"লাজুক খ্যাঁক" নিয়ে কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ আপডেট
"আমার বাংলা ব্লগ" একটি ফুললি self-reliant স্টিমিট কমিউনিটি । আমাদের কখনোই বাইরের কোনো কিউরেটর বা স্টিম কিউরেটর টীম বা বুমিং এর উপরে ডিপেন্ড করা লাগে না । নিজেরাই নিজেদের পাওয়ার । তাই এটি সম্পূর্ণ স্বাধীন । এখন কথা হলো বাইরের ফ্রি curation সাপোর্ট না পেলে নিজেদের পাওয়ার বিল্ড আপ করা সুকঠিন একটা কাজ এবং এতে কমিউনিটির সবারই সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী বলে আমি মনে করি ।
যেহেতু, "আমার বাংলা ব্লগ" তার কমিউনিটি একাউন্টে কোনো ধরণের ডেলিগেশন একসেপ্ট করে না তাই আমাদের কমিউনিটির পাওয়ার বিল্ড আপে আমি কিছু গুরত্বপূর্ন নীতিমালা প্রণয়ন করলাম । আজকে থেকেই এটি কার্যকর হবে ।
আজ থেকে আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকেই আপনার পোস্টের (শুধুমাত্র আমার বাংলা ব্লগ কম্যুনিটিতে করা পোস্ট) benificiary মিনিমাম ১০% @shy-fox কে দিতে হবে । এতে @shy-fox এর পাওয়ার বিল্ড আপে আপনি সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলকার জন্য ।
"আমার বাংলা ব্লগ" আয়োজিত পাওয়ার আপ কন্টেস্টে নিয়মিতভাবে অংশগ্রহণ করবেন । মাসে ৪টি পাওয়ার আপ কনটেস্ট পরিচালিত হয়ে থাকে । আপনাকে প্রতি মাসে অন্তত একটিতে অংশগ্রহণ করতেই হবে ।
@rme, @shy-fox, @amarbanglablog এবং @abb-school এর কোনটাতেই কোনো অবস্থাতেই স্টিম পাওয়ার ডেলিগেশন করতে পারবেন না । আমি আমার কোনো একাউন্ট -এ কোনো অবস্থাতেই বাইরের কোনো ডেলিগেশন একসেপ্ট করি না ।
"লাজুক খ্যাঁক" কোন পদ্ধতিতে "আমার বাংলা ব্লগ"-এ curate করবে ?
- প্রতি ২৪ ঘন্টায় মোট ৪০টি পোস্ট কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।
- প্রত্যেকটা পোস্টের টোটাল ভোট ভ্যালু (কমিউনিটির কিউরেশন সহ) মিনিমাম $১০+ নিশ্চিত করা হবে । সেই ক্যালকুলেশনে "লাজুক খ্যাঁক" ভোটিং weight ঠিক করবে ।
- একই অথরের প্রতি ২৪ ঘন্টায় একটি মাত্র পোস্ট "লাজুক খ্যাঁক"-এর কিউরেশনের জন্য মনোনীত করা হবে ।
- inactive অথরদের পোস্ট কিউরেশনের জন্য সম্পূর্ণরূপে উপেক্ষা করা হবে ।
- ২৫০ শব্দের নিচের কোনো পোস্ট কিউরেশন করা হবে না ।
- কমিউনিটির সম্পূর্ণ গাইডলাইনস ফলো করে করা পোস্টগুলিই শুধুমাত্র কিউরেশনের যোগ্য বলে বিবেচিত হবে । দেখুন:- "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট
- স্পোর্টস, নিউজ, শর্ট ফোটোগ্রাফি পোস্ট, কবিতা এগুলি "লাজুক খ্যাঁক" দ্বারা কিউরেশনের জন্য বিবেচিত হবে না, কিন্তু কমিউনিটির রুলস অনুযায়ী এগুলি কমিউনিটির কিউরেটর দ্বারা কিউরেশনের জন্য বিবেচিত হবে ।
কি ভাবে আপনি "আমার বাংলা ব্লগ"-এর একজন এক্টিভ অথর হতে পারবেন
- নিয়মিত পোস্ট করা । প্রতিদিন করা সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনদিন পোস্ট করবেন ।
- নিজের পোস্টে অন্য ব্লগারদের করা কমেন্টে ৩-৪ দিনের মধ্যে reply দেবেন ।
- নিয়মিত অন্যদের পোস্ট পড়বেন যতগুলি সম্ভব ।
- কারো পোস্ট ভালো লাগলে এড়িয়ে যাবেন না, তাকে আপভোট দিয়ে সাপোর্ট করবেন । আপনার ক্ষুদ্র একটি সাপোর্ট যে কোন অথরের কাছে সেটা বিশাল ।
- অন্য অথরদের পোস্টে গঠনমূলক সমালোচনা বা আপনার ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন ।
