Indian Museum ভ্রমণ -পর্ব ৩১
Indian Museum ভ্রমণ -পর্ব ৩১
পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ৩০
শুভ সকাল বন্ধুরা,
কেমন আছেন আপনারা এই শীতের শেষের ক'টা দিনে ?
আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন ।
খুব শীঘ্রই শুরু হচ্ছে আমার অণুগল্প পর্ব গুলি । এক একটা পর্বে ২০০-২৫০ শব্দের মধ্যে এক একটি গল্প শেষ করবো ভাবছি । বর্তমানে বিভিন্ন ফেসবুক গ্রুপে এই অণুগল্পের ছড়াছড়ি । এই গল্পগুলি ছোট গল্পের চাইতেও ছোট হয়ে থাকে । দ্রুত পড়া যায় । আর পড়তে বেশ ভালোই লাগে ।
আজকের পর্বে থাকছে মেরিন লাইফ এর চতুর্থ এপিসোড। ভারত মহাসাগরীয় অঞ্চল, আরব সাগর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন সামুদ্রিক প্রাণীকুলের সংরক্ষিত স্টাফ করা দেহ এখানে শেয়ার করা হলো ।
আমাদের আজকের এপিসোডে যে সব সামুদ্রিক প্রাণীবর্গের স্টাফ করা দেহ থাকছে সেগুলো হলো :
১. হাঙর
২. ইন্দো প্যাসিফিক সেইলফিশ (Indo-Pacific sailfish)
৩. চিতল মাছ
৫. ইলিশ মাছ
৬. পাঙ্গাস মাছ
৭. রয়না মাছ
৮. ভেটকি মাছ
৯. বোয়াল মাছ
১০. সিলভার কার্প
১১. আড় মাছ
১২. ব্ল্যাবারলিপ স্ন্যাপার
১৩. টাইগার শার্ক
তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !
এই দুটি মাছ কিন্তু দুই প্রজাতির হাঙর । একটি হলো চ্যাপ্টা মাথা হাঙর আর একটির হলো টর্পেডোর মাথা । ভারী অদ্ভুত দেখতে এদের । আগে কোনোদিনও দেখিনি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
সুন্দর দেখতে এই মাছটির নাম হলো ইন্দো প্যাসিফিক সেইলফিশ (Indo-Pacific sailfish) । নৌকার পালের মতো এদের পিঠে সুন্দর বৃহৎ পাখনা আছে । বেগুনি রঙের ফুঁটকি যুক্ত এই পালের ন্যায় পাখনার জন্যই এদের নাম হয়েছে সেইলফিশ । এদের দেখতে অনেকটাই সোর্ডফিশের মতো । অনেক লম্বা ঠোঁট এদের । এদের উপরের ঠোঁটটি অনেক লম্বা , প্রায় ৫ ফিট । নিচের ঠোঁটটা কিন্তু মাত্র ১ ফিট ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এবার আমাদের চিরপরিচিত দেশি মাছের মেলা । দেখুন টি চিনতে পারেন কি না ? চিতল মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, রয়না মাছ, ভেটকি মাছ, বোয়াল মাছ, সিলভার কার্প এবং আড় মাছ । এই মাছ গুলি আমাদের পুকুর, হ্রদ, খাল-বিল এবং নদীতে পাওয়া যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ব্ল্যাবারলিপ স্ন্যাপার । দেখতে অনেকটা দাঁতনে ভোলার মতো। কিন্তু আকারে বিশাল, ওয়েট প্রায় ১০০ কিলোর মতো ।এই মাছের পটকার বিশাল দাম । দামি মাছ বলা যায় এদের । পিঠের উপরে কাঁটাযুক্ত পাখনা আছে । আর এরা রাক্ষুসে শিকারী মাছ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
হাঙ্গর । সমুদ্রের সব চাইতে মারাত্মক শিকারী আর হিংস্র প্রাণী হলো শার্ক বা হাঙর । এটি একটি টাইগার শার্ক ।প্রত্যেক বছর বহু মানুষ টাইগার শার্কের কবলে পড়ে মৃত্যুবরণ করে থাকে । সব টাইগার শার্ক-ই মানুষখেকো হয়ে থাকে । এই টাইগার শার্কের পেটের মধ্যে পাওয়া কিছু মানুষের গয়না ও ব্যবহার্য জিনিসের ফোটোটা নিচে দেয়া হলো ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
অনুগল্পের অপেক্ষায় থাকলাম ভাই । আমার মনেহয় একদম শেষে যে ছবি আছে , মানে যে গহনা গুলো দেখছি, এগুলো সম্ভবত হাঙ্গরের পেট থেকে পাওয়া গেছে , ঠিক বলেছে কি ভাই ?
