আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটের বিশেষ পুরস্কার : নিজের অনুভূতি শেয়ার

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

Birthday_4.png

Banner Design : @hafizullah


বিগত ১১ই জুন ২০২৫ ছিল "আমার বাংলা ব্লগের" চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট । আপনারা জানেন আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই চার বছরে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা ও বাংলাদেশ সময় রাত ন'টায় আমার বাংলা ব্লগের ডিস্কোর্ড সার্ভারে হ্যাংআউট অনুষ্ঠিত হয়ে আসছে ।

এটি হলো আমাদের সাপ্তাহিক হ্যাংআউট । মাসে ৪টি হ্যাংআউট হয়ে থাকে স্বাভাবিক নিয়মে । এছাড়াও বছরের কিছু বিশেষ দিনগুলিতে বৃহস্পতিবার ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনেও হ্যাংআউট হয়ে থাকে । সেই হিসেবে বছরে ৪৮ টা হ্যাংআউট এর পরিবর্তে ৫২-৫৫ টা হ্যাংআউট হয়ে থাকে বছরে । এই যেমন গত ১১ জুন থেকে ১৩ জুন অব্দি টানা তিনদিন ধরে বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট অনুষ্ঠিত হলো । এছাড়াও ঈদ, পুজো বা বিশেষ দিন উপলক্ষে বিশেষ হ্যাংআউট অনুষ্ঠিত হয়ে থাকে ।

চতুর্থ বর্ষপূর্তির এই বিশেষ হ্যাংআউট কে এবারও যথারীতি অনেকগুলি সেগমেন্টে বিভক্ত করা হয়েছিল । একদিনে না করে মোট তিনদিন ধরে এবারের বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট অনুষ্ঠিত হয়েছে । প্রথম দিন অর্থাৎ ১১ জুনের অনুষ্ঠানের সময় ছিল ২ ঘন্টা, ১২ জুন ছিল ২ ঘন্টার এবং ১৩ জুন ছিল ৩ ঘন্টার । তাই তিনদিন মিলিয়ে এবার আমাদের হ্যাংআউট এর মোট সময় ছিল ৭ ঘন্টার । ১১ই জুন ঘড়ি ধরে কাঁটায় কাঁটায় ঠিক আটটা তিরিশে বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট শুরু হয়ে ছিলো। এই লাইভ অনুষ্ঠানে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ এর অধিক ছিল ।


≋ সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি ≋


꧁প্রথম দিবস꧂

ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১১ জুন ২০২৫, ভারতীয় সময় রাত সাড়ে আটটা

𓇻 ভার্চুয়ালি কেক কাটা উৎসব পালন

𓇻 অফিসিয়াল থিম সং প্লে করা

𓇻 শুভেচ্ছা বক্তব্য : প্রতিষ্ঠাতা-সহকারী প্রতিষ্ঠাতা ও এডমিন-মডারেটর

𓇻 কমিউনিটির কয়েকজন সিলেক্টেড সদস্যদের থেকে কমিউনিটি সম্পর্কে তাঁদের অনুভূতি শেয়ার

𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে কুইজ কনটেস্ট

𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে



"আমার বাংলা ব্লগের" চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট সম্পর্কে আমার ধারাবাহিক পোস্ট লেখা শুরু করেছি আজ থেকে। প্রতিটা সেগমেন্টের অতি সংক্ষিপ্ত বর্ণনার সাথে আমার নিজস্ব অনুভূতি ও চিন্তাভাবনা শেয়ার করে চলেছি । আর সেই সাথে প্রত্যেকটা সেগমেন্টে যে বিশেষ পুরস্কার রাখা হয়েছিল আমার তরফ থেকে সেগুলোও দেওয়া শুরু করেছি । ইতিমধ্যে বর্ষপূর্তিকে সামনে রেখে আয়োজিত তিনটি বিশেষ কনটেস্ট এর রেজাল্ট এনাউন্সমেন্ট হয়ে গিয়েছে আর পুরুষ্কার প্রদানও অতি শীঘ্রই সম্পন্ন করা হবে ।

