"আমার বাংলা ব্লগের" সংস্কার উন্নতিসাধন উপলক্ষে আগামী মে মাসের ২৬ তারিখ সাধারণ আলোচনা - ০২

in আমার বাংলা ব্লগ9 months ago


"আমার বাংলা ব্লগ" হলো স্টিমিটের একমাত্র ভাষাভিত্তিক কমিউনিটি যেখানে বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষায় ব্লগ লেখা সমর্থন করে না । ভারতের পশ্চিমবঙ্গ, আসাম আর ত্রিপুরার মাতৃভাষা বাংলা, এছাড়াও বাংলাদেশের মাতৃভাষাও বাংলা । সমগ্র পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা । বাংলা আমাদের মাতৃভাষা । এই ভাষা পৃথিবীর সপ্তমস্থানীয় ভাষা ।

বাংলা ভাষায় ব্লগ লিখে আমরা যতটা তৃপ্তি পাই, এমন তৃপ্তি আর কোনো ভাষায় কি পাই ? পাই না । তাই স্টিমিটে ইংলিশের পরিবর্তে আমি সব সময় বাংলায় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি । ঠিক এমনটাই হয়ে থাকে ইন্ডিয়া আর বাংলাদেশের বাংলা ভাষাভাষী বাঙালিদের মধ্যে । তাই খুবই অল্প সময়ের মধ্যে স্টিমিটে নাম্বার ওয়ান পজিশনে চলে গিয়েছে "আমার বাংলা ব্লগ" ।

আগামী মাসে "আমার বাংলা ব্লগের" তিনটি বিষয় নিয়ে কমিউনিটির সকল অ্যাডমিন-মডারেটর এবং জেনারেল ইউজারদের মধ্যে একটা সাধারণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে । এই আলোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে "আমার বাংলা ব্লগ"- ডিসকোর্ড সার্ভারের #community-hangout চ্যানেলে ।

০১. আমার বাংলা ব্লগের সদস্যদের এক্টিভিটিস এর উপর ভিত্তি করে পয়েন্টস সিস্টেম চালু করা । অনেকটা Reddit এর Karma পয়েন্টস এর মতো । এই পয়েন্টস রিডেম্পশন করে বাড়তি রিওয়ার্ডস পাওয়ার ব্যবস্থা চালু করা ।

০২. কোয়ালিটিফুল এবং নিয়মিত ব্লগারদের বাড়তি Karma পয়েন্টস প্রদান করার সিস্টেম চালু করা ।

০৩. গেস্ট ব্লগারদের মধ্যে প্রত্যেক সপ্তাহে তিনজনকে বাছাই করে (পোস্টের কোয়ালিটি বিচার করে) একটিভ লিস্টে রাখা ।


আমার এই কমিউনিটি গড়ার প্রধান উদ্দেশ্যই ছিল আনন্দ পাওয়া । সেটাই এখন হ্রাস পেতে চলেছে । যদি নিত্য নতুন ব্লগার জয়েন না করেন তবে সেই কমিউনিটি একঘেঁয়ে হতে বাধ্য । এছাড়াও নিয়মনীতি অত্যন্ত কঠোর হলে ব্লগাররা হতাশ হয়ে পড়েন, সেটাও একটা বড় সমস্যা । সবশেষে, যদি ব্লগাররা নিজেদের মধ্যে বড়ো বেশি প্রতিযোগিতায় মেতে ওঠেন তবে কোয়ালিটিফুল পোস্ট এবং কমেন্ট হ্রাস পাবে, আর পক্ষান্তরে পোস্ট এবং কমেন্টের কোয়ান্টিটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে ।


এই সকল সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী ২৬শে মে রবিবার সন্ধ্যা ৭:৩০ টা (ভারতীয় সময়) এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে । "আমার বাংলা ব্লগ" এর ডিস্কোর্ড সার্ভারের Community Hangout চ্যানেলে কমিউনিটির সকল অ্যাডমিন, মডারেটর এবং ভেরিফায়েড ব্লগাররা আমন্ত্রিত । আলোচনার সময় সীমা ৩ ঘন্টা । আশা করছি, এই আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধানে পৌঁছতে পারবো আমরা ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 9 months ago 

নিঃসন্দেহে কমিউনিটির এটি একটি দারুণ উদ্যোগ। প্রতি মাসে এমন উন্মুক্ত আলোচনা সভার প্রয়োজন রয়েছে। এতে করে বিভিন্ন মতামত প্রকাশ করা যায় এবং অনেক সুন্দর বিষয় গুলো উঠে আসে। অনেক অজানা বিষয় গুলো জানা যায়।

 9 months ago 

নিঃসন্দেহে এটা কমিউনিটির জন্য দারুণ একটা উদ্যোগ, আশা করছি আগামী পর্বের মিটিংটি আরো সুন্দর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে এবং সকলের কাংখিত মতামত পাওয়া যাবে। ধন্যবাদ দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 9 months ago (edited)

গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আবারও কমিউনিটির আলোচনা করা হবে আগামী মাসে জেনে ভালো লাগলো। আশা করি এভাবে এই কমিউনিটির উন্নতি সাধন হবে। আর সকল ইউজারদের জন্য সুন্দর সুযোগ সুবিধা সৃষ্টি হবে। সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ দাদা।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 9 months ago 

খুবই চমৎকার একটি উদ্যোগ গ্রহণের জন্য আবারো সাধুবাদ জানাই প্রিয় দাদা। আগামী সভায় সকলের কাঙ্খিত মতামতের ভিত্তিতে খুবই চমৎকার কিছু সিদ্ধান্ত আসবে,আশা করি।
প্রত্যাশা রাখছি সকলের মতামতের ভিত্তিতে দারুন কিছু হবে।

 9 months ago 

দাদা সুন্দর একটি ভার্চুয়ালি আলোচনা সভার ডাক দিয়েছেন। আশা করি, এই আলোচনা সভায় প্রত্যেক ইউজার তাদের নিজ নিজ মতামত তুলে ধরবেন। তাছাড়া এই কমিউনিটিতে স্বাচ্ছন্দভাবে ও আনন্দদায়ক ভাবে কাজ করতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে প্রত্যেকের মতামত পাবো। আমি মনে করি বাংলা ভাষায় লেখালেখি করার একটি অন্যতম কমিউনিটি হচ্ছে, আমার বাংলা ব্লগ। দাদা আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনার জন্য দোয়া রইল দাদা। ধন্যবাদ দাদা আপনাকে।

 9 months ago 

দাদা পরবর্তী সভার আলোচ্য বিষয় গুলো সম্পর্কে জেনে ভীষণ ভালো লাগলো। এই উদ্যোগ গুলো যদি বাস্তবায়ন করা হয়,তাহলে প্রতিটি ইউজার নিজের এক্টিভিটি বৃদ্ধি করার জন্য এবং কোয়ালিটিফুল পোস্ট করতে আরও উৎসাহী হবে। আশা করি পরবর্তী সভা আমরা চমৎকার ভাবে সম্পন্ন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।