কিভাবে ট্রন স্টেকিং করবেন ? (How to stake tron to earn rewards)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


বন্ধুরা,
আজকে একটু তড়িঘড়ি করেই পোস্টটা করছি । আমাকে আবার নিজের কাজ নিয়ে বসতে হবে একটু পরে । এর পরে আবার দৈনন্দিন পোস্ট curation এর ব্যাপার আছে তিনটি কমিউনিটিতে । আশা করছি সংক্ষিপ্ত পোস্ট হলেও আপনারা টিউটোরিয়ালটা পুরোটাই বুঝতে পারবেন, যদি না পারেন আমি তো আছিই ।

একটি cryptocurrency র backbone হলো তার ledger সিস্টেম যেটাকে আমরা ব্লকচেইন হিসাবে চিনি । ব্লকচেইন টা decentralized হয়ে থাকে সাধারণত, আর decentralized ব্লকচেইন based ক্রিপ্টো কারেন্সী তে একটা বড়ো ঝুঁকি হলো একই ট্রানসাকশান বার বার রিপিট করা যায়, যাকে বলে double spend । অর্থাৎ আপনি একই coin এক জনকে পাঠিয়ে আবার , আর এক জনকে পাঠাতে পারেন, বা কাউকে পাঠিয়ে ফেরত নিতে পারেন, একাধিক ট্রানসাকশান ব্লক ডিলিট করে দিতে পারেন । এক কথায় অরাজকতা অবস্থা । এই সকল সমস্যা সমাধানের লক্ষ্যে একদল বিশেষ গ্রুপ মাইনিং এর মাধ্যমে কিছু rewards এর বিনিময়ে ব্লক গুলো validate করে । miner রা যখন একটি ব্লক ভ্যালিড করে মূল ব্লকচেইনে যোগ করে দেয় তখন সেটা ডাবল স্পেন্ডিং চেক করেই যোগ করে, তাই একবার কোন ব্লক ভ্যালিড হলে আর সেটা রিভার্স করা যায় না । এ ভাবে miner রা একটা ক্রিপ্টো কারেন্সী বা টোকেনের মূল ledger বা ব্লকচেইন টাকে সুরক্ষিত রাখে ।

মাইনিং দু'প্রকারের হয়ে থাকে -
১. Proof of work যেমন বিটকয়েন মাইনিং
২. Proof of stake যেমন ট্রন মাইনিং

Proof of stake মাইনিং এ যে মাইনার যত বেশি ক্রিপ্টো টোকেন মজুত রাখতে পারবে সে তত বেশি মাইনিং করতে পারবে । ট্রন ক্রিপ্টো টোকেন মাইনিং সবাই করতে পারে । প্রতি ৬ ঘন্টা অন্তর টপ ৩০ জন মাইনার যাদেরকে ট্রন ইকোসিস্টেম এ বলে super-representative তাদেরকে পরবর্তী ৬ ঘন্টা মাইন্ করতে সুযোগ দেয়া হয় । এই সিলেকশন টা হয় ভোট এর ভিত্তিতে । ধরুন আপনার কাছে ১০০ ট্রন আছে, আপনি এক জন super-representative কে ওই ১০০ ট্রন ভোট দিলেন, তার ফলে আপনার ১০০ ট্রন ৭২ ঘন্টা মিনিমাম ফ্রিজ থাকবে আর সেই super-representative ১০০ ট্রন ভোট পাবে মানে ভার্চুয়ালি সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ১০০ ট্রন stake করতে পারবে । অনেকটা ঠিক স্টিমিট এর পাওয়ার ডেলিগেশন এর মতো , সে ১০০ ট্রন পাবে শুধুমাত্র stake করার জন্য , কিন্তু ওই ট্রন সে ট্রান্সফার করতে পারবে না কোথাও ।এই ভাবে ৬ ঘন্টার cycle এ super-representative দের মধ্যে যারা যারা সব চাইতে বেশি ট্রন স্টেক করতে পারবে তাদের মধ্যে থেকে টপ ৩০ জনকে পরবর্তী cycle এ মাইনার হিসাবে assign করা হবে । আর আপনার ভোটটা যদি প্রথম ৩০ জনের মধ্যের কেউ এক super-representative পায় তো, কংগ্রাচুলেশন্স, আপনি পরবর্তী cycle এর এক জন মাইনার । আপনার প্রতিনিধিত্ব করবেন সেই super-representative যাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন । সে যা মাইনিং rewards পাবে আপনি আপনার স্টেক করা এমাউন্ট এর আনুপাতিক হারে তার ভাগ পাবেন । মোটামুটি এই হলো ট্রন ইকোসিস্টেম এর মাইনিং সিস্টেম ।

