আমার বাংলা ব্লগের দ্বিবর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের বিশেষ পুরস্কার : নিজের অনুভূতি শেয়ারsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিগত ১১ই জুন ২০২৩ ছিল "আমার বাংলা ব্লগের" দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট । আপনারা জানেন আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই দু'বছরে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা ও বাংলাদেশ সময় রাত ন'টায় আমার বাংলা ব্লগের ডিস্কোর্ড সার্ভারে হ্যাংআউট অনুষ্ঠিত হয়ে আসছে ।

এটি হলো আমাদের সাপ্তাহিক হ্যাংআউট । মাসে ৪টি হ্যাংআউট হয়ে থাকে স্বাভাবিক নিয়মে । এছাড়াও বছরের কিছু বিশেষ দিনগুলিতে বৃহস্পতিবার ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনেও হ্যাংআউট হয়ে থাকে । সেই হিসেবে বছরে ৪৮ টা হ্যাংআউট এর পরিবর্তে ৫২-৫৫ টা হ্যাংআউট হয়ে থাকে বছরে । এই যেমন এই বছর ১০০ তম হ্যাংআউট উপলক্ষে বিশেষ হ্যাংআউট অনুষ্ঠিত হলো । তারপর ১১ জুন থেকে ১৩ জুন অব্দি টানা তিনদিন ধরে বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট অনুষ্ঠিত হলো । এছাড়াও ঈদ, পুজো বা বিশেষ দিন উপলক্ষে বিশেষ হ্যাংআউট অনুষ্ঠিত হয়ে থাকে ।

এই হ্যাংআউট কে এবার অনেকগুলি সেগমেন্টে বিভক্ত করা হয়েছিল । একদিনে না করে মোট তিনদিন ধরে এবারের বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট অনুষ্ঠিত হয়েছে । প্রথম দিন অর্থাৎ ১১ জুনের অনুষ্ঠানের সময় ছিল ২ ঘন্টা, ১২ জুন ছিল ২ ঘন্টার এবং ১৩ জুন ছিল ৪ ঘন্টার । তাই তিনদিন মিলিয়ে এবার আমাদের হ্যাংআউট এর মোট সময় ছিল ৮ ঘন্টার । ১১ই জুন ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় ঠিক আটটা তিরিশে বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট শুরু হয়ে গেলো । এই লাইভ অনুষ্ঠানে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ১০০ এর অধিক ছিল ।


≋ সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি ≋


꧁প্রথম দিবস꧂

ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১১ জুন ২০২৩, ভারতীয় সময় রাত সাড়ে আটটা

𓇻 শুভেচ্ছা বক্তব্য, প্রতিষ্ঠাতা-সহকারী প্রতিষ্ঠাতা ও এডমিন-মডারেটর।

𓇻 কমিউনিটির সদস্যদের অনুভূতি শোনা।

𓇻 লোগো কনটেস্ট রেজাল্ট প্রকাশ।

𓇻 প্রতিযোগিতা ৩৮ তম পর্বের ফলাফল প্রকাশ।

𓇻 প্রতিযোগিতা ৩৯ তম পর্বের ফলাফল প্রকাশ।

𓇻 কমিউনিটির সর্বোচ্চ এক্টিভিটিসকারীদের অ্যাওয়ার্ড প্রদান।

𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে।


"আমার বাংলা ব্লগের" দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট সম্পর্কে আমার ধারাবাহিক পোস্ট লেখা শুরু করেছি আজ থেকে। প্রতিটা সেগমেন্টের অতি সংক্ষিপ্ত বর্ণনার সাথে আমার নিজস্ব অনুভূতি ও চিন্তাভাবনা শেয়ার করে চলেছি । আর সেই সাথে প্রত্যেকটা সেগমেন্টে যে বিশেষ পুরস্কার রাখা হয়েছিল আমার তরফ থেকে সেগুলোও দেওয়া শুরু করেছি । ইতিমধ্যে বর্ষপূর্তিকে সামনে রেখে আয়োজিত দুটি বিশেষ কনটেস্ট এর রেজাল্ট এনাউন্সমেন্ট আর পুরুষ্কার প্রদান সম্পন্ন করেছি ।

আমাদের কমিউনিটির এই বিশেষ ১০০ তম হ্যাংআউট এ অনেক টাইপের পুরস্কার রাখা হয়েছিল । প্রধান ধরণ -

০১. কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটরদের পক্ষ থেকে
০২. কমিউনিটির ফাউন্ডারের পক্ষ থেকে

এবার আসি কি কি টাইপের পুরস্কার রাখা হয়েছিল -

০১. ভয়েস এয়ারড্রপ : হ্যাংআউট এ যাঁরা জয়েন করেছিলেন তাঁদের জন্য অ্যাডমিন/মডারেটরদের পক্ষ থেকে মোট ৫০ স্টিম ভয়েস এয়ারড্রপ রাখা হয়েছিল, আর আমার তরফ থেকে মোট ৩০০ স্টিম । সর্ব মোট ৩৫০ স্টিম ভয়েস এয়ারড্রপ ।

