ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ১৩ (০৩-০৮-২৩ থেকে ০৯-০৮-২৩)
best blogger post
বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ১৩ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @roy.sajib
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @roy.sajib | $25 UPVOTE | তৌহিদা আপুর বাসায় হঠাৎ এক ঝটিকা অভিযান |
02 | @roy.sajib | $25 UPVOTE | আমাদের গল্প (৮) |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম: সজীব রায়। জাতীয়তা : বাংলাদেশী। বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর উপজেলায় জন্ম এবং বেড়ে ওঠা। বর্তমানে নিজে শহরেই অবস্থান করছেন। চাকরীর পাশাপাশি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতা : বি এস সি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। শখ : গান শোনা, এবং মিউজিক নিয়ে কাজ করা। এছাড়াও ভালোবাসেন ঘুরতে, লিখতে এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে। ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২০ সালে এবং এখন পর্যন্ত সফলভাবে ব্লগিং ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
আত্মচিৎকার...... by @roy.sajib• 15/08/2023
আমাদের কমিউনিটির সজীব রয় গানের গলার ওস্তাদ বলা চলে। আমাদের একজন সিংগার আমরা বলতে পারি সেই হিসেবে। ওনার যে গানের গলা ভালো শুধু তাই নয়। তার লেখাটাও কিন্তু খুব ভালো। যেটা আমরা আমার বাংলা ব্লগের একটি অনুষ্ঠানে দেখতে পেরেছি। যেই গানটা আমাদের কমিউনিটির অনেকটা থিম সং ই বলা চলে, অর্থাৎ ওইটা আমাদের কমিউনিটির অনুষ্ঠানের থিম সং ছিলো।গানটার মানেটাও খুব সুন্দর। সত্যিই আমরা সবাই একটা পিছুটানের মধ্যেই রয়ে গেছি। কিন্তু একটা লেখা পড়ে খুব অবাক লাগলো, সেটা হচ্ছে প্রায় বছর দেড়েক আগের লেখা আজকে কমপ্লিট হলো,কিন্তু এতো সুন্দর ভাবে কমপ্লিট হয়েছে যে আমরা সবাই এই গান শুনতে খুবই ইচ্ছুক।
ছবিটি সজীব রয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে
গল্প আড্ডায় কাটানো কিছু প্রিয় মুহূর্ত...... by @roy.sajib • 14/08/2023
জীবনে চলার পথে বন্ধুত্ব যে কতটা দরকার তা আমরা একটা বয়সে এসে খুব বেশি বুঝতে পারি। সেটা হতে পারে টিনেজার, সেটা হতে পারে বার্ধক্য কিংবা সেটা হতে পারে মধ্যবয়স। কিন্তু বন্ধুত্ব নামটা কখনোই আমাদের জীবন থেকে হারিয়ে যায় না। এবং কিছু বন্ধু থাকে আমাদের জীবনে যাদের সাথে আমরা শুধু বন্ধুর মত নয় আপন ভাই বোনের মতই মিশি। ওনার লেখাগুলো পড়ে আমার ঠিক ঐ বন্ধুত্বগুলোর কথাই মনে পরেছে। আর আমার বন্ধুদের স্মৃতিচারণ করেছি। উনার এই ব্যাপারটা পড়ে আমার বেশ ভালো লেগেছে যে উনি বেশ বন্ধুত্বের মহলটা মাতাতে পারে, এই কোয়ালিটিটা সত্যিই দারুণ।
ছবিটি সজীব রয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে
তৌহিদা আপুর বাসায় হঠাৎ এক ঝটিকা অভিযান..... by @roy.sajib • 13/08/2023