এই বার তা হলে টিউটোরিয়াল টা শুরু করা যাক :

ট্রন মাইনিং (Tron Mining):

স্টেপ-০১ : আপনার tronlink এ লগইন করুন । যে একাউন্ট থেকে মাইন্ করতে চান সেটি সিলেক্ট করুন ।

Untitled.png

স্টেপ-০২ : নির্দিষ্ট একাউন্টে ঢোকার পরে "vote" বাটনে ক্লিক করুন ।

Untitled.png

স্টেপ-০৩: নির্দিষ্ট একটা সাইট tronscan.io ওপেন হবে । সবুজ রঙের "Voting" বাটনে ক্লিক করুন ।

Untitled.png

স্টেপ-০৪ : লাল রঙের "Obtain" বাটনে ক্লিক করুন ।

Untitled.png

স্টেপ-০৫ : একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে । পপ-আপ উইন্ডোতে "Obtain" এর নিচে ড্রপডাউন থেকে "Tron Power & Bandwidth" সিলেক্ট করুন । "Amount" এর ঘরে "MAX" বাটনে ক্লিক করুন, "Confirm" tick-box এ টিক্ মার্ক দিন । ফাইনালি "Freeze" বাটনে ক্লিক করুন ।

Untitled.png

স্টেপ-০৬ : আরো একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে । নিচের দিকে "Accept" বাটন পেয়ে যাবেন , বাটনটি ক্লিক করুন ।

Untitled.png

স্টেপ-০৭ : এই বার সব চাইতে গুরুত্তপুর্ন স্টেপ । ভোট দেয়া । ভোট দেয়ার সময় নিচের বিষয়গুলি লক্ষ রাখতে হবে -

A . Available ভোট কতগুলি আছে লক্ষ রাখতে হবে ।
B. এক জনকে ভোট না দিয়ে চেষ্টা করবেন একাধিক super-representative কে ভোট দিতে, তাহলে profitability তা বেশি পাবেন । ranking দেখে ভোট দিতে পারবেন । ranking কলামের বামে আছে percentage কলাম। যার percentage যত বেশি সে ততো বেশি বার মাইনিং এর জন্য সিলেক্টেড হয়েছে আর তত বেশি পরিমান মাইনিং rewards পেয়েছে । এর পরের যে কলাম দু'টি লক্ষ করবেন সেটি হলো "voting share ratio" আর "APR" । "voting share ratio" যার যত বেশি সে তো বেশি পার্সেন্ট মাইনিং rewards তার ভোটারদের মধ্যে ভাগ করে দেবে, ০% থেকে ১০০% অব্দি "voting share ratio" এর সীমা, চেষ্টা করবেন অন্তত ৮০% বা তার বেশী "voting share ratio"যার আছে তাকে ভোট দিতে । এ বার আসা যাক "APR" কলামে, APR মানে Annual percentage rate অর্থাৎ বাৎসরিক শতকরা হার । এখানে APR বোঝাচ্ছে কাকে ভোট দিলে বছরে অ্যাভারেজ কত পার্সেন্টেজে rewards earn করা যাবে । সো, obviously যার APY যত বেশি তাকে ভোট দিলে profitability তত বেশি ।

এই বার আসা যাক ভোটিং সেকশন এ । সর্বডানে দেখুন "Your vote" কলামে অনেকগুলি ছোট ছোট ভোটিং বাক্স আছে, এর বাম দিকে "-" আর ডান দিকে "+" বাটন । মাঝখানে ভোট সংখ্যা । increase "+" বাটন চাপলে ভোট সংখ্যা বাড়বে, "-" decrease বাটনে চাপলে ভোট সংখ্যা কমবে । এভাবে আপনি ভোটিং সংখ্যা এডজাস্ট করতে পারবেন ।

