স্টিমিটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বট (AI Bot) এর মাধ্যমে লেখা ও আঁকার বিরুদ্ধে রিপোর্ট করুনsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

ai-generated-7783344_1920.jpg
copyright free image source : PixaBay


প্রযুক্তি আসলেই আমাদের জন্য আশীর্বাদস্বরূপ । কিন্তু, এই প্রযুক্তির কূট ব্যবহার এবং কৌশলগত অপব্যবহার যখন হয় তখনই সেটি আমাদের জন্য অভিশাপ হয়ে দেখা দেয় । বর্তমান সময়ের সব চাইতে আলোচিত বিষয় হলো AI (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্ত্বা । বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার লক্ষ করা যায় । নানান রকম ইলেক্ট্রনিক গ্যাজেটে বর্তমানে AI প্রযুক্তি ব্যবহার হচ্ছে । পাশাপাশি AI রোবটও তৈরী হচ্ছে ।

এবং সাম্প্রতিক সময়ের সব চাইতে আলোচিত বিষয় ChatGPT । এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্ত্বা সম্পন্ন চ্যাট বট যেটি আপনার সঙ্গে একজন বুদ্ধিমান মানুষের মতোই আচরণ করতে পারে । ওয়েব সার্চ থেকে শুরু করে আপনার জন্য আর্টিকেল লেখা, গান শোনানো, আর্ট করা এবং বিভিন্ন প্রশ্নের চটজটলি উত্তর দিতে পারা এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য । তবে, সব চাইতে প্রধান এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি আপনার সাথে এক জন মানুষের মতোই চ্যাট করতে পারে । সম্প্রতি সার্চ ইঞ্জিন জায়ান্ট মাইক্রোসফট বিং তাদের সার্চ ইঞ্জিনে ChatGPT ইমপ্লিমেন্ট করেছে ।

এখন কথা হলো AI জেনারেটেড কন্টেন্টগুলো কি স্টিমিট প্ল্যাটফর্মে ইউজ করা যাবে । উত্তর হলো - "না" ।


AI জেনারেটেড কন্টেন্টগুলো (টেক্সট এবং আর্ট) কি স্টিমিট প্ল্যাটফর্মে এবিউজ হিসেবে গণ্য করা হবে ?


AI দিয়ে লেখা যে কোনো কনটেন্ট বা AI ব্যবহার করে করা যে কোনো আর্ট বা ইমেজ একশো ভাগ মৌলিক হলেও সেখানে আপনার কৃতিত্বটা কি ? কোনো কৃতিত্ব আছে ? নেই । একটি কৃত্রিম বুদ্ধিমত্ত্বা ব্যবহার করে কোনো আর্টিকেল লেখা বা কোনো ছবি আঁকা আর নিজে না করে অন্য কোনো একজন মানুষকে দিয়ে সেইম কাজ করানো একই কথা । আপনি নিজে তো করছেন না । স্টিমিটে অন্যের লেখা বা আঁকা পাবলিশ করে অর্থ উপার্জন করাকে Abuse বলে থাকে ।

তাই, আপনি যখনই AI জেনারেটেড কোনো কনটেন্ট স্টিমিট প্ল্যাটফর্মে শেয়ার করে অর্থ উপার্জন করার চেষ্টা করবেন তখন সেটাকে আমরা Abuse -ই বলবো ।


AI জেনারেটেড কন্টেন্ট সম্বলিত স্টিমিট পোস্ট কি ভাবে রিপোর্ট করবেন ?


আপনি যদি স্টিমিট প্ল্যাটফর্মে AI জেনারেটেড কন্টেন্ট সম্বলিত কোনো স্টিমিট পোস্ট খুঁজে পান তো দু'ভাবে পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন :

০১. পোস্টটির নিচের কমেন্ট বক্সে লিখুন -

!report
Note : AI content

০২. Abuse Watcher এর ডিস্কর্ড সার্ভারে ঢুকে report-ai-content চ্যানেলে ওই স্টিমিট পোস্টটির লিংক ড্রপ করুন । সঙ্গে সঙ্গে শুধুমাত্র ডিটেকটিভ ছাড়া আর সবার কাছে আপনার লিংকটি হিডেন হয়ে যাবে । অর্থাৎ, কেউ বুঝতে পারবে না কে রিপোর্ট করেছে । এক্ষেত্রে আপনার প্রাইভেসী ১০০% সুরক্ষিত থাকবে ।
রিপোর্ট করতে এখানে ক্লিক করুন


✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২৬ মার্চ ২০২৩

টাস্ক ২১৬ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : ec62c90f8584f1c2dd9a7413232e4bb384ef8d0c07671b4953fa2e7780e2a874