পোস্টটার শিরোনাম টা দেখেই বুঝতে পেরেছি সজীব রয় আমাদের তৌহিদা ম্যাডামের বাসায় গিয়েছে। এই ব্যাপারটা আসলে দেখতে খুবই ভালো লাগে। কারণ আমাদের কমিউনিটির মধ্যে এতোটা ভালোবাসা সৃষ্টি আমাদের অজান্তেই হয়েছে এবং এটা শুধুমাত্র আমাদের সকলের জন্যই হয়েছে। তৌহিদা ম্যাডামের ছেলের সাথেও বেশ খেলাধুলা করেছেন যা দেখেই বুঝা যাচ্ছে। এটা আসলে খুবই আনন্দের কারণ বাচ্চাদের সাথে খেলতে পারাটা খুব আনন্দের মূহুর্ত ই হয়। সব মিলিয়ে দারুন একটা মুহূর্ত কেটেছে এবং আমাদের পড়তেও খুব ভালোই লেগেছে।
ছবিটি সজীব রয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে
আমি এক এমন পাখি ।। ফোক গান...... by @roy.sajib • 13/08/2023
আমাদের কমিউনিটিতে সজীব রয়ের গলা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কারণ ওনার গানের গলা সব সময় অনেক বেশি সুন্দর। যেটা আমরা আমাদের প্রতিটি অনুষ্ঠানেই দেখতে পাই অর্থাৎ বিশেষ অনুষ্ঠানে ওনাকে আমরা কিছুতেই ছাড়তে চাই না। তার একমাত্র কারণ হলো উনার এতো সুমিষ্ট গানের গলা। যা শুনে আমরা সবাই মুগ্ধ। কমবেশি আমরা সবাই ফোক গান শুনি। আর ফোক গানের যে মাহাত্ম্য এবং ফোক গানের যে গভীরতা সেটা বুঝতে আমাদের একটা আলাদা সত্তা লাগে, আলাদা একটা মন লাগে যেই মন হয় আসলে খুব কোমল সে সাথে জটিল।কারণ এতে অনেক রূপক অর্থ ও ভাষা ব্যবহার করা হয়। যেটা বুঝার জন্য অবশ্যই এই সবগুলো ব্যাপারে দরকার হয়। আর ওনার গলা নিয়ে যদি বলতেই হয় তবে বলবো, এমন গলা পেতে মানুষ অনেক চেষ্টা করে। ওনার গলা এবং গানের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইলো।
ছবিটি সজীব রয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে
স্মৃতির পাতায় এখনো সেই দিন টা..... by @roy.sajib • 11/08/2023
পোস্টার টাইটেল দেখে প্রথমে কি ব্যাপার বুঝতে না পারলেও পোস্টের লেখা এবং ভিডিওটা দেখে খুব সহজেই বুঝতে পেরেছি যে এটা হলো উনার ইন্ডিয়ার ট্যুরের সেই ভিডিওগ্রাফি। আর সেটা অবশ্য আমরা অনেকেই জানি এবং আমিও ভালোভাবেই জানি। কারণ আগে থেকেই আমি জানতাম অর্থাৎ ইন্ডিয়া আসার আগে থেকেই জানা ছিলো। এটা ঠিক কথা যে উনি যতোটা ঘুরতে পেরেছে তা আসলে অন্য কারো ঘুরতে বেশ সময় লেগে যেতো।তবে ওনার একটা লেখা পড়ে বেশ ভালো লাগলো যে ওনার কলকাতার মুহূর্তটা খুব ভালো কেটেছে। আসলে তথ্যপ্রযুক্তির যুগটা এমন হয়ে গিয়েছে যে, কোনো স্মৃতি আমরা মনে করতে না চাইলেও আমাদেরকে মনে করানো হয়। অনেক সময় সেটা খুব ভালো হয় আবার অনেক সময় খুব খারাপ হয়। সবমিলিয়ে ওনার লেখা গুলো সব সময় অনেক বেশি গুছানো হয়, এইবারেও তাই। খুব ভালো লেগেছে ওনার লেখাগুলো পড়ে।
ছবিটি সজীব রয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ১৭ আগস্ট ২০২৩
টাস্ক ৩৫৮ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : ee26b6f23108ad9d34c4c2b77d5772183d54d0fb53ee5952be61bf40a0013b35
টাস্ক ৩৫৮ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
