স্টিমিটে আপনার একাউন্টের নিরাপত্তার A টু Z - এপিসোড ০২
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : Pixabay
ডিভাইস সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ
যেহেতু আমরা স্টিমিটে blogging করি হয় মোবাইল থেকে অথবা পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ থেকে সেহেতু এই সকল ডিভাইস সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ হলো আমাদের সর্বপ্রথম কাজ । আপনি যদি একটি ক্লিন এবং নিরাপদ পরিবেশে কাজ না করতে পারেন সেক্ষেত্রে আপনার স্টিমিট একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ।
স্টিমিট একটা ওপেন এবং ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম । এখানে আপনার একাউন্ট হ্যাক হওয়ার অর্থ আপনি আপনার স্টিমিট একাউন্টের এভরিথিং লস্ট করা । যদি কেউ আপনার স্টিমেটের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে তবে সেই হবে তখন থেকে আপনার স্টিমিট এর ওই একাউন্টটির মালিক । ওই একাউন্টের যাবতীয় অর্থও তার করায়ত্ত হবে ।
আর আপনারা সবাই জানেন যে স্টিমিটের কোনো সেন্ট্রাল কন্ট্রোল না থাকার কারণে ফরগেট পাসওয়ার্ড নামে কোনো ফিচারও নেই । এটা বিটকয়েন বা ট্রন এর মতোই একটা ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন সিস্টেম । ফলে, আপনার হ্যাক হওয়া একাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন । একটা জটিল একাউন্ট রিকোভারি প্রসেস এর মাধ্যমে হয়তোবা আপনার হ্যাক হওয়া একাউন্টটি আপনি ফিরে পেতে পারবেন তবে সেক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই ।
তাই, স্টিমিট একাউন্টটির নিরাপত্তা বজায় রাখাই হলো একমাত্র সঠিক সিদ্ধান্ত । তাই, সর্বপ্রথম আপনার ডিভাইস সমূহের নিরাপত্তা নিশ্চিতকরুন । চলুন দেখে নেওয়া যাক তাহলে আমাদের করণীয় কী কী ।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভিত্তিক পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপ এর নিরাপত্তা নিশ্চিতকরণ
লিনাক্স, উবুন্টু, macOS বাদে পৃথিবীর বাকি সব পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার -এ MS Windows ইনস্টল করা আছে । এটি খুবই জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম । যেহেতু, অধিকাংশ স্টিমিট ইউজার উইন্ডোজ ব্যবহারকারী তাই আমি এখানে উইন্ডোজ এর নিরাপত্তা নিয়ে আলোচনা করবো ।
উইন্ডোজ এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিচের স্টেপগুলো ফলো করতে হবে ।
০১. পাইরেটেড সফটওয়্যার পরিহার করুন : পাইরেটেড উইন্ডোজ অবশ্যই পরিহার করুন । সবসময়ই জেনুইন উইন্ডোজ ব্যবহার করবেন । পাইরেটেড উইন্ডোজে নিরাপত্তা বিষয়ক অনেক ফাঁকফোঁকর থেকে যায় । ফলে এই সব ফাঁকফোঁকর দিয়ে খুব সহজেই নানান ধরণের ম্যালওয়্যার/স্পাইওয়্যার আপনার সিস্টেমে ঢুকে আপনার ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে । উইন্ডোজ এর পাশাপাশি আপনার সিস্টেমের যাবতীয় থার্ড পার্টি সফটওয়্যারগুলোও অরিজিনাল ভার্সন ইউজ করবেন । পাইরেটেড বা ক্র্যাকড ভার্সন পরিহার করুন ।
০২. রেগুলার উইন্ডোজসহ যাবতীয় সফটওয়্যার আপডেটেড রাখুন : আপনার উইন্ডোজটির অটো-আপডেট ফিচারটি সার্বক্ষণিক অন রাখুন । সেই সাথে আপনার সিস্টেমের যাবতীয় ইনস্টলড সফটওয়্যারগুলোর সর্বশেষ আপডেটটি ইনস্টল করুন ।
০৩. আপনার উইন্ডোজ -এ এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করুন : খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হলো আপনার সিস্টেমে একটি শক্তিশালী এন্টিভাইরাস ইনস্টল করা । এন্টিভাইরাস সিলেক্ট করার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ ফিচার আছে কি না সেটি চেক করে নেবেন । যেমন - এডভান্সড ফায়ারওয়াল প্রটেকশন, ব্রাউজার প্রটেকশন, নেটওয়ার্ক প্রটেকশন, ফুল ইন্টারনেট সিকিউরিটি, রিয়েল টাইম সিস্টেম প্রটেকশন, ব্যাঙ্কিং & পেমেন্ট প্রটেকশন, ransomware প্রটেকশন, প্রাইভেসী প্রটেকশন, পাসওয়ার্ড ম্যানেজার, ব্রাউজার এক্সটেনশন প্রটেকশন, ক্লাউড প্রটেকশন এবং ডেটা প্রটেকশন।
নিয়মিত এন্টিভাইরাসটির ভাইরাস ডেটাবেজটি আপডেট করবেন । এবং, নিয়মিতভাবে আপনার সিস্টেমটি স্ক্যান করবেন এন্টিভাইরাস দিয়ে । কয়েকটি ভালো মানের এন্টিভাইরাস এর নাম নিচে দেওয়া হলো :
- Bitdefender Antivirus Plus
- ESET Internet Security
- Kaspersky Total Security
- Malwarebytes Premium
- Norton AntiVirus Plus
- McAfee AntiVirus Plus
- Avast Premium Security
০৪. ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখা পরিহার করুন : কোনো অবস্থাতেই আপনার ব্রাউজারে কোনো ওয়েবসাইটের আপনার লগইন credentials সেভ রাখবেন না । এর পরিবর্তে কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন । যেমন ক্যাসপারস্কির পাসওয়ার্ড ম্যানেজার ।
এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম ভিত্তিক মোবাইল/ট্যাব এবং পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপ এর নিরাপত্তা নিশ্চিতকরণ
০১. এন্ড্রোয়েড/ক্রোম অপারেটিং সিস্টেমে আপডেটেড রাখুন : আপনার মোবাইলের এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেমটির লেটেস্ট ভার্শনটি অলওয়েজ ইনস্টলড রাখুন । কোনো সিকিউরিটি প্যাচ উপলব্ধ হলে সঙ্গে সঙ্গে সেটি ইনস্টল করে ফেলুন । আর ক্রোমবুকের ক্ষেত্রে অলওয়েজ অটো সিস্টেম আপডেট অন রাখুন ।
০২. আপনার এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম এ এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করুন : মোবাইল হোক বা ট্যাব হোক যেকোনো ডিভাইসে কিন্তু ম্যালওয়্যার এট্যাক হতে পারে । এমনকি ক্রোম অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপেও আঘাত হানতে পারে ম্যালওয়্যার । তথ্য চুরি যেতে পারে । সেজন্য একটাই সমাধান - একটি শক্তিশালী এন্টিভাইরাস ইনস্টল করুন আপনার ডিভাইসে । রিয়েল টাইম সিস্টেম প্রটেকশন, মোবাইল এপ্লিকেশন লক ফিচার, ব্রাউজার প্রটেকশন, সিম প্রটেকশন, কল এবং মেসেজ প্রটেকশন - এই ফিচারগুলো চেক করে নেবেন অবশ্যই এন্টিভাইরাসটি ইনস্টল করার পূর্বে ।
বর্তমানের প্রায় সকল ভালো মানের এন্টিভাইরাস গুলোর মোবাইলের জন্য আলাদা ভার্সন আছে । সেগুলো যে কোনো একটা ইনস্টল করলেই হবে ।
০৩. রেগুলার আপনার মোবাইলের যাবতীয় সফটওয়্যার আপ টু ডেট রাখুন : আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে প্রতিদিন নজর রাখুন যে কোনো পেন্ডিং আপডেট আছে কি না । থাকলে সঙ্গে সঙ্গে আপডেট করে ফেলুন ।
০৪. মোবাইল/ল্যাপটপের ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখা পরিহার করুন : কোনো অবস্থাতেই আপনার মোবাইল/ল্যাপটপের ব্রাউজারে কোনো ওয়েবসাইটের লগইন credentials সেভ রাখবেন না । এর পরিবর্তে কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন । যেমন ক্যাসপারস্কির পাসওয়ার্ড ম্যানেজার ।
পরিশিষ্ট
প্রতিদিন ৪০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (400 TRX daily for 7 consecutive days :: DAY 05)
সময়সীমা : ০৯ অক্টোবর ২০২২ থেকে ১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত
তারিখ : ১৩ অক্টোবর ২০২২
টাস্ক ৮৯ : ৪০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৪০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : ee462e6f98801fedcfd7eb368a8d23b6aa4083d58eff3506c6066ecbc6e4b5cf
টাস্ক ৮৯ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এখন থেকে নিরাপত্তার ব্যাপারে সবাই আরো বেশি সচেতন হতে পারবে।
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Congratulations!
Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power and receive more support!
| 100SP | 500SP | 1000SP | 2000SP | 5000SP |
Support partner witnesses
We are the hope!
স্টিমিট একাউন্টট এর নিরাপত্তা বজায় রাখার জন্য আপনার গুরুত্বপুর্ণ পরামর্শ গুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবো দাদা। অনেক কষ্টে অর্জিত স্টিমিট একাউন্টটটির সুরক্ষার জন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে। দাদা আপনার শেয়ার করা পোষ্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানতে পারলাম। আশা করছি সকলে নিজের স্টিমিট একাউন্টট সুরক্ষিত রাখার চেষ্টা করবে।
স্টিমিট একাউন্টের নিরাপত্তা খুবই জরুরী। আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা একাউন্টে নিরাপত্তা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আস্তে আস্তে আরো অনেক কিছু জানবো আশা রাখছি। ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখা থেকে বিরত থাকতে হবে এটা জানতে পেরে অনেক উপকৃত হলাম। নিজের এত কষ্টের অর্জিত অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে তো দুঃখের আর সীমা থাকে না। তাই আমাদের সবারই উচিত আপনার এই পদক্ষেপগুলো এ টু জেড ফলো করা।
অটো আপডেট সিস্টেমটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে দাদা এটি আমার সিস্টেমে অন করা নাই আমি এখনই এটি অন করে নিচ্ছি। অপারেটিং সিস্টেম উইন্ডোস লিনাক্স এবং অন্যান্য সিস্টেমগুলো সম্পর্কে অনেক ধারণা পেলাম দাদা। আমি মাঝেমধ্যে ক্র্যাক ফাইল ব্যবহার করি তবে আজ থেকে এটি পরিহার করার চেষ্টা করব। এমন তথ্য বহুল একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা 🥰🥰♥️
দাদা কোন ধরণের অ্যান্টিভাইরাস ভালো হবে? একটু বলে দিরে ভালো হয়। আমি ইন্টারনেট সিকিউরিটির জন্যই ব্যাবহার করি। কারণ একাধিক জায়গায় ব্যবহার হয় না ল্যাপটপ।
ESET Internet Security এটাই ভালো হবে । খুবই হালকা, সিস্টেম স্লো করে না, আবার খুবই শক্তিশালী এবং ফাস্ট একটা এন্টিভাইরাস ।
অনেক ধন্যবাদ দাদা। এইবারের টা শেষ হলে, আপনার সাজেস্ট করাটাই ব্যাবহার করব।🙏
অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনার করা স্টিমিটে একাউন্টের নিরাপত্তার A টু Z - এপিসোড ০২ পোস্টে অনেক কিছু জানতে পারলাম। আসলে দ্রুত আমাদের সকল ইউজারদের এই নিয়ম গুলো ফলো না করলে যে কোন মুহূর্তে আমরা বিপদে পড়তে পারি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।