আমার নতুন প্রজেক্ট - "Crypto Inheritance Wallet Card" - Update 09
পড়ুন পূর্বের এপিসোডগুলো : [এপিসোড ০১] [এপিসোড ০২] [এপিসোড ০৩] [এপিসোড ০৪] [এপিসোড ০৫] [এপিসোড ০৬] [এপিসোড ০৭] [এপিসোড ০৮]
আজকের সংক্ষিপ্ত আপডেট এনাউন্সমেন্টে জানাতে চাই যে আমার শখের "Crypto Inheritance Wallet Card" প্রজেক্ট এর বাগ ফিক্সিং শেষ হয়েছে পার্সোনাল কম্পিউটার এবং মোবাইল উভয় ডিভাইসের ক্ষেত্রেই । ভার্সন ২ তে আপডেট করা হয়েছে সফটওয়্যার । খুব শীঘ্রই ওয়েবসাইটে একটা চেঞ্জ লগ অ্যাড করা হবে । তাহলে খুব সহজেই সফটওয়্যারটির আপডেট এলে জানতে পারবেন আপনারা ।
গত এপিসোডে যে নিউ ফিচার EasyCrypto সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আজ সেই ফিচারের কিছু আপডেট নিয়ে বলতে চলেছি । আপনারা জানেন অন্তত দু' হাজার ক্রিপ্টো কারেন্সী আছে যেগুলো মেইনস্ট্রিম ক্রিপ্টো টোকেন । এই সব ক্রিপ্টো টোকেনগুলোকে EasyCrypto তে অন্তর্ভুক্তির চেষ্টা আমার অব্যাহত রয়েছে ।
এখনো অব্দি বেশ কিছু ক্রিপ্টো টোকেনের সফল অন্তর্ভুক্তি হয়েছে EasyCrypto তে । Ethereum এর ক্ষেত্রে আমি Ether.js এর লাইব্রেরি ফাঙ্কশন ইউজ না করে web3-eth-accounts.js এর লাইব্রেরি function ইউজ করেছি । এটা লেটেস্ট এবং more advanced Ether.js এর চাইতে । এর ফলে আপনারা EasyCrypto তে যেসকল Ethereum এড্রেস তৈরী করবেন সবগুলিই ERC10, ERC20, ERC-721, ERC-1155 smart contract token ক্রিয়েশন এর জন্য কমপ্যাটিবল । এর ফলে Ethereum ব্লকচেইনের কয়েক শত ক্রিপ্টো টোকেন যেগুলো স্মার্ট কন্ট্রাক্ট এর মাধ্যমে মিন্ট করা সবগুলোই তাই accessible হয়েছে ।
আপনারা তাই খুব সহজেই Ethereum ব্লকচেইনে থাকা WBTC, USDT, TUSD, SHIBA INU, USDC, UNI, USDD প্রভৃতি ক্রিপ্টো টোকেন গুলোর কী জেনারেট করতে পারবেন ।
এবার আসি কিছু SHA-256 coin এর কথায় । বিটকয়েন, লাইটকয়েন প্রভৃতি কয়েনগুলোর এলগোরিদম হলো SHA-256 এনক্রিপশন সিস্টেমের মাধ্যমে । তাই এই কয়েনগুলো SHA-256 coin নামেও পরিচিত । বিটকয়েন ছাড়াও একাধিক SHA-256 coin কয়েন আছে মেইনস্ট্রিমে । সব কয়েন এর জন্য আলাদা আলাদা ক্রিয়েশন পেজ তৈরী করা বেশ ঝামেলাপূর্ণ একটা কাজ । তাই আমি একটা মাত্র সিঙ্গেল পেজে এগুলোকে খুব সহজেই অন্তুর্ভুক্ত করলাম । আপনি যে কোনো একটা SHA-256 coin এর প্রাইভেট কী দিয়ে অন্য যে কোনো টাইপ এর SHA-256 coin এর প্রাইভেট কী জেনারেট করতে পারবেন ।
আর যেহেতু আমি এখানে বিটকয়েন এর জেনেরেশন সিস্টেম অ্যাড করেছি Bitcoin Seeds এবং Bitcoin Brain Wallet এর মাধ্যমে, তাই জেনারেটেড বিটকয়েন প্রাইভেট কী দিয়ে আপনারা খুব সহজেই বাকি SHA-256 coin গুলোর প্রাইভেট কী জেনারেট করতে পারবেন । নিচে লক্ষ্য করুন -
এখানে আমি Bitcoin Seeds এর মাধ্যমে একটা কী-চেইন তৈরী করেছি ।
এরপরে আমার কাজ হলো এই কী-চেইন এর যে কোনো একটা প্রাইভেট কী নিয়ে বাকি LTC, DOGE, DASH, BCH প্রভৃতি SHA-256 কয়েনগুলোর প্রাইভেট কী জেনারেট করা ।
bitcoin এর প্রাইভেট কী ইনপুট করলাম ।
এরপরে coin switch লিস্ট থেকে coin সিলেক্ট করে নিতে হবে -
এখানে আমি Litecoin সিলেক্ট করলাম