টাস্ক ২১৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। প্রযুক্তি যেমন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ তেমনি বেশ বিপত্তি বয়ে আনে অনেক সময়। AI প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত কোন মানুষের সহযোগিতা ছাড়াই অনেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল বা জটিল কাজগুলো সমাধান করা যায়। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে লোকবল ব্যাবহার কমতে শুরু করবে এবং মানুষ কর্মসংস্থান হারাবে। সত্যিই ভীষণ চিন্তার বিষয় এটি। আর স্টীমিটে AI জেনারেটেড কোনো কনটেন্ট সাপোর্ট পেলে ভালো মানের ব্লগাররা বিপাকে পরে যাবে, তাছাড়াও যেখানে মানুষের বুদ্ধিমত্তার কোন রেশ নেই সেটা আমরা কখনো সাপোর্ট করবো না। যদি চোখের সামনে এরকম কোন কনটেন্ট দেখতে পাই তাহলে সাথে সাথে রিপোর্ট করবো।
ধন্যবাদ দাদা।

Hey emram how r you, you u doing great friend..keep it up.
I love your all blogs.
Please visit on my blogs , i hope u will enjoy there.

Cheers❤

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আজ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছেন দাদা। আসলেই AI Contant গুলো এখন অনেক বেশি দেখা যাচ্ছে। ১ মিনিটের মধ্যেই অনেক বড় বড় কনটেন্ট AI থেকে লিখে নেওয়া যায়, এইসব বিষয় গুলো বন্ধ করতে হবে এবং এই সব বিষয়গুলো স্টিমিটে কোন ভাবে শেয়ার করা যাবে না। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিষয়টি থেকে আমরা বেরিয়ে আসতে পারবে বলে আমি মনে করি। যাই হোক দাদা আমিও চেষ্টা করব যদি AI কন্টাক্ট চোখে পরে তাহলে রিপোর্ট করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আপনার প্রতিটি উদ্যেগ সত্যি অসাধারণ ৷ আজকে দারুন একটি বিষয় তুলে ধরেছেন ৷
সর্বোপরি আমার বাংলা ব্লগের সবাই AI জেনারেটেড কন্টেন্ট যাতে কেউ না করে এমনটাই প্রতার্শা করি ৷ ভালো লাগলো পোষ্ট টি দেখে ৷ আশা করি আমরা সবাই AI জেনারেটেড সম্পর্কে সচেতনতা থাকবো ৷ এবং চোখে পরলে তা রিপোর্ট করবো ৷

 2 years ago 

দাদা আজকের পোষ্টের মাধ্যমে খুব সুন্দর এবং যুগোপযোগী একটি তথ্য আমাদের কাছে শেয়ার করেছেন। ChatGPT সম্পর্কে আমার হালকা ধারুনা ছিল। আজকে ভালভাবেই জানতে পারলাম। তথ্য পেলে রিপোর্ট করার চেষ্টা করবো। ধন্যবাদ দাদা।

Loading...
 2 years ago 

আসলেই দাদা AI জেনারেটেড কন্টেন্ট শেয়ার করা আর অন্যের কাজ নিজের বলে চালিয়ে দেওয়া একই জিনিস। অনেক ভালো একটি পন্থা আবিষ্কার করেছেন AI জেনারেটেড কন্টেন্ট বা আর্ট এর বিরুদ্ধে রিপোর্ট করার জন্য। ধন্যবাদ দাদা নতুন ও ভালো একটি উদ্যোগ আমাদের মাঝে ভাগাভাগি করে নিয়ার জন্য।

 2 years ago 

দাদা Ai কনটেন্ট সম্পর্কে এর আগে জানতামনা।তবে এখন আপনার পোস্ট পড়ে কিছুটা হলেও বুঝতে পেরেছি। যদি আমাদের চোখে এই ধরনের কনটেন্ট অথবা আর্ট পড়ে অবশ্যই আমরা রিপোর্ট করব। আর অনেক অনেক ধন্যবাদ খুব সহজে রিপোর্ট করার মত দুইটা পন্থা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রযুক্তির আশীর্বাদকে কাজে লাগিয়ে অনেকেই আবার সেটাকে অপব্যবহার করছে। যেটা মোটেও ঠিক নয়। সাম্প্রতিককালে চ্যাট জিপিটি খুব ভাইরাল হয়েছে। যেহেতু মানুষের মতোই সব কিছুর উত্তর দিয়ে দিচ্ছে এতে অনেকের উপকার তো হচ্ছে। তবে, যা আমার নয় সেটা যদি আমার বলে দাবি করি তাহলে তো এবিউজ হয়ে যায়। আশা করি আমার মতো সাধারণ ইউজাররা এ বিষয়ে সতর্ক থাকবে।