০২. টেক্সট এয়ারড্রপ : হ্যাংআউট এ জয়েন করে যাঁরা আমাদের ডিসকোর্ড সার্ভারের টেক্সট চ্যানেলে চ্যাট করছিলেন তাঁদের জন্য কমিউনিটির অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে মোট ১০০ স্টিম আর আমার তরফ থেকে মোট ৬০০ স্টিম, সর্বমোট ৭০০ স্টিম টেক্সট এয়ারড্রপ রাখা হয়েছিল ।

০৩. হ্যাংআউট কুইজ : এই কুইজ কন্টেস্টে অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে ৫০ স্টিম আর আমার তরফ থেকে ৫০ স্টিম কুইজ প্রাইজ রাখা হয়েছিল । সর্বমোট ১০০ স্টিম ।

০৪. কমিউনিটিতে নিজেদের অনুভূতি শেয়ার : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৪০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ৮০ স্টিম । সর্বমোট ১২০ স্টিম ।

০৫. কমিউনিটির এন্টারটেইনমেন্ট পর্বে কবিতা আবৃত্তি : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৫০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ১০০ স্টিম । সর্বমোট ১৫০ স্টিম ।

০৬. কমিউনিটির এন্টারটেইনমেন্ট পর্বে সঙ্গীত পরিবেশন : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৯০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ১৮০ স্টিম । সর্বমোট ২৭০ স্টিম ।

০৭. সিরিজ giveaway : আমার তরফ থেকে কমিউনিটির ডিসকোর্ড সার্ভারের # giveaway চ্যানেলে আয়োজিত করা হয় এই বিশেষ giveaway সিরিজের। ধারাবাহিকভাবে তিনদিনে সর্বমোট ১২টি giveaway দেওয়া হয় যার মোট প্রাইজমানি ছিল ৬০০ স্টিম এর ।

০৮. স্পেশ্যাল এয়ারড্রপ : কমিউনিটির অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে কমিউনিটির ডিসকোর্ড সার্ভারের # giveaway চ্যানেলে আয়োজিত করা হয় এই বিশেষ এয়ারড্রপ এর । তিনদিনে মোট ৭টি সিরিজ এয়ারড্রপ । মোট পার্টিসিপেন্ট ছিল ৫০+ জন প্রতিটা এয়ারড্রপে। মোট পুরস্কার ছিল ৪০০ স্টিম ।


হ্যাংআউট এর একটি পর্ব সাজানো হয়েছিল "আমার বাংলা ব্লগ" এবং "কমিউনিটির হ্যাংআউট" সম্পর্কে কয়েকজন বাছাইকৃত ইউজারদের পক্ষ থেকে তাঁদের অনুভূতিগুলো শেয়ার করা নিয়ে । খুব সুন্দরভাবে কমিউনিটি সম্পর্কে একে একে সর্বমোট ৮ জন ইউজার তাঁদের ব্যক্তিগত মতামত, চিন্তাভাবনা, আবেগ এবং অনুভূতিগুলি শেয়ার করলেন ।



আজ আমি আমার পক্ষ থেকে সেই ০৮ জন ইউজারকে কমিউনিটির বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট এ তাঁদের অনুভূতি ও মূল্যবান মতামত শেয়ার করার জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করলাম ।


হ্যাংআউটে নিজের অনুভূতি শেয়ার


অনুষ্ঠিত : ১১ই জুন ২০২৩, রবিবার

মোট অংশগ্রহণকারী : ০৮

মোট বিজয়ী : ০৮

পুরস্কার : প্রত্যেককে ১০ স্টিম করে মোট ৮০ স্টিম


বিজয়ী এবং পুরস্কার ঘোষণা


ABB Anniversary Hangout - "Sharing Feelings & Thoughts" :: Places & Prizes


STEEMIT IDPRIZE
@nilaymajumder10 STEEM
@emranhasan10 STEEM
@selinasathi110 STEEM
@limon8810 STEEM
@monira99910 STEEM
@tasonya10 STEEM
@bristy110 STEEM
@pujaghosh10 STEEM

পুরস্কার প্রদান সম্পন্ন


ABB Anniversary Hangout - "Sharing Feelings & Thoughts" :: Prize Distribution


DateFromToAmountUnitMemo
2023-06-22, 13:21amarbanglablogpujaghosh10.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2023-06-22, 13:20amarbanglablogbristy110.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2023-06-22, 13:20amarbanglablogtasonya10.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2023-06-22, 13:20amarbanglablogmonira99910.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2023-06-22, 13:19amarbanglabloglimon8810.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2023-06-22, 13:19amarbanglablogselinasathi110.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2023-06-22, 13:19amarbanglablogemranhasan10.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2023-06-22, 13:18amarbanglablognilaymajumder10.000STEEMABB Anniversary Special Hangout Event Prize

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২০ ট্রন জমানো (Today's target : To collect 520 trx)