আমাদের কমিউনিটির এই বিশেষ হ্যাংআউট এ অনেক টাইপের পুরস্কার রাখা হয়েছিল । প্রধান ধরণ -

০১. কমিউনিটির অ্যাডমিন এবং মডারেটরদের পক্ষ থেকে
০২. কমিউনিটির ফাউন্ডারের পক্ষ থেকে

এবার আসি কি কি টাইপের পুরস্কার রাখা হয়েছিল -

০১. কনটেস্ট প্রাইজ : বর্ষপূর্তির বিশেষ কন্টেস্টে (AI দিয়ে গ্রাফিক্স ডিজাইন) যাঁরা অংশগ্রহণ করেছিলেন তাঁদের জন্য কমিউনিটির পক্ষ থেকে মোট ১০০০ .০০ স্টিম পুরস্কার রাখা হয়েছে ।

০২. হ্যাংআউট কুইজ : বিশেষ এই কুইজ কন্টেস্টে অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে ৫৫ স্টিম আর আমার তরফ থেকে ১০০ স্টিম কুইজ প্রাইজ রাখা হয়েছিল । সর্বমোট ১৫৫ স্টিম ।

০৩. কমিউনিটিতে নিজেদের অনুভূতি শেয়ার : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৫০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ২০০ স্টিম । সর্বমোট ২৫০ স্টিম ।

০৪. কমিউনিটির এন্টারটেইনমেন্ট পর্বে কবিতা আবৃত্তি ও শ্রুতি নাটক : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৮০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ৪০০ স্টিম । সর্বমোট ৪৮০ স্টিম ।

০৫. কমিউনিটির এন্টারটেইনমেন্ট পর্বে সঙ্গীত পরিবেশন : এই সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে পুরস্কার ছিল ৫০ স্টিম আর আমার পক্ষ থেকে ছিল ২৫০ স্টিম । সর্বমোট ২৯০ স্টিম ।

০৬. সিরিজ giveaway : কমিউনিটির তরফ থেকে কমিউনিটির ডিসকোর্ড সার্ভারের # general chat চ্যানেলে আয়োজিত করা হয় এই বিশেষ giveaway সিরিজের। ধারাবাহিকভাবে তিনদিনে সর্বমোট ৩৭টি giveaway দেওয়া হয় যার মোট প্রাইজমানি ছিল ১,০৫০ স্টিম এর ।

০৭. স্পেশ্যাল এয়ারড্রপ : কমিউনিটির অ্যাডমিন/মডারেটরদের তরফ থেকে কমিউনিটির ডিসকোর্ড সার্ভারের # giveaway চ্যানেলে আয়োজিত করা হয় এই বিশেষ এয়ারড্রপ এর । তিনদিনে অনেকগুলি সিরিজ এয়ারড্রপ ছিল। মোট পার্টিসিপেন্ট ছিল ৫০+ জন প্রতিটা এয়ারড্রপে। মোট পুরস্কার ছিল ১১০০ স্টিম ।


হ্যাংআউট এর একটি পর্ব সাজানো হয়েছিল "আমার বাংলা ব্লগ" এবং "কমিউনিটির হ্যাংআউট" সম্পর্কে কয়েকজন বাছাইকৃত ইউজারদের পক্ষ থেকে তাঁদের অনুভূতিগুলো শেয়ার করা নিয়ে । খুব সুন্দরভাবে কমিউনিটি সম্পর্কে একে একে সর্বমোট ৫ জন ইউজার তাঁদের ব্যক্তিগত মতামত, চিন্তাভাবনা, আবেগ এবং অনুভূতিগুলি শেয়ার করলেন ।



আজ আমি আমার পক্ষ থেকে সেই ৫ জন ইউজারকে কমিউনিটির বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট এ তাঁদের অনুভূতি ও মূল্যবান মতামত শেয়ার করার জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করলাম ।


