স্টিমিটে আপনার একাউন্টের নিরাপত্তার A টু Z - এপিসোড ০১
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : Pixabay
স্টিমিটে আমাদের সবার একাউন্ট সুরক্ষিত রাখার জন্য বেশ কিছু নিয়ম কানুন মেনে চলা অত্যাবশ্যক । এই সুরক্ষা নিয়মনীতিগুলো আমি বেশ কয়েকটি এপিসোডে বিভক্ত করে এখানে ধারাবাহিকভাবে শেয়ার করতে চলেছি । কয়েকটি সেগমেন্টে ভাগ করে নিলে বিষয়টি বোঝাতে খুবই সুবিধে হবে সাধারণ ইউজারদের জন্য ।
তো চলুন শুরু করা যাক ।
সেগমেন্ট সমূহ :
০১. ডিভাইস সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ
০২. স্টিমিট এর পাসওয়ার্ড এবং কী গুলোর সুরক্ষিত স্থানে সংরক্ষণ
০৩. স্টিমিট কী এর সঠিক ভাবে ব্যবহার এবং কী শেয়ারিং
০৪. ফিশিং এট্যাক
০৫. ম্যালওয়্যার এট্যাক
০৬. Ransomware এট্যাক
০৭. স্পাইওয়্যার এট্যাক
০৮. গুরুত্বপূর্ণ ফাইলের ডেটা এনক্রিপশন
০৯. গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ফাইলগুলো লক রাখা
১০. ক্লাউড স্টোরেজ এবং ব্যাকআপ
১১. অফলাইন ডেটা স্টোরেজ
১২. পাসওয়ার্ড ম্যানেজার এবং ইন্টারনেট ব্রাউজার এক্সটেনশন টুলস
১৩. ইমেইলের নিরাপত্তা এবং টু ফ্যাক্টর অথেনটিকেশন সিকিউরিটি লেয়ার
১৪. হ্যাক হওয়া এবং পাসওয়ার্ড লস্ট স্টিমিট আইডির রিকোভারি
১৫. করাপ্টেড হার্ডডিস্কের ডেটা রিকভারি
১৬. পার্মানেন্টলি ফাইল ডিলিট
১৭. হার্ডডিস্ক এর অনলাইন শেয়ারিং এবং রিমোট এক্সেস ও রিমোট কন্ট্রোল সফটওয়্যার
ধারাবাহিকভাবে উপরের সেগমেন্টসমূহ আমি আপনাদের সাথে আলোচনা করবো । সবগুলো সেগমেন্ট এর তথ্য মন দিয়ে পড়লে আশা করছি আপনারা এটা খুব ভালো করেই শিখে যাবেন যে কি ভাবে আপনার স্টিমিট একাউন্টটি নিরাপদে রাখতে পারবেন ।
তথ্য নিরাপত্তা সব চাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের দিনে । এ বিষয়ে তাই আমাদের নলেজের ঘাটতি থাকা মোটেও কাম্য নয় ।
ভালো থাকবেন সবাই, সুরক্ষিত থাকবেন ।
পরিশিষ্ট
প্রতিদিন ৪০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৩য় দিন (400 TRX daily for 7 consecutive days :: DAY 03)
সময়সীমা : ০৯ অক্টোবর ২০২২ থেকে ১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত
তারিখ : ১১ অক্টোবর ২০২২
টাস্ক ৮৭ : ৪০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৪০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 101349e1d37311a7d06a0327058bfcd33377f13b343f4f587d977e192797c518
টাস্ক ৮৭ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় কাজ এটি।আমরা নিজেদের একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারব।দাদা আপনার আজকের এই পোস্টের মাধ্যমে অনেকটা স্বস্তি পেলাম।সবগুলো এপিসোড পড়ব অবশ্যই।আপনার এই উদ্যোগ যথাযথ দাদা।
স্টিমিটে আমাদের একাউন্টের নিরাপত্তার জন্য দাদা আপনি যে সেগমেন্ট গুলো দিয়েছেন। এসব আমাদের প্রত্যকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দাদা আপনি খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। আপনার এই চমৎকার উদ্যোগ কে আমরা সকলেই সাধুবাদ জানাই। দাদা আপনিও ভালো থাকবেন,, সুরক্ষিত থাকবেন। আপনার জন্য শুভ কামনা রইলো।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
নিজের একাউন্ট সুরক্ষার জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়ে পুরোপুরিভাবে জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়ে আমরা যদি সঠিক জ্ঞান অর্জন না করতে পারি তাহলে কখনোই নিজের একাউন্টের সুরক্ষার বিষয়ে সচেতন হতে পারব না। দাদা আপনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সব সময় সাধুবাদ জানাই। আশা করছি এর মাধ্যমে আমাদের সকলের অনেক উপকার হবে। পরবর্তী পর্বগুলোর অপেক্ষায় রইলাম দাদা।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Congratulations!
Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power and receive more support!
| 100SP | 500SP | 1000SP | 2000SP | 5000SP |
We are the hope!
এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ দাদা, কারন শুধু নতুন ইউজার না আমাদের মতো অনেক পুরাতন ইউজাররা এই বিষয়ে খুব বেশী সচেতন না। এই বিষয়গুলো ধারাবাহিক আলোচনার মাধ্যমে হয়তো আমাদের সকলের মাঝে একটু হলেও সচেতনা বৃদ্ধি পাবে। উদ্যোগটিকে স্বাগতম জানাচ্ছি।
নিজের একাউন্টে সুরক্ষিত রাখার জন্য আমি আপনার সবগুলো এপিসোড খুব মনোযোগ সহকারে পড়তে চাই দাদা। এবারের এই এপিসোড গুলো আমি মনে করি আমাদের মত প্রত্যেকটি ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেননা একাউন্ট নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে যে কোন সময় আমরা অনাকাঙ্ক্ষিত বিপদের সম্মুখীন হয়ে যেতে পারি।
আমাদের একাউন্ট এর সিকিউরিটির বিষয়গুলো আমাদের নিজেদের জন্যই মারাত্বক গুরুত্বপূর্ন। এর মাধ্যমে আমাদের একাউন্ট এর নিরাপত্তা নিশ্চিত হয়। আপনার সামনে আসা সেগমেন্ট গুলোর মাধ্যমে সকল ইউজার রাই অনেক উপকৃত হবে। ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।