েস হিসেবে মনোনীত করলেন থেকে খুব ভালো লাগলো দাদা।
প্রথমেই এই সপ্তাহের ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত হওয়ার জন্য হায়দার ভাইকে অভিনন্দন জানালাম। তার পোস্টগুলি আমার ভীষণ সুন্দর লাগে। বিশেষ করে তিনি এত সুন্দর আর্ট পোস্ট করেন যা দেখে মন ভরে যায়। তাই একেবারে যোগ্য হিসাবে এই শিরোপা তিনি জিতে নিলেন।
প্রথমে হায়দার ইমতিয়াজ ভাইয়াকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।এই সপ্তাহে ফাউন্ডার চয়েসে নির্বাচিত হয়েছে দেখে অনেক ভালো লাগলো। প্রতিনিয়ত ভাইয়া বেশ দারুন পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। অনেক ধন্যবাদ পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।