"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Amar_Bangla_Blog_logo.jpg
This logo was created by our member @bountyking5


"আমার বাংলা ব্লগের" অতি গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলি আগে পিন করা ছিলো । কিন্তু এলোমেলো ভাবে পিন করা এসব পোস্টগুলির বেশিরভাগই নিউকামারদের দৃষ্টি এড়িয়ে যেত । আবার অনেকে খুঁজেই পেত না । কারণ প্রচুর পরিমানে গুরুত্বপূর্ণ পোস্টগুলি পিন থাকার কারণে তাদের মধ্যে থেকে প্রয়োজনীয় পোস্টের লিংক খুঁজে পাওয়া বিশাল একটি বিড়ম্বনার ব্যাপার ।

কিছু প্রয়োজনীয় পোস্ট আছে যেগুলি কিছুদিন অন্তর অন্তর নিউ আপডেট আসার কারণে পুরোনো পোস্ট বদলে নতুন পোস্ট পিন করা হয় (যেমন :-ডেইলি কিউরেশন রিপোর্ট, হ্যাংআউট রিপোর্ট, কনটেস্ট এনাউন্সমেন্ট, কনটেস্ট রেজাল্ট এনাউন্সমেন্ট, উইকলি প্লাগিয়ারিজম রিপোর্ট ) সেগুলিকে এই আর্কাইভ-এ ইনক্লুড করা হলো না । এছাড়াও গুরুত্বপূর্ণ টিটোরিয়াল গুলিকেও এখানে স্থান দেয়া হলো না । কারণ অলরেডি তাদের জন্য একটি আর্কাইভ পোস্ট আছেই আগে থেকে (আমার বাংলা ব্লগ টিউটোরিয়াল সংগ্রহশালা)।

এই আর্কাইভ-এ শুধুমাত্র কমুনিটির অতি গুরুত্বপূর্ণ ঘোষণা ও নিয়মকানুন সম্পর্কিত পোস্টগুলির হহাইপারলিংক গুলি রাখা হলো । আশা করি সবার উপকারেই আসবে ।


"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ


SerialContent LinkAuthor
01আমার বাংলা ব্লগের যাত্রা শুরু......@rme
02"আমার বাংলা ব্লগ" -এর governance এর উপর সংক্ষিপ্ত আলোকপাত@rme
03"আমার বাংলা ব্লগ" -এর অফিসিয়াল চ্যারিটি একাউন্ট এর ঘোষণা@rme
04"লাজুক খ্যাঁক" নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট@rme
05"আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট@rme
06"আমার বাংলা ব্লগ" এর Privacy Policy-র সর্বশেষ আপডেট@rme
07একটি বিশেষ ঘোষণা@rme
08কেন টিকিট ক্রিয়েট করবেন? কিভাবে টিকিট ক্রিয়েট করবেন? সাপোর্ট টিকিট কিভাবে কাজ করে?@rex-sumon
09একাউন্ট ক্রিয়েশন এবং ডেলিগেশন সার্ভিস [ফ্রী] - "আমার বাংলা ব্লগ" -এর গুরুত্বপূর্ণ দুটি ইনিশিয়েটিভ@rme
10"আমার বাংলা ব্লগ স্কুল" (abb-school) AKA "শিয়াল পন্ডিতের স্কুল" এর একটি সম্পূর্ণ প্রজেক্ট রোডম্যাপ@rme
11"আমার বাংলা ব্লগে" ভেরিফিকেশন পোস্ট করার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী@rme

Sort:  
 3 years ago (edited)

এটা খুবই সত্য যে আমিও একই ভুল করেছি যেটা নতুনরা করে, সেই কারণে আমি তাদেরকে কমিউনিটিতে স্বাগত জানাতে এবং তাদের যে নিবন্ধগুলি পড়তে হবে তা দিতে এবং তাদের ডিসকর্ডে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে তাদের উপর ফোকাস করি। Discord.

মূল ধারণা নতুনদের সঠিক পথে পরিচালিত করা।

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই দাদা, এতো সুন্দর একটা গুরুত্বপূর্ণ পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনে সকল গুরুত্বপূর্ণ পোষ্টের লিংলগুলো এখানে দিয়েছেন। যাতে যে কেউ খুব সহজেই তার সমস্যা সমাধানের বিষয় সম্পর্কিত লিংক এখান থেকে পেয়ে যাবে। কষ্ট করে তাকে আর খুজতে হবে না। এই সকল পোষ্ট গুলো আমাদের সকল নতুন এবং পুরাতন মেম্বারদেরকে মনযোগ সহকারে পড়া উচিত। কারণ এগুলো যদিও কেউ মনযোগ দিয়ে ভালো ভাবে পড়েন। তাহলে তার এখানে কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু, আমরা বাঙালি, সময়ের গুরুত্বটা বোঝার আগেই ধৈর্য হারিয়ে ফেলি। অল্প একটু পড়তেই আর যেন পড়তে ভালো লাগে না। কিন্তু এটা না পড়ার কারণে পরে আমাদের নানা ধরনেী সমস্যায় পরতে হয়।

