শারদীয়া কনটেস্ট ১৪৩১ রেজাল্ট ঘোষণা ও প্রাইজ ডিস্ট্রিবিউশন
সপ্তাহ তিনেক আগে আয়োজিত শারদীয়া কনটেস্ট ১৪৩১ এ তেমন একটা সাড়া মেলেনি । তবে যাঁরা যাঁরা কন্টেস্টে অংশগ্রহণ করেছেন তাঁরা প্রচুর পুজো মণ্ডপ ঘুরে ঘুরে অসাধারণ সব পুজো প্যান্ডেল আর দূর্গা প্রতিমার অসাধারণ সব ফোটোগ্রাফ শেয়ার করেছেন । এদের মাঝে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থান অধিকারীরা যেসব ফোটোগ্রাফ শেয়ার করেছেন এক কথায় সেগুলো দারুন ।
প্রথম আর দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের মধ্যে বিশাল কনটেস্ট হয়েছে । দ্বিতীয় স্থান অধিকারীর ফোটো কোয়ালিটি, প্রথম স্থান অধিকারীর ফোটো কোয়ালিটির থেকে সামান্য কম ছিল, কিন্তু দ্বিতীয় স্থান অধিকারীর লেখার মান এত ভালো ছিল যে অবশেষে বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দু ' জনকেই যুগ্মভাবে প্রথম স্থানে নির্বাচিত করা হলো ।
ফলশ্রুতিতে তৃতীয় স্থান অধিকারী দ্বিতীয় এবং চতুর্থ স্থান অধিকারী তৃতীয় স্থানে উন্নীত হলেন ।
সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই বিচারকার্য সুসম্পন্ন করা হয়েছে । মোট প্রতিযোগী ছিল ছ' জন । মোট কনটেস্ট পোস্ট ছিল চোদ্দটি ।
তো চলুন দেখে নেওয়া যাক এই প্রতিযোগিতার বিজয়ীগণের নাম ।
কন্টেস্টের নাম : শারদীয়া কনটেস্ট ১৪৩১
প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় : ২৯ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার) থেকে ০৪ নভেম্বর ২০২৪ (সোমবার)
মোট প্রতিযোগী : ০৬ জন
প্রতিযোগিতায় মোট পোস্টের সংখ্যা : ১৪
পুরস্কার :
১ম স্থান অধিকারী : ১০০০ Steem
২য় স্থান অধিকারী : ৫০০ Steem
৩য় স্থান অধিকারী : ৩০০ Steem
বিশেষ পুরস্কার : ১০০ Steem করে প্রত্যেককে
বিজয়ী :
:১ম স্থান অধিকারী:
নিলয় মজুমদার (@nilaymajumder) এবং কৌশিক চক্রবর্তী (@kausikchak123)
:২য় স্থান অধিকারী: সুবীর বিশ্বাস (@ronggin)
:৩য় স্থান অধিকারী: রিপা রায় (@green015)
:বিশেষ স্থান অধিকারী:
নীলম সামন্ত (@neelamsamanta)
রাসেল আহমেদ (@ashik333)
মোট প্রাইজ মানি : 3000 STEEM
প্রাইজ প্রদান সম্পন্ন
ক্রম | এমাউন্ট | কনটেস্ট বিজয়ী | মেমো |
---|---|---|---|
01 | 1000.000 STEEM | @nilaymajumder | Winner : sharodiya contest 1431 [1st Place] |
02 | 1000.000 STEEM | @kausikchak123 | Winner : sharodiya contest 1431 [1st Place] |
03 | 500.000 STEEM | @ronggin | Winner : sharodiya contest 1431 [2nd Place] |
04 | 300.000 STEEM | @green015 | Winner : sharodiya contest 1431 [3rd Place] |
05 | 100.000 STEEM | @neelamsamanta | Winner : sharodiya contest 1431 [Participant Special Prize] |
06 | 100.000 STEEM | @ashik333 | Winner : sharodiya contest 1431 [Participant Special Prize] |
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
শারদীয়া কনটেস্টে অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই বেশ ভালো করেছে। তাছাড়া এই কনটেস্টের প্রাইজ মানি অনেক বেশি ছিলো। যাইহোক বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
"আমার বাংলা ব্লগ" সবসময় নিরপেক্ষতায় বিশ্বাসী এটা আমি মনেপ্রানে বিশ্বাস করি।যাইহোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আনন্দের আর পুরস্কার পেলে তো আরো-ই ভালো লাগার।সকলের ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছিল, সকল বিজয়ীদেরকে জানাই অভিনন্দন।এছাড়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা।
অভিনন্দন জানাই সবাইকে। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা আপনার কাছে, এভাবে সবাইকে অনুপ্রাণিত করার জন্য।
অনেক ব্যস্ততার মধ্যেও এই প্রতিযোগিতায় সম্পূর্ণভাবে অংশগ্রহণ করার চেষ্টা করেছিলাম দাদা আমি। পুরো একটা দিন লেগে গেছিল এই কনটেস্টের পোস্টটি গুছিয়ে লেখার জন্য। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করতে পেয়ে অনেক খুশি আমি। তোমাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ দাদা, সবকিছু সুক্ষভাবে বিচার করে আমাদের পুরস্কার বিতরণ করার জন্য।
এক বিশাল প্রাইজ পুল ছিলো। ফটোগ্রাফি করে জেতা স্টিম দিয়ে এবার নতুন একটা ক্যামেরাই হয়ে যাবে। 🥳
২০২১ এ মেবি অনেক বেশি প্রতিযোগি ছিল এবার মোট ৬ জন।সবাই বেশ ভালো করেছে প্রথম এবং দ্বিতীয় দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা রইলো।আমাকে বিশেষ পুরুষ্কার দেওয়ার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। 🥰🥰
দারুন সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লেগেছিল। সবদিক থেকে চেষ্টা করেছিলাম সমস্ত ছবিগুলি সকলকে দেখাবার জন্য। এরপর আমাকে যে প্রথম স্থান দেওয়া হল তার জন্য আমি কৃতজ্ঞ। বিচার সম্বন্ধে আমার বাংলা ব্লগ চিরকালীন নিরপেক্ষ। আমার সহ বিজয়ী সকল বন্ধুকে অভিনন্দন জানাই। এমন সুন্দর একটি পুরস্কার জিততে পেরে ভালো লাগছে।।
শারদীয়া কনটেস্ট এর সকল বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয়ীর সম্মান অর্জন করেছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। দাদা আপনি দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন আর বিজয়ীদেরকে পুরস্কৃত করেছেন দেখে ভালো লাগলো।