মজার কবিতা "ওগো পটল"
Copyright-free Image source : pixabay
মজার কবিতা "ওগো পটল"
💘
♡ ♥💕❤
তোমার পটলচেরা আঁখি দেখে হয়েছি পাগল,
দিনরাত খাই তাই শুধু কচি পটলের ঝোল ।
পটল দিয়ে শিঙি মাছ, আর পটোলের দোলমা,
বলে সবাই বেয়াদপ ভুঁড়িটারে এই বেলা সামলা ।
দিনরাত বাড়ে ভুঁড়ি, আয়নাতে দেখি আমি তাজ্জব,
আয়তনে এখন প্রায় সে হস্তী, আহা খাসা লা জবাব ।
পটলের সাথে চিংড়ি, পনির, ছানা আরো খাসা মাংসের কিমা,
বলে সবাই এই বেলা দেরী নয়, করে ফেল স্বাস্থ্য বীমা ।
যে হারে খাস তুই ভাত দিয়ে মাছ দিয়ে কচি কচি পটল,
এভাবে খেলে পরে শীঘ্রই ফেলবি তুলে নিজেরই পটল।
আমি শুধু হাসি, কান খুলে শুনে যাই, মুখে কোনো কথা নাই,
মন ভরে প্রাণ ভরে, কোনোদিকে না তাকিয়ে, হাসিমুখে খেয়ে যাই ।
পটল সেদ্ধ, পটল ভাজা, আর পটলের শুক্তো,
যখন খেতে খেতে মন হয়ে ওঠে অতীব তিক্ত,
তখন চালাই তেড়ে চিংড়ি-পটল, পোস্ত-পটল আর পটলের দোরমা,
সাথে চলে গামলা গামলা কিমা-পটল, দই-পটল আর পটলের কোরমা ।
তোমার চোখের পটল দেখেই হয়েছিলাম ঘায়েল,
তুমিই আমার পটল সোনা, তুমিই আমার পায়েল ।
তোমার চোখের অক্ষি পটল দেখেই আমি কাত,
তুমিই আমার পটল চাঁদ, তুমিই আমার জোৎস্না রাত ।
♡ ♥💕❤
পরিশিষ্ট
প্রতিদিন ১৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৫ম দিন (175 TRX daily for 7 consecutive days :: DAY 05)
টার্গেট ০৩ : ১,২২৫ ট্রন স্টেক করা
সময়সীমা : ০৭ আগস্ট ২০২২ থেকে ১৩ আগস্ট ২০২২ পর্যন্ত
তারিখ : ১১ আগস্ট ২০২২
টাস্ক ২৬ : ১৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
১৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 219d70012e3c5666b66e3f26ff6dbfeb5331af91c27a0dd25ba8d764634ace06
টাস্ক ২৬ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
এই পায়েল নামটা খুব চেনা চেনা লাগছে দাদা, কোথায় যেন দেখেছিলাম তাকে হা হা হা হা ।
তুমি চাইলে পটল হবো
গরম ঝোলে ভেসে থাকবো।
তুমি চাইলে পটলের ঝোলে
ডুবাবো নিজের দেহ
তুমি চাইলে ডুবে ডুবে
পটলের স্বাদ চেক করবো।
আরো কত কি যে হবে,কে জানে।সারাদিন খালি বলে মেয়েরা ভালো না,আবার তুমি চাইলেই কত কিছু হয়ে যায়।আদিখ্যেতা 😝😝
টাপুর টুপুর নাটকের রাতুল ব্যানার্জীর বউয়ের নাম ছিল পায়েল। 😆
এখানে তুমি বলতে আমাদের বৌদী ই তো?
পটল চোখের পাগল হয়ে
পটল খাও বেশি,
নিয়মিত পটল খেয়ে
বোঝাও ভালোবাসি♥♥
পটল তোমার পূর্ণিমা চাঁদ
জ্যোৎস্না ভরা আলো,,
পটল তোমার দুঃসময়ে
দূর করে দেয় কালো।।
দাদা তোমার পটল কবিতা
লাগলো অনেক ভালো,
পটল দিয়ে এই সময়ে
নব প্রদীপ জ্বালো।
♥♥
god bless you
Hallo I was requesting for you to follow me and vote for me thank you.
আজ পটলের জীবনটা সার্থক। পটল নিয়ে এতো চমৎকার কবিতা আর কেউ লিখেছে কিনা আমার জানা নেই। দারুন হয়েছে দাদা।
দাদা কবিতাটা পড়ে বেশ মজা পেলাম । খুব মজা করে লিখেছেন পটল নিয়ে ।আমি জানি পটল যদি এটা জানতে পেতো , তবে খুব বেশি ধন্য হত ।ধন্যবাদ আপনাকে দাদা ।
দাদা আপনার কবিতা পড়ে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাওয়ার অবস্থা। পটলের যে এত রকমের রেসিপি হয় তা তো জানাই ছিল না। যাক ভালো হলো আপনার কবিতা থেকে পটল দিয়ে রেসিপি তৈরি করার বেশ কিছু আইডিয়া পাওয়া গেল।
দারুণ মজার একটা পটল ময় কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দাদা।
পটল চেরা তোমার চোখে হারিয়ে গেছি আজি
দুই একটা দিন সয়না দেরি ডাকতে চাইছি কাজী
পটল চেরা সু-নয়না আজ হয়ে যাও রাজী
তোমার জন্য রাখতে পারি এই জীবনও বাজী। 😀
এই কবিতাটি পড়ে লাগলো আমার বেশ
পটলের প্রতি বেড়ে গেলো আবেগ।
যেখাইনেই আমি পটল দেখবো
সেখানেই আমি পটল ধরে খাবো।
যদি ভাবে কেউ আমায় রাক্ষস
তখন থাকবে আমার আপসোস,,,,,,, 🤢🤢🤢🤢
দাদা,আপনার মজার কবিতাটি পড়ে হাসতে হাসতে আমি শেষ।তাছাড়া আমাদের বৌদি পটল সোনা,পটল চাঁদ,হি হি☺️☺️বেশ মজার কবিতা লিখেছেন আপনি।আবার ওদিকে পটল কনটেস্ট এর আয়োজন।
পটলের কবিতা পড়ে আমি বেশ ইনজয় করলাম। কবিতাটি পড়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল দাদা। আর পটল যদি জানতো তার দ্বারা এত রেসিপি তৈরি হয়। তাহলে পটল ধন্য হয়ে যেত। ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। মাঝেমধ্যে এমন আনন্দদায়ক কিছু আমাদের মাঝে শেয়ার করবেন।