- মাঝে মাঝে উপকারী পোস্টগুলি বা ভালো মানের পোস্টগুলি re-steem বা re-blog করবেন ।
- আমাদের কম্যুনিটির সম্মানিত অ্যাডমিন বা মডারেটর প্যানেলের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন ।
- আমাদের কমিউনিটির discord সার্ভারে একটিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন ।
@shy-fox, @amarbanglablog & @abb-school -এর থেকে আপনার পোস্টে কিউরেশন পেতে আপনার অবশ্য করণীয় :-
- "আমার বাংলা ব্লগ"-এর একজন এক্টিভ অথর হওয়া ।
- "আমার বাংলা ব্লগ"-এর সকল নিয়ন কানুন মেনে পোস্ট করা ।
- আপনার পোস্টটি অবশ্যই কোয়ালিটি পোস্ট হতে হবে কিউরেশন পাওয়ার জন্য ।
- আপনার পোস্টের benificiary মিনিমাম ১০% @shy-fox কে দিতে হবে । এতে @shy-fox এর পাওয়ার বিল্ড আপে আপনি সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলকার জন্য ।
সত্যি দাদা আমাদের কমিউনিটির পাওয়ার বিল্ড আপের গুরত্বপূর্ন এই নীতিমালাটি খুবই কার্যকরী ভূমিকা রাখবে আমাদের কমিউনিটি তে।।অসাধারণ একটি উদ্যোগ, আমি দেখেছি আমাদের কমিটির প্রায় সকল সদস্যই shy-fox কে beneficiary করে ।কিন্তু নতুন যারা এসেছে তাদের এই বিষয়ে কোন ধারণা ছিল না ,আপনার এই পোস্ট থেকে তারা অনেক ধারণা পাবে shy-fox এর ভোট বিষয়ে ।আর আরেকটি কথা হচ্ছে পাওয়ার আপ ,আমি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি কিন্তু অনেকেই এ বিষয়ে উদাসীন, আপনার এই সিস্টেমের ফলে সবাই অনেক আগ্রহী হবে এবং পাওয়ার আপ করতেও বাধ্য থাকবে। সত্যিই এটি অনেক প্রশংসার যোগ্য ,অনেক ধন্যবাদ দাদা আপনার সুন্দর এই পোস্টের জন্য।
অসংখ্য ধন্যবাদ দাদাকে অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছিল। আমার বাংলা ব্লগ এ আমরা কিভাবে একটিভ থাকতে পারি এবং আমাদের প্রিয় @shy-fox এর পাওয়ার কিভাবে বিল্ড আপ করতে পারি সেই নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচিত একটি্ পোস্ট ছিলো। অবশ্যই আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে আমার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ এ কাজ করে যাব। ধন্যবাদ দাদা কে এত সুন্দর এটি আপডেট আমাদের মাঝে আলোচনা করার জন্য।
দাদা আপনি আমাদেরকে আমার বাংলা ব্লগের মাধ্যমে যেই সুযোগ সুবিধা দিয়েছেন। এবং কি নিজের মনের ভাব বাংলায় প্রকাশ করার যে সুযোগ তৈরি করে দিয়েছেন এতে আপনি একজন মহান ব্যক্তি। আমাদের সাই-পক্স, আমার বাংলা ব্লগ, এবিবি স্কুল এগুলোর মাধ্যমে আপনি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছেন। এবং আমাদের সাথে মডারেটরগণ থেকে শুরু করে আপনি সহ সবাই সহযোগিতামূলক আচরণ করে প্রতিনিয়ত এতে কোনো দ্বিমত পোষণ করার মতো কিছু নেই। আপনার দেওয়া বিধি-নিষেধ মেনে চলা আমাদের জন্য অতি জরুরি আমি মনে করি। এবং আপনার বিধি-নিষেধ প্রতিনিয়ত মেনে চলার চেষ্টা করছি এবং এভাবেই চলবো। আমাদের মাঝে সাই-পক্স, আমার বাংলা ব্লগ, এবং এবিবি স্কুল এর সম্পর্কে অনেক নতুন পরিবর্তন এনেছেন আর সেগুলি আমাদের সুবিধার্থেই। তবে আমার কাছে একটু খারাপ লাগছে যে আমি প্রতিনিয়ত জেনারেল চ্যাটে আপনাকে আর পাব না এটা শুনে খুবই মর্মাহত। তবুও আপনি আশ্বাস দিয়েছেন যে আপনি আমাদের পাশে থাকবেন। আপনার প্রতি ভালোবাসা অবিরাম দাদা।