সঙ্গে সঙ্গে bitcoin এর প্রাইভেট কীটা দেখুন Litecoin এর প্রাইভেট কী তে রূপান্তরিত হয়ে গেলো এবং সেই সাথে এড্রেসটাও চেঞ্জ হয়ে গেলো ।
ঠিক এই ভাবে বাকি coin গুলোও একে একে সিলেক্ট করে সেই সব coin এর প্রাইভেট কী এবং এড্রেস পেয়ে গেলাম খুব সহজেই -
Dogecoin সিলেক্ট করাতে Dogecoin এর কী তে রূপান্তরিত হয়ে গেলো ।
Dash সিলেক্ট করাতে DASH এর কী তে রূপান্তরিত হয়ে গেলো ।
Bitcoin Cash সিলেক্ট করাতে BCH এর কী তে রূপান্তরিত হয়ে গেলো ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ২৭ আগস্ট ২০২৩
টাস্ক ৩৬৮ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : d715754b10ff190e16b8f2b62ad6cee6cad27256e0e4061f76369df50fdbb26e
টাস্ক ৩৬৮ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR


Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমরা যাতে করে খুব সহজে ব্লকচেইনে থাকা WBTC, USDT, TUSD, SHIBA INU, USDC, UNI, USDD প্রভৃতি ক্রিপ্টো টোকেন গুলোর কী জেনারেট করতে পারি তার জন্য দাদা আপনি বেশ পরিশ্রম করে আমাদের জন্য "Crypto Inheritance Wallet Card" তৈরি করা প্রজেক্ট গ্রহণ করেছেন। আর আজ তার ৯ম আপডেটও করেনিলেন। শুভ কামনা রইল দাদা আপনার প্রতি। ধন্যবাদ দাদা আপনাকে।
I'm not very familiar with Easy Crypto but maybe I'll see working examples soon
দাদা আপনার নতুন প্রজেক্টের কাজ দেখে খুব ভালো লাগলো। আপনি আজ wallet card এর ৯ম আপডেট শেয়ার করলেন।ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। যা খুব প্রশংসার দাবি রাখে। আপনার জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই প্রজেক্ট এর গত পর্বে পড়েছিলাম বাগ ফিক্সিং শুধুমাত্র পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে শেষ হয়েছে। এই পর্বে জানতে পারলাম মোবাইল ডিভাইসের ক্ষেত্রেও শেষ হয়েছে। এতো ব্যস্ততার মধ্যেও আপনি এই প্রজেক্ট এর পিছনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। যা সত্যিই বেশ প্রশংসনীয়। এই প্রজেক্ট এর নতুন আপডেট পেয়ে ভীষণ ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই প্রজেক্ট এর কাজ ধীরে ধীরে এগিয়ে চলছে। ভালই লাগছে দেখে। ETH বেসড টোকেন easycrypto তে এড করা ও কী জেনারেট খুব সহজেই করা যাবে। আপডেট আসলে তাও জানা যাবে। ধন্যবাদ দাদা
দাদা আপনার শেয়ার করা এর আগের বিগত প্রত্যেকটি এপিসোড আমি পড়েছি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আপনি আজকে আমাদের মাঝে ওয়ালেট কাডের নয় তম আপডেট শেয়ার করেছেন দেখে বেশ ভালো লেগেছে। এই প্রজেক্টের কাজগুলো ধীরে ধীরে এগিয়ে চলছে দেখে বেশ আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ দাদা প্রতিনিয়ত এভাবেই সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
আমি আপনার এই প্রজেক্ট এর বিগত সকল পর্বগুলোই দেখেছি। আজকে "ক্রিপ্টো ইনহেরিটেন্স ওয়ালেট কার্ড" প্রজেক্টের বাগ ফিক্সিং এর কাজ কম্পিউটার এবং মোবাইল উভয় ক্ষেত্রেই শেষ হয়েছে জেনে ভালো লাগলো দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।