তারিখ : ২২ জুন ২০২৩

টাস্ক ৩০৩ : ৫২০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : aa7d7a4f5ba1714915aeef2b4d7c6b21f31f44e8ad8e7a49a9a7a901addc1912

টাস্ক ৩০৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বিশেষ হ্যাংআউট এর মধ্যে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গঠিত তিনটি হ্যাংআউটই অনেক বেশি আনন্দঘন ছিল। সত্যি বলতে সেই তিন দিন মুহূর্তগুলো সবার সাথে পার করতে পেরে খুব ভালো লেগেছিল। তাছাড়াও বিভিন্ন রকম সেগমেন্টের মাধ্যমে ভিন্নভাবে আয়োজন করা হয়েছে বলেই সবাই এত বেশি উপভোগ করেছে। তার মাঝে কিছু ইউজারদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেয়া হয়েছিল। সে ইউজারদের মধ্যে আমি থাকতে পেরে সত্যিই খুব ভালো লেগেছিল। যদিও তার পূর্বে একশতম হ্যাংআউটের সময় আমি নিজের অনুভূতি শেয়ার করার জন্য ইনভাইটেশন পেয়েছিলাম । আর এবার আবারও সুযোগ পেয়ে সত্যিই খুব ভালো লেগেছে। আমার বাংলা ব্লগ মানে ভালোলাগার একটা জায়গা। আর সেই ক্ষেত্রে অনুভূতিগুলো কখনো মুখে প্রকাশ করে বোঝানোর মত নয়। সর্বোপরি সব কিছুতেই আপনি সকল ইউজারদের কথা সবসময় চিন্তা করেন। আর এক্ষেত্রে আপনার তরফ থেকে আবারও পুরস্কার পেয়ে খুব ভালো লাগলো দাদা।

 2 years ago 

নতুনের মিশেলে পুরাতনরাও, এটাই ছিলো এবারের অনুভূতি প্রকাশের আকর্ষণ। নতুনরা যেমন সুযোগ পেয়েছে তেমনি যারা বহুদিন ধরে আমার বাংলা ব্লগের সাথে জুড়ে আছেন তারাও সুযোগ পেয়েছেন। অভিনন্দন সবাইকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সত্যি দাদা এবারে দ্বিতীয় বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান বেশ উপভোগ করেছি। বিশেষ করে বাছাইকৃত ইউজারদের মধ্যে অনুভূতি শেয়ার করার জন্য নিজের নাম দেখে খুবই ভালো লেগেছিল। কারণ এই বিষয়টা আমার জন্য অনেক বড় পাওয়া। আর সেই উপলক্ষে আজকে আপনার কাছ থেকে পুরস্কার পেয়ে আরো বেশি ভালো লাগলো। দাদা আপনার জন্যই আমরা এত কিছুর আয়োজনের আনন্দ অনুভূতি নিতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরও দারুন ভাবে তৃতীয় বর্ষ উদযাপন করব।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটে আমাকে আমার নিজের অনুভূতি শেয়ার করার সুযোগ দিয়েছেন এজন্য আমি সবার কাছেই অনেক কৃতজ্ঞ। আসলে কিছু কিছু অনুভূতি হয়তো বলে প্রকাশ করা যায় না। তবে মনে প্রানে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক ভালোবাসি। আমাকে পুরস্কার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 2 years ago 

আমার বাংলা ব্লগের দ্বিবর্ষপূর্তিতে অনেকেই খুব চমৎকার ভাবে অনুভূতি শেয়ার করেছে। আসলে ভালোবাসার জায়গায় সবাই সবার সর্বোচ্চটা দিয়ে আগলে রেখেছে আমার বাংলা ব্লগ কে। অনেক ধন্যবাদ দাদা যারা অনুভূতি শেয়ার করেছে তাদেরকে বিশেষ পুরস্কার দেওয়ার জন্য।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

আমাদের প্রাণপ্রিয় কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে,বেশ কয়েকজন ইউজার তাদের অনুভূতি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। সবার কথাগুলো দারুণ লেগেছে আমার কাছে। তাদের সবাইকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দাদা আমার বাংলা ব্লগের দ্বিবর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের দিন গুলো ভুলার মত নয়। তিনদিন আমরা প্রচুর আনন্দ করেছি। সবাই খুবই উৎসাহ নিয়ে অনুষ্ঠানে অংশ গ্রহন করেছিল। সবাই হ্যাংআউটে নিজের অনুভূতি শেয়ার করতে না পারলে ডিস্কোর্ডের মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেছে। বরাবরের মত আপনার প্রাইজ পেয়ে সবাই অনেক খুশি হয়েছে। ধন্যবাদ দাদা।

 2 years ago 

এবারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানটি অনেক চমৎকার ভাবে অনুষ্ঠিত হয়েছে এবং ইউজারদের জন্য রয়েছিল অনেক বড় একটি অ্যামাউন্ট এর রিওয়াড। আশা করছি সবাই এই বিষয়গুলো অনেক উপভোগ করেছেন। সবকিছু সম্ভব হয়েছে একমাত্র আপনার জন্য দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।