হ্যাংআউটে নিজের অনুভূতি শেয়ার


অনুষ্ঠিত : ১১ই জুন ২০২৫, বুধবার

মোট অংশগ্রহণকারী : ৫

মোট বিজয়ী : ৫

পুরস্কার : প্রত্যেককে ৫০ স্টিম করে মোট ২৫০ স্টিম (অ্যাডমিন/মডারেটরদের পক্ষ থেকে অলরেডি প্রত্যেককে ১০ স্টিম করে মোট ৫০ স্টিম পাঠানো হয়েছে )


বিজয়ী এবং পুরস্কার ঘোষণা


ABB Anniversary Hangout - "Sharing Feelings & Thoughts" :: Places & Prizes


STEEMIT IDPRIZE
@joniprins40 STEEM
@nazmul0140 STEEM
@jamal740 STEEM
@bdwomen40 STEEM
@riyadx240 STEEM

পুরস্কার প্রদান সম্পন্ন


ABB Anniversary Hangout - "Sharing Feelings & Thoughts" :: Prize Distribution


DateFromToAmountUnitMemo
2025-07-04, 17:51rmeriyadx240.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2025-07-04, 17:51rmebdwomen40.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2025-07-04, 17:50rmejamal740.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2025-07-04, 17:50rmenazmul0140.000STEEMABB Anniversary Special Hangout Event Prize
2025-07-04, 17:49rmejoniprins40.000STEEMABB Anniversary Special Hangout Event Prize

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 days ago 

আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটে অল্প সময়ের মধ্যে নিজের অনুভূতি শেয়ার করার চেষ্টা করেছি। আসলে এই অনুভূতি শেয়ার করে শেষ করা যাবে না। আমার বাংলা ব্লগ আমার জীবনের একটি অধ্যায়, একটি অংশ। দাদার পক্ষ থেকে বিশেষ পুরস্কার পেয়ে ধন্য হয়েছি। ধন্যবাদ প্রিয় দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 2 days ago 

অভিনন্দন সবাইকে আজকে যারা প্রতিষ্ঠাতার পক্ষ হতে বিশেষ প্রাইজ পেলেন, এবারের আয়োজনটি সত্যি বেশ আনন্দময় ও উৎসবমুখর ছিলো।

 2 days ago 

অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, আপনার কাছ থেকে প্রাইস পেয়ে খুব ভালো লাগলো। তাছাড়া এবারের আয়োজন ছিল খুবই জমকালো এবং উৎসবমুখর। সকলের জন্য শুভকামনা রইল দাদা।

এবিবি এর চতুর্থ বর্ষপূর্তি র বিশেষ হ্যাংআউট এর বিশেষ পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তবে দুঃখের বিষয় হল আমি এই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি।

 2 days ago 

আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে যারা নিজেদের অনুভূতি শেয়ার করেছিল তাদেরকে পুরস্কৃত করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। শ্রদ্ধেয় দাদা আপনার দেয়া পুরস্কার মানেই সীমাহীন আনন্দ ভালোবাসার ছোঁয়া।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 days ago 

এবারের অনুষ্ঠান অনেক সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে সকল ইউজাররাও অনেক বেশি আনন্দিত হয়েছে। এ সকল সার্থকতা শুধুমাত্র আপনার জন্যই হয়েছে দাদা। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সেই সাথে যারা অনুভূতি শেয়ার করেছেন তাদের জন্য শুভকামনা।

 2 days ago 

দাদা এবারও আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট অনুষ্ঠান চমৎকার হয়েছে। তবে সুযোগ পেয়ে নিজের মনের ভাব এবং অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি। আর এই ধরনের অনুভূতিগুলো বলেও শেষ করা যাবে না। আর দাদা আপনার থেকে গিফট পেয়ে সত্যি খুব আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ দাদা যেন হাজার বছর বেঁচে থাকেন আমাদের মাঝে।