কবিতা "ছিন্ন পঙক্তি"

in আমার বাংলা ব্লগlast month


poetry-688368_1280.jpg

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


ছিন্ন পঙক্তি


০১

আকাশের সীমানায় পৌঁঁছানো কত দূর,
জীবনের অন্তিম সময়ে ভাবি, বুঝি নেই আর বহুদূর।
তবুও কতো হিংসা বিদ্বেষের ছড়াছড়ি,
তবুও লড়ে যাই দু 'চোখের তারায় বারুদের স্ফুলিঙ্গ জ্বালি।

সংগ্রাম তবু শেষ হয় না তো,
কতো কাজের বোঝা কাঁধে রয়ে যায় আজও।
অহংকারের ছায়ায় মাতি ,
অকিঞ্চিৎকর তুচ্ছ জীবনের


০২

প্রাণের সে প্রেয়সী আমার,
ধরা দেবে দেবে বলে ধোঁয়াশা।
আজ কেনো আমি মিছে কষ্টে,
সে আজও অধরা।

কতো কি বলার বাকি,
তার কি শোনার সময় আছে কী ?
তবুও ভাবি রোজ আসবে বুঝি,
দুরুদুরু বুকে অপেক্ষায় থাকি, চূর্ণ হৃদয়ে তারে খুঁজি ।


০৩

ছোট বেলার খেলার সাথী,
কবে যেনো দিলো ফাঁকি,
আমারও বুঝি আর নেই দিন বাকি।

এলোমেলো চিন্তায় বাঁধা পড়ে,
সূক্ষ্ম এক ব্যথা, হৃদয় জুড়ে ক্ষত।
চলে গেলো সবশেষে,
দেখা তো হবে না আর।
তবুও রেশ রয়ে যায়,
আমাদের ধূসর সে ছেলেবেলার।


০৪


»»——⍟——««
Sort:  
 last month 

দাদা অনেকদিন পর কবিতা লিখলেন,খুব ভালো লেগেছে লেখাগুলো।আপনার ওয়ার্ড নির্বাচনের জুড়ি মেলা ভার।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

"Love this heartfelt poem! 🌟 The emotions and thoughts expressed in each stanza are so relatable 💔. I can feel the longing and nostalgia for a lost friendship. Would love to hear more about the inspiration behind these powerful lines 🤗. What do you think is the most poignant message in this piece? 💭"

I also gave you a 42.91% upvote for the delegations you have made to us. Increase your delegations to get more valuable upvotes. Cheers! 🎉

Help Us Secure the Blockchain for You

Your vote matters! Support strong governance and secure operations by voting for our witnesses:

Get Involved

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last month 

কতো কি বলার বাকি,
তার কি শোনার সময় আছে কী ?
তবুও ভাবি রোজ আসবে বুঝি,
দুরুদুরু বুকে অপেক্ষায় থাকি, চূর্ণ হৃদয়ে তারে খুঁজি ।

মাঝে মাঝে অনেক কথা মনে জমা হয়ে পরে থাকে। হয়তো শোনার মত কেউ থাকেনা। কখনো সে অভিমানে দূরে সরে থাকে কখনো বা হৃদয়ের দূরত্বের কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়। তবুও অবুঝ হৃদয় অপেক্ষায় থাকে। শুধু তারই অপেক্ষায়। দাদা আপনার লেখা কবিতার লাইনগুলো সত্যি অসাধারণ হয়েছে।

 last month 

বেশি দারুন অনুভূতিতে লেখা কবিতাগুলো। ছোট ছোট অনুভূতিগুলো যদি এভাবে কবিতার লাইনে প্রকাশ পায় তাহলে কতই না ভালো লাগে। এক কথায় অসাধারণ হয়েছে সব ছোট ছোট কবিতা।

Life will never let you down. Those wrong turns, the wrong paths, the sweats you shed, and the scars you left, all make you the unique one you are.

微信图片_20240818202012.png

有道理

 last month 

বাহ্! দারুণ কিছু কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতাগুলো ছোট হলেও, প্রতিটি কবিতা জাস্ট অসাধারণ হয়েছে। বেশ ভালো লাগলো কবিতাগুলো পড়ে। তাছাড়া আপনার কবিতাগুলো সবসময়ই খুব সুন্দর হয়। যাইহোক এতো সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last month 

দাদা আপনার অনু কবিতাগুলো পড়তে আলাদা রকম ভালো লাগা কাজ করে। শেষের কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে। আসলে ছোটবেলার খেলার সাথীরা কখন যে দূরে চলে যায় বোঝা যায় যায় না। আর এই খেলার সাথী তো মনে হচ্ছে সারা জীবনের জন্য দূরে চলে গিয়েছে। যাই হোক প্রথম দুইটি কবিতাও বেশ সুন্দর হয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.