"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো" -০৮

in আমার বাংলা ব্লগlast year


বর্তমানে এফিলিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম । কোনো ব্র্যান্ড বা কোম্পানি বা পণ্য অথবা সার্ভিসকে দ্রুত সবার মধ্যে ছড়িয়ে দিয়ে এবং সেটিকে জনপ্রিয় করার একটা মার্কেটিং স্ট্রাটেজি এটি । সেই হিসেবে বলা যেতেই পারে স্টিমিটেও রেফারাল সিস্টেমটা রাখা খুব গুরুত্বপূর্ণ । কিন্তু, দুর্ভাগ্যবশতঃ সেটি না থাকার কারণে শুধুমাত্র "আমার বাংলা ব্লগ"-এর ইউজারদের জন্য এই সিস্টেমটি আনা হলো । প্রত্যেক মাসে আমাদের কমিউনিটিতে নতুন মেম্বার নেওয়া হয়ে থাকে শুধুমাত্র কমিউনিটির বর্তমান এক্টিভ মেম্বারদের রেফারারে । কিন্তু, এজন্য রেফেরাররা কোনো রিওয়ার্ডস পেতেন না । এটি ছিল ফ্রি রেফারাল সিস্টেম ।

কিন্তু, গত আগস্ট ২০২২ থেকে আমরা প্রত্যেক একটিভ রেফারারের প্রতিটি ভ্যালিড ও ভেরিফাইড রেফারাল এর জন্য ৫ স্টিম করে পুরস্কার দিয়ে আসছি । এই পুরস্কারটি দেওয়া হচ্ছে "আমার বাংলা ব্লগ"-এর মেইন কিউরেশন একাউন্ট @amarbanglablog থেকে । আমি মনে করি, এর ফলে স্টিমিট আরো দ্রুত মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়বে এবং খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করবে ।


"আমার বাংলা ব্লগ" এর নিউ ইনিশিয়েটিভ "রেফার করো রিওয়ার্ড জেতো"

রাউন্ড : ০৮

রেফারাল রিওয়ার্ডস : প্রত্যেক ভ্যালিড এবং ভেরিফায়েড মেম্বার এর জন্য ৫ স্টিম ওয়ান টাইম রিওয়ার্ড

রেফেরার হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফাইড এক্টিভ মেম্বার

ভ্যালিড রেফারাল হওয়ার যোগ্যতা : "আমার বাংলা ব্লগ"-এর ভেরিফিকেশন লেভেল পাশ করতে হবে

লিমিট : একজন রেফেরার প্রত্যেক রাউন্ডে একবারে সর্বোচ্চ ৫ জন কে রেফার করতে পারবেন


রাউন্ড -০৮ এর ভ্যালিড রেফেরার ও রেফারেল এর তালিকা

ক্রমরেফেরাররেফারেল সংখ্যা
০১@rex-sumon০২
০২@shyamshundor০২
০৩@razuan12০২
০৪@nevlu123০১
০৫@mostafezur001০১
০৬@bristychaki০১
০৭@limon88০১
০৮@sumon09০১

:রেফারেল রিয়ার্ডস প্রদান সম্পন্ন :


DateFromToAmountUnitMemo
2024-01-07, 15:18rmesumon095.000STEEMABB referral payment
2024-01-07, 15:17rmelimon885.000STEEMABB referral payment
2024-01-07, 15:17rmebristychaki5.000STEEMABB referral payment
2024-01-07, 15:17rmemostafezur0015.000STEEMABB referral payment
2024-01-07, 15:16rmenevlu1235.000STEEMABB referral payment
2024-01-07, 15:16rmerazuan1210.000STEEMABB referral payment
2024-01-07, 15:15rmeshyamshundor10.000STEEMABB referral payment
2024-01-07, 15:15rmerex-sumon10.000STEEMABB referral payment

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 last year 

মাঝে দু'দিন কোনো এনএফটি আর্ট করার সুযোগ পাইনি । আজকে তাই আবারো একটি এনএফটি আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি । এই NFT আর্টটিও "Winter Spirit" সিরিজের অন্তর্গত একটি আর্ট। আমার গত আর্টটি ছিল ফিনিক্স পাখি নিয়ে। আর আজকের আর্টটি হলো ইউনিকর্ন নিয়ে । ইউনিকর্নও ফিনিক্স পাখির মতোই একটা মাইথোলজিক্যাল ক্রিয়েচার । এটাই এই আর্টের মূল প্রতিপাদ্য বিষয় ।

তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এনএফটি আর্ট -


গ্যালারি : Fairy


Screenshot 2024-01-08 030443.png

Winter Spirit

মনে হচ্ছে রূপকথার ইউনিকর্ন চোখের সামনে জলজ্যান্ত অবস্থায় দেখতে পাচ্ছি। কাজটি দারুন হয়েছে দাদা।

 last year 

রেফার করেও যে ইনকাম করা যায় তা আমার বাংলা ব্লগেই দেখা যায়।তাও ভুল রেফার না,একেবারে পারফেক্ট ইউজার আনলে।সত্যিই দারুণ একটি উদ্যোগ দাদা আপনার।

 last year 

আমার বাংলা ব্লগ কমিউনিটির এটি একটি দারুণ আইডিয়া দাদা। অন্যকে কাজের সুযোগ করে দেওয়ার মাধ্যমেও কিছু ইনকাম করা যায় এছাড়াও যাকে সুযোগ করে দেওয়া হচ্ছে তার জন্য একটি নতুন ইনকামের ব্যবস্থা শুরু হয়ে যায়। সেই সাথে আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হওয়ার সুবর্ণ একটি সুযোগ পায়।শুধু এখানে ইনকামের কথা বললে ভুল হবে। এর মাধ্যমে বিনোদনের ব্যাপক ব্যবস্থা থাকে। আমার বাংলা ব্লগ কমিউনিটি বিভিন্ন ধরনের অকেশনে কিংবা উৎসবে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। সে সবগুলো জায়গাতেও তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা এত চমৎকার একটি সিস্টেম চালু করার জন্য।

 last year 

রেফার করো রিওয়ার্ড জেতো একটি দারুন উদ্যোগ। রিওয়ার্ড পেতে কার না ভালো লাগে, তেমনি করে এই রিওয়ার্ড পেয়ে অনেকেই উজ্জীবিত হবে এবং রেফার করতে আগ্রহী হবে।
আমার বাংলা ব্লগ মানেই ব্যাতিক্রম কিছু এবং ভালো ইউজার তৈরির কারখানা। অনেক ধন্যবাদ দাদা মেম্বারদের অনুপ্রাণিত করার জন্য।

 last year 

বেশ দারুণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন দাদা। আমাদের দেখাদেখি অনেকেই ইচ্ছা পোষণ করে থাকে এই কমিউনিটিতে ব্লগের কাজ করার জন্য। হয়তো তাদের জন্য সুবর্ণ সুযোগ এটা। আপনার সুন্দর এই পোস্ট পেয়ে বেশ খুশি হলাম পাশাপাশি আরো খুশি হলাম এই তালিকায় আমার নাম রয়েছে দেখে।

This is a great initiative you have shared about @rme Dada.

This referal system will help to market steemit and bring in more users to steemit.

It can also serve as a source of income to participants.
Thank you Dada for this Initiative.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

আমার বাংলা ব্লগ বলেই এটা সম্ভব, যেখানে কাউকে রেফার করে-নতুন ইউজার এনেও ইনকাম করা যায়। যারা রেফার করেছেন তাদের জানাচ্ছি শুভেচ্ছা আর যারা নতুন জয়েন করেছেন তাদের জানাচ্ছি অভিনন্দন।

 last year 

দাদা আপনার এই উদ্যোগটি সত্যি দারুন একটি উদ্যোগ। এই উদ্যোগের ফলে সবাই নতুন নতুন ইউজারকে এই কমিউনিটির সাথে যুক্ত করার প্রতি উৎসাহিত হবে। দাদা আপনি সবাইকে আপনার তরফ থেকে পুরস্কার দিয়েছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দাদা।

 last year 

রেফার করো রিওয়ার্ড জেতো এই ইনিশিয়েটিভটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ পুরো স্টিমিট প্লাটফর্ম জুড়ে কারো কাছে দেখিনাই, যেটা আমার বাংলা ব্লগের পক্ষ হতে শুরু হয়েছে। আর সেটি আপনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। এই উদ্যোগটির কারণে অনেকেই রেফার করতে আরো বেশি আগ্রহ প্রকাশ করবে আশা করছি। ধন্যবাদ দাদা।