Untitled.png

স্টেপ-০৮ : সব super-representative কে ভোটিং সংখ্যা এডজাস্ট করার পরে এই বার vote finalize করার পালা । যখন দেখবেন আপনার Available ভোট সংখ্যা ০ তখন আপনি সবুজ "Voting" বাটনে ক্লিক করবেন ।

Untitled2.png

স্টেপ-০৯ : একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে । পপ-আপ উইন্ডো তে "Accept " বাটনে ক্লিক করবেন ।

Untitled3.png

স্টেপ-১০ : ভোটিং কমপ্লিট । একটা পপ-আপ নোটিফিকেশন বক্স শো করবে, "Thanks for voting!" লেখা, "OK" তে ক্লিক করুন । ব্যাস শেষ ।

Untitled4.png

এই বার দেখুন বাম দিকে timer এর একটা বক্স আছে, ওখানে নেক্সট ভোটিং রাউন্ড এর countdown শো করে । ওটা দেখে আপনি বুঝতে পারবেন কতক্ষন পরে নেক্সট মাইনিং শুরু হবে ।

Untitled5.png

ভোটিং রিওয়ার্ডস কালেক্ট করা (Collect Your Mining Rewards ):

স্টেপ-০১ : একেবারে উপরে সর্বডানে "REGISTER" এর বাম পাশে tron address এর উপরে মাউস কার্সর রাখুন, একটা ড্রপ ডাউন লিস্ট শো করবে । Drop Down লিস্ট এ আপনার tron address এর উপরে ক্লিক করুন । অথবা ডাইরেক্টলি এখানে যান

Untitled.png

স্টেপ-০২ : নেক্সট উইন্ডো ওপেন হবে । এই উইন্ডোর সর্বডানে রয়েছে "Tron Power" box । "Unwithdrawan Rewards" যেটা শো করবে সেটাই হলো আপনার withdrawable mining rewards । বক্সের নিচের দিকে আছে "Withdraw" button । ওখানে ক্লিক করে transaction "Accept" করুন । আপনার মাইনিং rewards আপনার ট্রন একাউন্ট এ জমা হয়ে যাবে instantly ।

Untitled.png

Untitled2.png

Untitled3.png

মাইনিং ক্যানসেল করা (Cancel Tron Mining):

স্টেপ-০১: বামদিকে "Asset" এর নিচে "Resources" এ ক্লিক করুন ।

Untitled.png

স্টেপ-০২ : এই উইন্ডো তে "For Personal Use" ট্যাবে সর্বডানে "Operation" এর নিচে "Unfreeze" একটা বাটন আছে, এই বাটনটি ভোট দেয়ার ঠিক ৭২ ঘন্টা পরে একটিভ হবে । তখন এই বাটনে ক্লিক করলে আপনার মাইনিং অপারেশন ক্যানসেল হয়ে যাবে ও আপনার সব ট্রন আবার unfreeze হয়ে যাবে ।

Untitled.png

◈◈◈◈◈◈◈◈◈◈ সবাইকে অনেক ধন্যবাদ ◈◈◈◈◈◈◈◈◈◈

Sort:  

সবার বুঝার উপযোগী, "শিক্ষা বিনোদন" সুন্দর উপস্থাপনা। ভাল,অনেক ভালো।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ :)

 3 years ago 

আশাকরি এবার বিষয়টি সবাই ক্লিয়ার হবে ।ধন্যবাদ ভাই ।

 3 years ago 

আমিও আশা করছি টিউটোরিয়ালটা সবাই খুব সহজেই বুঝবে :)

 3 years ago 

useful stuff. If you have time, can you make an English version of this? We can keep it as a reference

 3 years ago 

sure, I'll make another post about "Tron Staking" in English. I'll notify you when I publish it.