দেখতে দেখতে, ৩১ পর্বের ফটোগ্রাফি গুলো দেখতে পেলাম। এই ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে দেখার সুযোগ হল। বিশেষ করে নৌকার পাল এর মত এই ফিস আমার খুবই ভালো লেগেছে। অসম্ভব সুন্দর আমি এই প্রথম দেখলাম। আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর ভাবে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
https://steemit.com/youtube/@bluecashew/how-do-i-get-1000-views-for-free-on-youtube-in-12-hours-only
আজকে অনেকদিন পর অপরিচিত জিনিসের মাঝে পরিচিত জিনিস গুলো দেখে অনেক ভালো লাগলো। এখানে বেশিরভাগ মাছের সাথে পরিচিত আমার। তবে যেগুলো মাছের সাথে অপরিচিত সেগুলো দেখা তো দূরে থাক আজকেই নাম শুনলাম। আজকে আপনার পোস্ট এর মাঝে অনেক কিছু জানলাম ও শিখলাম দাদা। আপনার পোস্ট মানে সেখান থেকে কিছু গ্রহণ করা। অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে অজানা এই বিষয়গুলো শেয়ার করার জন্য।
আজকের 30 তম পর্বের বিভিন্ন ধরনের নাম-না-জানা এস্টাপ করা মাছ এর সাথে পরিচয় করিয়ে দিলেন খুবই ভালো লাগলো। তবে এই মাছটিকে সেইলফিশ বলেছিলেন সত্যি খুব দারুন। ঠুট অনেক লম্বা দেখতেও খুব দারুণ লাগছিল আর সব মিলিয়ে 30 তম এপিসোড এসে নাম না জানা অনেক মাছ দেখলাম জানলাম এবং আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম দাদা।
আজকের পর্বে মেরিন লাইফ এর চতুর্থ এপিসোড এর ভারত মহাসাগরীয় অঞ্চল, আরব সাগর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন সামুদ্রিক প্রাণীকুলের সংরক্ষিত সামুদ্রিক প্রাণীবর্গের স্টাফ করা সব গুলোই অমায়িক ছিল ।এর মধ্যে বেশি ভাল লেগেছে যে দেহগুলো তা হলো :
ইন্দো প্যাসিফিক সেইলফিশ (Indo-Pacific sailfish)
৩. চিতল মাছ
৫. ইলিশ মাছ
৭. রয়না মাছ
৮. ভেটকি মাছ
৯. বোয়াল মাছ
১১. আড় মাছ
১২. ব্ল্যাবারলিপ স্ন্যাপার
১৩. টাইগার শার্ক
Indian Museum ভ্রমণ -পর্ব প্রতিটি অসাধারন ও দামী ছিল ।একটিও বাদ দেইনি ।আশা করি সামনের পর্ব গুলোও বাদ দিবোনা । ধন্যবাদ দাদা এতো পর্ব সুযোগ করে দেওয়ার জন্য ।
দাদা অণুগল্পের পর্বের জন্য তো আমার তর সইছেনা।তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি।
টাইগার শার্ক নিয়ে অনেক কিছু পড়েছি,আজ দেখলাম।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
অসাধারণ ছিল সবগুলো ছবি 😍
বিশেষ করে টাইগার শার্ক আমার ভীষণ ভালো লাগে ☺️ তাছাড়া অন্যান্য মাছগুলো বেশ দারুন ছিল ♥️ আমরা সৌভাগ্যবান দাদা 💚
আজকের এপিসোডে যে সব সামুদ্রিক প্রাণীবর্গের স্টাফ করা দেহ তুলে ধরেছেন সেগুলো এর আগে কখনো দেখিনি। প্রত্যেকটি ফটোগ্রাফস অনেক সুন্দর হয়েছে দাদা। ইন্দো প্যাসিফিক সেইলফিশ এই মাছটি আমার কাছে খুবই ভালো লেগেছে। মাছটি দেখতে সত্যিই অনেক সুন্দর। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই মাছটির সৌন্দর্য অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন দাদা। দারুন কিছু প্রাণীর স্টাফ করা দেহ আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।
জি দাদা ভালো একটি প্রসঙ্গ অনুগল্প পড়তে পাঠকের ও অনেক আগ্রহ হবে।আর আজকের এপিসোড এ অসাধারণ কিছু মাছের ছবি দেখলাম।আজকের ইন্দো মাছ টি দেখে বেশ ভালই লাগলো।এরকম জে কত সুন্দর মাছ আছে আমরা জানিয় না।ধন্যবাদ দাদা আপনার বদৌলতে আমরাও দেখতে পাচ্ছি আজ।