দাদা, আপনে সব সময় আমরা কিভাবে ভালো করতে পারব এগিয়ে যেতে পারব তার পথ দেখিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা আমাদের নিজের ভালোটাকে বেশি গুছিয়ে নিতে পারছি না। আশা করি আমরা সবাই আপনার দেখানো দিক নির্দেশনা মতাবেক চলে আমাদের যাত্রাটাকে আরও অগ্রগামি করতে পারব।

সব সময় আমাদেরকে সব দিক দিয়ে সার্পোট করার জন্য আপনাকে আবারও অনেক অনেক।ধন্যবাদ দাদা। ভালোবাসা এবং শুভ কামনা আপনার জন্য।🙏🙏

 3 years ago 

আমাদের এই কমিউনিটি তে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অথবা দরকারি বিষয় নিয়েই পোস্ট করা আছে। যা আমি এখন পর্যন্ত দেখেছি। কিন্তু আমাদের একটাই দোষ, আমরা ধৈর্য্য সহকারে কোনো বিষয়কে দেখিনা বা সমাধান ও করিনা। যার কারণে বারবার একই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তবে আজকের এই পোস্টের মাধ্যমে আশা করি এসব আর চোখ এড়াবেনা আমাদের। ধন্যবাদ আপনাকে অনেক দাদা, আপনি প্রতিনিয়ত নতুন,পুরাতন সকলের জন্যই সব কিছু অনেক বেশি সহজ করে দিচ্ছেন।

 3 years ago 

আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যেটি সহজে পাই সেটা গ্রহণ করি না। কমিউনিটি সম্পর্কে যতগুলো পোস্ট আছে প্রতিটি পোস্ট আমাদের পড়া উচিত কিন্তু পোস্ট না পড়ে আমরা অনেকেই কমিউনিটির দায়িত্বরত ভাইদের বিভিন্নভাবে প্রশ্ন করে আমরা কমিউনিটি সম্পর্কে অনেক কিছু শিখতে চাই। তাই আমি মনে করি আজকের এই পোস্ট টি আমাদের এই বেড়াজাল থেকে অবমুক্ত করবে। অনেক অনেক ধন্যবাদ দাদাকে।

 3 years ago 

সবাই সবাই কে উৎসাহ দিন আর সবাই ভাল ভাল পোস্ট করুন।

 3 years ago 

প্রথমে দাদা আপনাকে ধন্যবাদ জানাই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন। একটি পোস্টেই সব প্রয়োজনীয় বিষয় রয়েছে। আমার মত নতুনদের জন্য তো খুব ভালো হয়েছে। এখান থেকে খুব সহজে বুঝতে পারবে কোন পোস্ট এ কি রয়েছে। কষ্ট করে আর খুঁজতে হবে না।

 3 years ago 

অনেক ভালো লাগলো দাদা।আপনি খুব সুন্দর ভাবে আমাদের জন্য অদম্য পরিশ্রম করে যাচ্ছেন এবং এইটা আমাদের আরো সহজ হবে।অত্যন্ত পোস্ট থাকার কারণে পিন পোস্ট যারা নতুন তারা খুঁজে পায় না এবং আসলেই এটা সত্যি কথা যে একটা মানুষ সহজে কিছু শিখতে চাই না।আমরা যতই জোর করি নিজের যদি ইচ্ছা না থাকে তাকে শেখানো যায় না এবং আসলেই খুব ভালো লাগলো আপনি আবারও অনেক সুন্দর ভাবে গুছিয়ে একটি পোস্ট করলেন।যাতে করে সবাই এখানে এসব কিছুর সম্পর্কে বুঝতে পারবে আর আপনি প্রতিনিয়ত সকল ইউজারদের জন্য সবকিছু তাদের মাথায় শেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। এটা খুবই আনন্দের বিষয়। আপনার জন্য দোয়া রইল। অনেক ভালো লাগলো এটা

 3 years ago 

দাদা, আপনি অত্যন্ত ভাল একটি উদ্যোগ নিয়েছেন। আগে অনেকগুলো পিন পোস্ট থাকার কারণে একটু অগোছালো লাগত। কিন্তু সকল পোস্ট ই অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই আমাদের রাখতেই হত। কিন্তু এখন আপনি যে একটি আর্কাইভ পোস্ট তৈরি করেছেন এতে করে কমিউনিটি কে আরো গোছালো লাগছে। আর পোস্ট গুলোও এখন খুব সহজে খুজে পাওয়া যাবে।

আমার মতো অজ্ঞদের জন্য এটা জরুরি ছিলো। এখন পেয়ে যাবো সহজে। কি মজা, কি মজা।

ধন্যবাদ দাদা এই পোস্টটি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করার জন্য যা দরকার সব আছে। আশা করি এই পোস্টগুলো পরলে আমার আর কোন প্রবলেম থাকবেনা পোস্ট কলিটি নিয়ে আশা করি এগুলো আমাদের মত নতুন ইউজারদের অনেক হেল্প ফুল হবে এবং সবার জন্য এটা সাহায্য হবে ধন্যবাদ এত কষ্ট করে আমাদের মত নতুন ইউজারদের ভালোভাবে তৈরি করার জন্য আপনার অনেক চেষ্টা করছেন। আশা করি আমরা এর মর্যাদা রাখব।