 3 years ago 

yes sure. I can add it to our tutorial collection

 3 years ago 

খুবই সুন্দর উপস্থাপনা এবং সহজসাধ্যভাবে চিত্রের মাধ্যমে প্রতিটি ধাপ বুঝানো হয়েছে, আমার কাছে মোটামোটি ক্লিয়ার হয়েগেছে। আশা করছি বাকী সবারও স্বচ্ছ ধারনা তৈরী হয়ে যাবে এটার মাধ্যমে। ধন্যবাদ

 3 years ago 

টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে । বাংলায় টিটোরিয়াল লেখা যে কি ঝামেলার কাজ , সেটা যারা লেখে তারাই জানে । Too much time consuming

 3 years ago 

এটা খুবই সত্য কথা, টিউটোরিয়াল তৈরী করতে মেলা কষ্ট হয় সাথে অনেক সময় লাগে।

 3 years ago 

অনেক সুন্দর এবং সহজ টিউটোরিয়াল, আমি ট্রন এর বিষয়টি নিয়ে কখনো চিন্তা করি নাই এবং এর প্রতি আগ্রহও ছিলো না। কিন্তু আপনার ব্লগটি পড়ে কিছুটা জানার আগ্রহ তৈরী হয়েছে এখন।

 3 years ago 

ট্রন নিয়ে আমার আগের টিউটোরিয়াল ব্লগ টা দেখতে পারেন - https://steemit.com/hive-129948/@rme/a-tutorial-on-tron-integration-and-exchange-in-your-steemit-wallet

ধন্যবাদ :)

অনেক ভালো করে বুঝায়েছেন দাদা।আমি আগে ট্রন সম্পর্কে শুনেছি কিন্তু এতো বিস্তারিত ভাবে জানতাম না।তবে আজকে অবপক কিছু জানলাম।কিন্তু এখনও আমি এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার না। আশা করি ধীরে ধীরে সকল বিষয়গুলো বুঝতে পারব।
ধন্যবাদ দাদা এতো সুন্দর বিষয়টা জানানোর জন্য এবং এতো সহজ ভাবে বোঝানোর জন্য।

 3 years ago 

ট্রন সম্পর্কে জানতে আপনি আমার প্রথম টিউটোরিয়ালটা পড়তে পারেন -

https://steemit.com/hive-129948/@rme/a-tutorial-on-tron-integration-and-exchange-in-your-steemit-wallet

ধন্যবাদ দাদা।

@rme দাদা কে অনেক ধন্যবাদ বিষয়টি এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। একটি প্রশ্ন ছিল।

একবার ভোট দেওয়ার পর যদি unfreeze না করা হয়, তাহলে কি ভোট অটো-রিনিউ হবে?

আর ভোটিং রিওয়ার্ডস কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ না করলে কি সেটা ল্যাপস্ করে যাবে?

 3 years ago (edited)

unfreeze না করা অব্দি আপনি যে যে super-representative কে ভোট দিয়েছিলেন সেই গুলি অটো চলতে থাকবে cycle এর পর cycle । আপনি ভোটিং ক্যানসেল না করেই ওয়ালেটের নতুন tron মাইনিং এর কাজে লাগাতে পারবেন ।

উইথড্র না করলে সে গুলি দিনের পর দিন জমতে থাকবে, কোনো লস নেই । তবে একটা কন্ডিশন আছে প্রতি ২৪ ঘন্টায় rewards একবারই উইথড্র করতে দেয় ।

অনেক অনেক ধন্যবাদ দাদা

 3 years ago 

এর চেয়ে সহজভাবে আর হতে পারে না। ট্রন মাইনিং ট্রাই করব এবার, স্টেক ও করে রাখতে হবে যা আছে তা রিওয়ার্ড এর জন্য। অনেক ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করে দেখুন, এই মাইনিং প্রসেস টা ট্রাস্টলেস তাই কোনোরকমের আর্থিক ক্ষতির বিন্দুমাত্র সম্ভাবনা নেই ।

@rme দাদা, tron link থেকে ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা উইথড্র করতে পারবো?

আমি ভারতে থাকি। আমার এইচডিএফসি / অ্যক্সিস ব্যাংকে কেওয়াইসি করা অ্যাকাউন্ট আছে।

 3 years ago 

WazirX ব্যবহার করে পারবেন ।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন দাদা, ধন্যবাদ ❤️

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ :)