একগুচ্ছ অণুকবিতা "ভবঘুরের ডাইরি"
Copyright-free Image source : Pixabay
একগুচ্ছ অণুকবিতা "ভবঘুরের ডাইরি"
💘
♡ ♥💕❤
বেলাবোস, সেই কবে ফোনে খুঁজেছিলাম তোমায়,
প্রহর শেষের এক বিষণ্ণ গোধূলি বেলায় ।
পাগলের মতো চিৎকার করে,
বলেছিলাম - চাকরিটা আমি আজ সত্যি পেয়েছি বেলা ।
কিছু বলো, উত্তর দাও ।
আবার হাতে হাত রেখে বন্ধ কেবিনে,
সুখস্বপ্নের নীড় বাঁধার ইচ্ছেটা ফেরাতে চাই ।
চাকরিটা শেষে আমি সত্যি পেয়েই গেলাম বেলা,
শুধু যার জন্য এতো চেষ্টা, এতো ব্যাকুলতা,
যাকে ঘিরে স্বপ্ন ছিল হাজার,
তাকে পেলাম না ।
সেদিন পাগলের মতো কত কথা বলেছিলাম,
চিৎকার করে কত স্বপ্নের কথা বলেছিলাম তবু,
তোমার কণ্ঠ নিরুত্তরই ছিল ।
একটা রুদ্ধ কান্নার অস্পষ্ট শব্দ শুধু
ধ্বনিত হয়েছিল টেলিফোনের ও প্রান্তে ।
চাকরিটা আমি পেয়েই গেলাম বেলা,
শুধু যার জন্য আমি পেতে চেয়েছিলাম,
তাকেই পেলাম না আর।
পার করে চলেছি শুধু হাজারো বিকেল,
রোদ্দুরহীন, উষ্ণতাবিহীন, বিষন্নতায় মোড়া ।
টেলিফোন বুথে যাই আজও ,
ডায়াল করি ২৪৪১১৩৯,
নিঃশব্দ ওপাশ, বেলাবোসের টেলিফোনটা আজ মৃত ।
জীবনের বাঁকে বাঁকে হাজারো অচেনা মানুষের ভিড়ে,
খুব চেনা হঠাৎ করে দু-এক জনকে পাওয়া ।
তারা তো অচেনাই ছিল, তবুও তো আজ আপনজনের মতোই প্রিয়।
আত্মীয় নয়, প্রেমিক বা প্রেমিকাও নয়, তাদের বলে বন্ধু।
♡ ♥💕❤
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
দারুণ বলেছেন দাদা, একদম হৃদয়ের অনুভূতিটা চমৎকারভাবে প্রস্ফুটিত হয়েছে।
জীবনের গতিতে, আলোতে কিংবা আধাঁরে
সাক্ষাতে, মেলা-মেশাতে, আবেগে-অনুভূতিতে,
কত চেহারা, কত হৃদয়, সংযোগে ভালোবেসে কাছে আসে,
অল্প সময়ে খুব বেশী আপন হয়ে উঠে, বন্ধুত্বের পরশে।
আসলে এই গানটি শুনলে খুব খারাপ লাগে। যার জন্য এত চেষ্টা করে চাকরিটা পাওয়া শেষ পর্যন্ত তাকেই পাওয়া হলো না। এই গানের কথাগুলো দিয়ে আপনি খুবই সুন্দর করে দাদা আজকের কবিতাটি লিখেছেন। কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে।
আসলে কিছু কিছু লোকজনের সাথে গভীরভাবে বন্ধুত্ব হয়ে যায় যে সব সম্পর্কের ঊর্ধ্বে চলে যায় সে সম্পর্ক। দ্বিতীয় অংশটুকু খুব চমৎকার হয়েছে।
আমাদের সমাজের বাস্তব চিত্র দাদা। চাকরী পেতে পেতে অনেক বেলারা হারিয়ে যায়।
এই কবিতা নিয়ে মন্তব্য করার দুঃসাহস আমার নেই । তবে এতোটুকু আমি বলতে পারি, আমার এই ছোট্ট জীবনে এইরকম এক বেলা বোসের সাক্ষাৎকার আমি পেয়েছিলাম । তবে যাইহোক বেলা বোসকে আমার কল্পনাতেই বেশ ভালো মানায় , বাস্তবে নয় ।
বেশ ভালোই লিখেছেন ভাই ।
God is great 😊🙏
কি বলবো দাদা বুঝতে পারছিনা! চাকরিটা ঠিকই পেয়ে গেলাম কিন্তু যে মানুষটাকে কাছে পাওয়ার দরকার ছিল তাকেই পেলাম না 🙂। চাকরি পাওয়ার পরে ঠিকই প্রিয়মানুষটা জীবন থেকেও যেমন করে হারিয়ে যায়। সাফল্যের শেষ পর্যন্ত কেউ পাশে থাকেনা, যে পাশে থাকে সেই তো প্রিয়জন। বন্ধুরা তো এমনি করেই আমাদের জীবনে এসে পড়ে। তারা আমাদের জীবনে আপনজনের মতোই প্রিয় ❤️
দাদা গানটির শুরুতেই আপনি বেলাকে কোন এক গোধূলি বেলায় খোঁজার আহ্বান জানিয়েছেন। পরবর্তীতে পাগলের মতো কত কথা বলেছে তার পরেও তার কণ্ঠে কোন উত্তর ছিল না । গান টির প্রত্যেকটি লাইনে খুব অর্থপূর্ণ।
দাদা গানটির নিচের লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
দাদা, একগুচ্ছ অণুকাবিতা পড়ে মনের ভিতর কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল কতটা বাস্তব কবিতা আপনি শেয়ার করেছেন। যেই বাস্তব অহরহ ঘটে যাচ্ছে প্রতিটা জায়গায়।চাকরি পাওয়ার কথাটা ভালোবাসার মানুষটিকে জানানো হলো, যার জন্য চাকরিটা খুব প্রয়োজন ছিল চাকরি ঠিকই হয়েছে কিন্তু বেলাকে আর পাওয়া হলো না। প্রথমের অণুকাবিতা টি হাজারো ভালবাসার মানুষের মনে কথা ফুটিয়ে তুলেছেন। সামান্য চাকরির জন্য ভালোবাসার মানুষটাকে হারাতে হয় এটাই বাস্তব চিত্র। অণুকাবিতা আমার খুবই ভালো লেগেছে তবে প্রথমের অণুকাবিতার এই অংশটি সত্যি খুব খুব ভাল লেগেছে।😊😊
ধন্যবাদ দাদা, আরো সুন্দর সুন্দর অনুকাব্য আমাদের মাঝে শেয়ার করেন সেই অপেক্ষায় রইলাম।
বেশ সুন্দর কবিতা,আসলেই যাকে পাওয়ার জন্য এই চাকরি,তাকেই পাওয়া হলো না।যাকে নিয়ে এত স্বপ্ন,আকাঙ্ক্ষা, যার সাথে হাতে হাত রেখে স্বপ্নসুখ বাধার কথা ছিলো সেই তো নেই আজ।সব মিলিয়ে অসাধারণ। আর আসলেই হাজারো মানুষের ভীরে দুই একজনকে পাওয়া যায়,সবচেয়ে মধুর সম্পর্ক, তা হলো বন্ধুত্ব। ধন্যবাদ
প্রথম কবিতার ঝলক আমার জীবনেও হয়তো উঁকি দেবে। ভালো লাগলো দাদা। বেশ লিখেছো। সবাই ভালো থেকো দাদা।আর এরকম আরও লিখতে থাকো।