শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"

in আমার বাংলা ব্লগ2 months ago

Birthday_4.png

Banner Design : @hafizullah


আরো একটি বছর ঘুরে আজ "আমার বাংলা ব্লগ" চতুর্থ বছরে পদার্পণ করলো । আজ ১১ই ২০২৫ জুন হলো "আমার বাংলা ব্লগ" এর চতুর্থ জন্মবার্ষিকী ।

শুধুমাত্র নিজের মাতৃভাষা বাংলায় যাতে আমরা ব্লগিং করতে পারি সেই লক্ষ্যে আজ থেকে চার বছর পূর্বে ২০২১ সালের জুন মাসের ১১ তারিখ রাত ১০ টায় প্রতিষ্ঠা করেছিলাম "আমার বাংলা ব্লগ" নামের ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন বেজড ব্লগিং প্ল্যাটফর্ম। বহু সংগ্রাম করে, বহু সময় ব্যয় করে আমার এই শখের ব্লগিং কমিউনিটির যাত্রা শুরু করেছিলাম ।

বাইরের কোনো সাপোর্ট ছাড়াই শুধুমাত্র নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় "আমার বাংলা ব্লগ" আজ সফল । এই চার বছরে প্রায় ৪ মিলিয়ন ডলার এর সমমূল্যের STEEM এবং SBD আর্ন করেছেন ব্লগাররা ।


আজ ১১ জুন ভারতীয় সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "আমার বাংলা ব্লগ" এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ মনোজ্ঞ ভার্চুয়াল অনুষ্ঠান । আপনারা সবাই আমন্ত্রিত । জন্মদিনের আনন্দ সবার সাথে সমান ভাগে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আজ, আগামীকাল এবং পরশু এই তিনদিন ধরে প্রতিদিন রাত সাড়ে আটটায় (ভারতীয় সময়) বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আপনারা সবাই আমন্ত্রিত ।


≋ সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি ≋


꧁প্রথম দিবস꧂

ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১১ জুন ২০২৫, ভারতীয় সময় রাত সাড়ে আটটা

𓇻 ভার্চুয়ালি কেক কাটা উৎসব পালন

𓇻 অফিসিয়াল থিম সং প্লে করা

𓇻 শুভেচ্ছা বক্তব্য : প্রতিষ্ঠাতা-সহকারী প্রতিষ্ঠাতা ও এডমিন-মডারেটর

𓇻 কমিউনিটির কয়েকজন সিলেক্টেড সদস্যদের থেকে কমিউনিটি সম্পর্কে তাঁদের অনুভূতি শেয়ার

𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে কুইজ কনটেস্ট

𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

»»——⍟——««

Sort:  
 2 months ago 

আমার বাংলা ব্লগ ভালোবাসার আরেক নাম। ২০২১ সালের এই দিনে রাত দশটার সময় এই কমিউনিটির কার্যক্রম শুরু হয়। আজ পর্যন্ত সফলভাবে চলে আসছে আশা করি শত বছর এভাবেই টিকে থাকবে।

 2 months ago (edited)

আমার বাংলা ব্লগ শুধু একটা নাম নয় আজ আর, একটা বন্ধন, একটা সংযোগ, একটা উদ্দ্যম এবং সফলতার সিঁড়ি। সব কিছুর জন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।

Birthday 4-3.png

 2 months ago 

শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"।আর "আমার বাংলা ব্লগের" চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।আশা করি দারুণ সময় পার করবো আমরা এই বছরেও।আমরা সবাই এই সময়ের জন্য অপেক্ষা করে থাকি,অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

 2 months ago 

🎂 শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ" 🎉

আজ আমাদের প্রিয় ব্লগের জন্মদিন। এটি একটি প্ল্যাটফর্ম যেখানে ভাবনা কথা বলে, কলম প্রাণ পায়, আর হৃদয়ের ভাষা হয়ে ওঠে সবার কণ্ঠস্বর।

এই দিনে রইলো বাংলা ভাষার প্রতি ভালোবাসা, লেখকদের প্রতি কৃতজ্ঞতা, আর ফাউন্ডার ও কো-ফাউন্ডারের প্রতি গভীর সম্মান।
আমার বাংলা ব্লগের পথচলা হোক আরও দীপ্তিময়, আরও সৃজনশীলতায় ভরপুর।

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ! লেখায়-ভাষায়-ভালোবাসায়। ✍️❤️
1000047203.png

 2 months ago (edited)

শুভ জন্মদিন আমাদের এই প্রিয় প্লাটফর্মের। দেখতে দেখতে চতুর্থ বর্ষপূর্তি এসে গেল। প্রিয় আমার বাংলা ব্লগ এর জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের এই প্লাটফর্মের প্রিয় দাদাকে অভিনন্দন। আশা করি তিন দিনব্যাপী অনুষ্ঠানে আমরা সবাই ভালো সময় কাটাবো এবং ভালো কিছু উপভোগ করব।

 2 months ago 

আমার বাংলা ব্লগ জন্মদিন উপলক্ষে দারুন কিছু আয়োজন করা হলো। আর আশা করি আমরা সবাই ভালো কিছু উপভোগ করব। তিনদিন ব্যাপী অনুষ্ঠানে আমরা সবাই ভালো সময় কাটাবো। আর আমাদের প্রিয় প্ল্যাটফর্মের জন্মদিন উপলক্ষে সবার জন্য শুভেচ্ছা রইলো।

 2 months ago 

আমার বাংলা ব্লাগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে দারুন আয়োজন করা হয়েছে জেনে খুবই ভালো লাগলো। সবাই অনেক উপভোগ করবে এবং সময়টা দারুন ভাবে কাটাবে।

 2 months ago 

এই অনন্য যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত। জন্মদিনের এই আনন্দঘন আয়োজন তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে উদ্‌যাপন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। "আমার বাংলা ব্লগ" যেন আগামীতেও আরও অনেক বছর ধরে বাংলা ভাষার গৌরব তুলে ধরে, আর সবার প্রিয় একটি প্ল্যাটফর্ম হয়ে ওঠে এই কামনা রইলো।

 2 months ago 

আমার বাংলা ব্লগ এর চতুর্থ জন্মদিন আজ।আমরা সবাই ভীষণ আনন্দিত।প্রথম থেকে আজ অব্দি আমার বাংলা ব্লগ এর সাথে আছি। বাংলায় ব্লগিং করতে পেরে খুব ই ভালো লাগে। তিন দিন ব্যাপী অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত। আশাকরি সবাই খুব আনন্দ উল্লাসে যুক্ত থাকবেন।ধন্যবাদ দাদা আপনাকে পোস্টের মাধ্যমে বিষয়টি আরো সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

 2 months ago 

বাংলা ব্লগের জন্মদিনের শুভেচ্ছা রইল ভাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। ভালোবাসা নিরন্তর।