হোক প্রতিবাদ - "পতাকা"

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

468599867_1127402608756244_3390951327312411661_n.jpg


একটি দেশের পতাকা হলো সেই দেশের সম্মান,
একটি দেশের পতাকা মানেই সেই দেশেরই জনগণ ।
পতাকা মানেই একটি জাতির ধর্ম, মান, প্রাণ,
লুন্ঠিত হয় সকলই, যখন হয় সেই পতাকার অসম্মান ।

আমার দেশের বিরুদ্ধে যখন তোমার কণ্ঠ চড়ে,
প্রতিবাদের ভাষা হোক পতাকা না পায়ে মাড়িয়ে ।
তোমার দেশের পতাকা যদি কারো পায়ে রাখে,
দেখি তখন তোমার দেশের মর্যাদা কোথায় থাকে ?

Sort:  
 2 months ago 

আমি তীব্র নিন্দা জানাই। যারা দেশ ধর্মের উপর আঘাত নিয়ে আসে তারা মানুষ নয়। তারা জন্তুর চাইতেও নিকৃষ্ট। যে মানুষ সে কোন দেশ বা জাতির ধর্ম বর্ণের উপর আঘাত আনতে পারেনা। পতাকা তো হতেই পারে না। যারা এ কাজটি করে তারা বিকলাঙ্গ, কুলাঙ্গার। জন্মের ঠিক আছে কিনা তাও সন্দেহ আছে। এটার চরম নিন্দা জানাই চরম চরম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

তোমার দেশের পতাকা যদি কারো পায়ে রাখে ?
দেখি তখন তোমার দেশের মর্যাদা কোথায় থাকে ?

এটা একেবারে নিকৃষ্ট একটি কাজ। আসলে কোনো দেশের মানুষ এটা কখনোই মেনে নিতে পারবে না। ছবিটা দেখে খুব খারাপ লাগলো দাদা। আমাদের দেশের শিক্ষার্থীদের কাছ থেকে এটা কখনো আশা করিনি। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।

 2 months ago 

একটা দেশের শত কোটি মানুষকে একটা পতাকার দ্বারাই এক করা হয়। তাই এই পতাকার সম্মান সবার উপরে থাকা উচিত। এই পতাকার অসম্মান হলে জোরালো কন্ঠে প্রতিবাদ অবশ্যই করা উচিত। বাংলাদেশে আমাদের দেশের জাতীয় পতাকার যে অসম্মান ঘটেছে তা দেখে জাস্ট মর্মাহত আমি। 😭😭 যারা এই কাজটা করেছে তাদের ক্ষমা কোনদিন হবে না। এই অপরাধ ক্ষমার অযোগ্য।

 2 months ago 

তীব্র নিন্দা জানাই। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এ ধরনের কাজ, কোন অবস্থাতেই করবে না। আর যারা করছে, তারা কুচক্রী মহলের প্রলোভনের শিকার । দিনশেষে একদম জগাখিচুড়ি অবস্থা, নিজেরাই ভীষণ দুশ্চিন্তায় আছি, সামনের দিনগুলোতে যে কি হবে সেটা নিয়েই ভাবছি।

 2 months ago 

এটা দুঃখজনক, অপ্রত্যাশিত এবং অনাকাংখিত। প্রত্যেক জাতি তার মর্যাদা এবং দেশের সম্মান রক্ষায় বব্ধ পরিকর, সুতরাং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবারই উচিত সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

 2 months ago 

এসব কখনোই কোনো সুখকর ব্যাপার বয়ে আনবেনা।অহেতুক প্রতিবাদের নামে এসব যেনো অপমানের খেলায় মেতে ওঠা।

 2 months ago 

সহমত। পতাকা নিয়ে এটা করা একেবারেই ঠিক হয় নাই। এটাকে সমর্থন করি না।

 2 months ago 

এই জিনিস গুলো দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে দাদা।যে দেশের মানুষ অন্য দেশের পতাকাকে সম্মান করতে পারে না, সে দেশের মানুষ নিজের পতাকা রক্ষা করতেও পারে না।আমরা এমন একটা সময় পার করতেছি এর প্রতিবাদ করারও কোনো উপায় নেই।তবে মন থেকে দেরকে আমি ঘৃণা করি।আমরা লজ্জিত।এমন বাংলাদেশ আমি কখনোই চাইনি।আমার বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।আমরা সবাই এক ও ভিন্ন।

 2 months ago 

এটা দেখে সত্যিই অনেক বেশি কষ্ট পেলাম। সত্যি বলতে এই কাজগুলো কখনোই করা কাম্য নয়। তবে কিছু মানুষ এত নিকৃষ্ট মস্তিষ্কের কিভাবে হয় বুঝিনা। দেশে এসব কি শুরু হয়েছে কিছুই বুঝতে পারছি না। কথায় আছে, কাউকে সম্মান করতে না পারলে অসম্মান করো না। কিন্তু এটা তো দেখছি তারাও ঊর্ধ্বে চলে গেল। সত্যি খুবই খারাপ লাগলো এরকম একটা বিষয় দেখে।