সজীব ভাইয়ের গানের গলা সত্যিই অসাধারণ। আমি তো ওনার গানের খুব বড় একজন ফ্যান। আমার বাংলা ব্লগের যে থিম সং উনি লিখেছিলেন আর গিয়েছিলেন সত্যিই খুব সুন্দর ছিল সেটি । উনি সত্যি একজন ভালো মানের ব্লগার ,নিজের কোয়ালিটিফুল ব্লগের জন্যই তিনি আজকে সুন্দর একটি সম্মান পেলেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিনিয়ত পোস্ট চয়েস করে এক জনকে মনোনীত করেন বেস্ট ব্লগারের।ব্যাপারটা খুব ভালো ই লাগে। আপনি সপ্তাহের সবগুলো পোস্ট খুব সুন্দর ভাবে পড়ে আবার মন্তব্য করেন।সত্যি দাদা এটা প্রশংসার দাবি রাখে।ভাইয়ার পোস্ট গুলো বেশ ভালো হয়।বিভিন্ন বিষয় নিয়ে তিনি পোস্ট শেয়ার করেন।আমার ভালোই লাগে। ভাইয়াকে মনোনীত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
সজীব ভাই আমাদের কমিউনিটির একজন প্রিমিয়াম ব্লগার। ওনার পোস্ট গুলো এককথায় দুর্দান্ত হয়। সজীব ভাইয়ের পোস্ট গুলো দারুণভাবে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে এই সপ্তাহে বেস্ট ব্লগার নির্বাচিত করেছেন। পুরষ্কার স্বরুপ দুটি আপভোট দিয়েছেন বেশ ভালো এমাউন্ট এর। যা দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা।
জী দাদা সজিব ভাইয়া দারুন ব্লগিং করেন। ভাইয়া গান গায়তে আর ঘুরতেও খুব ভালবাসে। উনার অনেক পোষ্টে দেখিছি হঠাৎ করে যে কোন জাগায় চলে যান ঘুরতে। আমাদের কমিউনিটির মেম্বার তৌহিদা আপুর বাসায় গেছে,একদিন এডমিন শুভ ভাইয়ার সাথেও মিট করেছে। ধন্যবাদ দাদা।
প্রতি সপ্তাহে দাদা তার নিজের ভালোলাগা থেকে একজনকে চয়েস করেন। তার সুন্দর গুণাবলী কাজের জন্য সজীব রয় ভাই অনেক সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন অনেক ভালো লাগলো।
অভিনন্দন @roy.sajib ভাই 🤗🎉❤️
আপনার চমৎকার কাজগুলো ফলস্বরূপ আজ এই বিশেষ সম্মাননা। সত্যিই আপনাকে এই অবস্থানে দেখে ভীষণ ভালো লাগলো। আপনার পোস্টগুলো বরাবরই ভীষণ প্রানবন্ত।
ধন্যবাদ দাদা উনার পোস্টগুলোর চমৎকার বিচার বিশ্লেষণ করার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার বিশ্লেষণ বরাবরই সেরা 👌
এই পোস্টগুলো দাদা কত সুন্দর করে একেবারে ডিটেলসে পোষ্টের বিবরণ তুলে ধরেন সত্যি দাদা দেখতে খুব ভালো লাগে আর পড়তেও অনেক ভালো লাগে ।আসলে দাদা এই কমিউনিটিতে আমাদের সকলের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে । সেদিন সজীব রয় বাসায় আসার কারণে অনেক ভালো লেগেছিল এবং আমার ছেলেটার সাথে খুব সুন্দর একটা সময় উপভোগ করেছে । আসলে সেদিনকার সময়টা সত্যি অনেক আনন্দের ছিল ।
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও দাদা আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ব্লগার অফ দা উইক পোস্ট শেয়ার করেছেন। এই সপ্তাহে রয় সজিব ভাইকে ব্লগার অফ দা উইক হিসাবে আপনি চয়েস করেছেন। ইতিমধ্যে পোস্ট দুটিতে সাপোর্ট দেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করে প্রতি সপ্তাহে ইউজারদের উৎসাহিত করার জন্য।
আসলে কি দিয়ে শুরু করব এটাই ভেবে পাচ্ছি না। দাদার ব্লগে এভাবে নিজেকে খুঁজে পাওয়া আমার ব্লগিং ক্যারিয়ারের অনেক বড় একটা অর্জন বলে আমি মনে করি। সত্যি বলতে কাজের প্রতি ভালোবাসাটা হয়তো আরো কয়েকগুণ বেড়ে গেল। আর দাদা, আপনাকে নিয়ে কিছু বলার মত স্পর্ধা হয়তো আমার হবে না কখনোই। এক কথায় বললে আমি চির কৃতজ্ঞ আপনার প্রতি এবং আমার বাংলা ব্লগের প্রতি 🙏🙏। অনেক অনেক ভালোবাসা রইলো দাদা ❤️❤️।