আজকের এই আপডেট পোস্টটি সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। খুব সুন্দর ভাবে আপনি প্রত্যেকটি নিয়ম কানুন গুছিয়ে ব্যাখ্যা করে বলেছেন। হ্যাঁ দাদা অনেক নতুন মেম্বারের মনে অনেক প্রশ্ন আসছে আমার মনে হয় এই পোষ্টটি পড়ে তাদের কোনো প্রশ্ন হয়তো থাকবে না অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তারা। এবং আমারও অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল অনেক কিছু জানতে পারলাম। আর প্রত্যেকেরই উচিত প্রতি মাসে একবার হলেও পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করার।আমিও চেষ্টা করবো দাদা আমার বাংলা ব্লগ কমিউনিটি তে প্রত্যেকটি নিয়ম-কানুন মেনে চলার আর আমার মনে হয় এই সকল নিয়ম-কানুন সবাই মেনে চললে সবারই সাফল্যতা আসবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে প্রত্যেকটি আপডেট আমাদের সঠিক সময়ে প্রত্যেক মুহূর্তে দেওয়ার জন্য।
অনেক জরুরী বিষয় জানতে পারলাম এই পোস্ট থেকে । প্রতিমাসে অন্তত একবার পাওয়ার আপ করতেই হবে এটি একটি ভাল উদ্যোগ হয়েছে । একটিভ মেম্বার কিভাবে হওয়া যায় সে বিষয়গুলো খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন সেটা থেকে নতুনরা চেষ্টা করতে পারবে।আশা করছি সবাই নিয়মকানুনগুলো মেনে চলবে।
দাদা পুরোটা পোস্ট খুব মনোযোগ দিয়ে পড়লাম। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের শেয়ার করেছেন। বিশেষ করে যারা আমাদের মাঝে নতুন এসেছে তাদের জন্য এই পোস্টটি অনেক উপকারে আসবে। এই পোস্টের মাধ্যমে আবারো সবকিছু ক্লিয়ার হয়ে গেলো। অসংখ্য ধন্যবাদ দাদা সর্বশেষ আপডেট আমাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করার জন্য।
ধন্যবাদ দাদা গুরুত্বপূর্ণ এই আপডেট আমাদের মাঝে শেয়ার করার জন্য যা সবার জন্য জেনে রাখা খুব জরুরী। নতুন এবং পুরাতন সবাই এই নিয়মগুলো মেনে কমিউনিটি তে কাজ করার ক্ষেত্রে আরো এগিয়ে যাবে এবং আশা করি নিয়ম মেনে সাপোর্ট নেয়ার চেষ্টা করবে। ধন্যবাদ শেয়ার করার জন্য। এগিয়ে যাক আমার বাংলা ব্লগ।
বাহ,এটি একটি চমৎকার উদ্যোগ।আমি সবসময় লাজুক খ্যাককে 10% বেনিফেসিয়ারী দিই এবং 250 শব্দের বেশি লেখার চেষ্টা করি নিয়ম মেনে ।তবে যারা নতুন তারা অনেকেই এই সমস্ত নিয়ম সম্পর্কে অবগত নয়, তারা সহজেই সকল বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন।খুবই সুন্দর ও সাজিয়ে গুছিয়ে আপনি পোস্টটি লিখেছেন দাদা।এটি আমাদের জন্য ও খুবই গুরুত্বপূর্ণ।আমিও সকল নিয়ম মেনে চলার পূর্ন চেষ্টা করবো।ধন্যবাদ দাদা।
আপনার আপডেট এর মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে লাজুক খ্যাঁকের ভালোবাসা পাওয়া যাবে এবং একটিভ মেম্বার হতে আমাদের কমিউনিটিতে কি কি কাজ করতে হবে। আমার খুবই ভালো লেগেছে আপনার কমিউনিটিতে প্রতিমাসে চারটা পাওয়ার আপ কনটেষ্ট হয়। পাওয়ার আপ কনটেস্ট এর মাধ্যমে আমরা নিজেরা শক্তি অর্জন করতে পারব। এটি আপনি খুবই সুন্দর একটি পদ্ধতি ব্যবস্থা করেছেন। যার মাধ্যমে প্রত্যেকটা ইউজার শক্তিশালী হতে পারছে। আপনাকে অনেক ধন্যবাদ।
মোটামুটি আগে যা ধারণা ছিল এখন সেটা একদম ক্লিয়ার হলাম। আমি যার রেফারে এই কমিউনিটিতে কাজ শুরু করেছিলাম সে আমাকে অনেক ধারণা দিয়েছিল। আমি আপনার প্রতিদিনের পোস্ট গুলো দেখি এবং নিত্য নতুন বিষয় সম্পর্কে জানতে পারি। আমাদের কে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।