হ্যাপী নিউ ইয়ার ২০২২

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


Image source & credit : Copyright & Royalty Free Image Sharing Website piXabaY


আর মাত্র কয়েকটি ঘন্টা । তারপরেই ২০২১ সালের পরিসমাপ্তি । আসছে নতুন বছর । ২০২২ । "আমার বাংলা ব্লগ"-এর তরফ থেকে সবাইকে জানাই

হ্যাপি নিউ ইয়ার ২০২২

২০২১ সাল ছিলো করোনার ভয়াবহতার নির্মম নিষ্ঠুর একটি বছর । এই বছরের পরিসমাপ্তির জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলাম । কবে যে ২০২১ শেষ হবে, কবে যে করোনা শেষ হবে - এটাই ছিল আমাদের একমাত্র চাওয়া । "করোনা", এখন আতঙ্কের অপর নাম, আমরা সবাই কায়মনোবাক্যে এ কথা স্বীকার করি । মানব জাতির বিগত ১০০০ বছরের ইতিহাসে সর্বাধিক বিপর্যয়ের কারণ হলো এই "করোনা"। ২০২১ সালে পুরো পৃথিবী ছিলো মৃত্যু উপত্যকা (death valley) । এখন, ২০২১ সালের পুরোটা জুড়ে ছিলো অবিরত মৃত্যু মিছিল, অবিরাম রক্ত ক্ষরণ ধরিত্রীর বুকে ।

বিগত দু'বছর ধরে সমগ্র পৃথিবীর মানুষ চরম বিপদের মধ্যে দিন অতিবাহিত করেছে, এখনো করছে । খোলা হাওয়ায় বুক ভরে নিঃশ্বাষ নেওয়া এখন সুদূর কল্পনাহত । এই আঁধারের শেষ কোথায় ? যতবড় অন্ধকার নেমে আসুক না কেন আঁধার তো একদিন কেটে যাওয়ারই কথা ।অথচ, কই এখনো তো আলোর দিশা খুঁজে পাওয়া গেলো না ।

কিন্তু, আমরা আশা ছাড়িনি । ২০২০ গেলো, ২০২১ গেলো । এখনও আশায় বুক বাঁধি । ২০২২ -এ হয়তো এই আঁধার কেটে যাবে । আলোর নিশানা আমরা ঠিকই খুঁজে পাবো , দুর্যোগের এই রাত কেটে নবসূর্যের আলোয় চারিদিকে উদ্ভাসিত হয়ে উঠবেই, উঠবে ।

"রাত্রির শেষে দেখি এখনো আঁধার, আলোর নিশানা আমি খুঁজি বার বার "

শুভ ২০২২


Sort:  
 3 years ago 

হ্যাপি নিউ ইয়ার দাদা।নতুন বছরে সবকিছু নতুনভাবে শুরু হোক আমাদের সকলের জীবনে।সব ভয়াবহতা দূরে সরে নতুনের আনন্দে মেতে উঠুক সবার জীবন।সব আঁধার কেটে গিয়ে আলোর উন্মোচন হোক সবার জীবনে ।তাছাড়া বৌদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক নতুন বছরের আগমনে। সকলের জীবন অনেক শুভ হোক আগামীর পথ চলাতে।হ্যাপি নিউ ইয়ারে টিনটিন বাবুর জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা রইলো💝💝।দাদা, বৌদির সুস্থতার জন্য ও আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

দাদা ও দাদার পরিবারের সকলের জন্য রইল নতুন বছরের শুভকামনা। আর দোয়া করি যেন দাদা ও দাদার পরিবারের সকলে ভালো থাকে পুরো বছর। আরও দোয়া করি পুরো পৃথিবীর সকলের জন্য, সকলের নেক ইচ্ছা যেন পুরন হয়।

 3 years ago 

নতুন বছরের শুভেচ্ছা রইলো দাদা। ২০২১ সালটা যা গেল তা বলার বাইরে। কত মানুষ যে তার প্রিয়জনকে হারিয়েছে। কত মানুষ কর্ম হারিয়েছে। তবু জীবন থেমে নেই। প্রকৃতি চলছে তার আপন নিয়মে। হয়তো এই বছর টাও এভাবে লড়াই করে বাঁচতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা তারপরও সুস্থ্ স্বাভাবিক করে দিক আমাদের এই ধরণী। প্রকৃতি ফিরে পাক তার চিরচেনা রূপ।

 3 years ago 

আপনার মত আমরাও ও আশাবাদী। ২০২২ সাল আমাদের জন্য আলোয় ভরিয়ে তুলবে, থাকবেনা কোন অন্ধকার এই প্রত্যাশা আমাদের সকলের।

বিগত বছরগুলি ছিল সকলের জন্যই অত্যন্ত চ্যালেঞ্জিং। তারপরও সকলেই গভীর রাতের পরে উজ্জল সূর্যের অপেক্ষায় চেয়ে আছে। হয়তো 2022 হবে সেই অতি আকাঙ্ক্ষিত বছর। নতুন বছরের শুভেচ্ছা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

জি দাদা একদম ঠিক কথা বলেছেন ২০২১ সালে আমরা অনেক প্রতিকূল পরিবেশ কাটিয়ে এসেছি যেখানে আমাদের সবচেয়ে বড় হুমকি ছিল করোনাভাইরাস যেটা আমরা মোটামুটি কাটিয়ে এসেছি। আমরা সবাই কামনা করি ২০২২ সালে আমাদের আরও কল্যাণ হবে এবং আমাদের জীবনকে আরো সুন্দর ভাবে উপভোগ করতে পারব।
আপনাকে ২০২২ সালের শুভেচ্ছা🥳🥳

 3 years ago 

হ্যাঁ, করোনাভাইরাস বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর কিছু হয়েছে এবং এটি প্রিয়জন এবং আমাদের খুব কাছের মানুষকে হারিয়ে অনেক জীবনকেও বদলে দিয়েছে, আশা করি এই 2022 এই ভাইরাস থেকে মুক্ত এবং সুখী হওয়ার জন্য সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আবার

আমি আশা করি এই বছরটি আপনার ব্যবসায় অনেক সমৃদ্ধির মধ্যে একটি হবে এবং বিক্রয় 5 এবং তার বেশি দ্বারা গুণিত হবে যাতে আপনার ব্যবসা দ্রুত প্রসারিত হয়, এবং আমি আপনার এবং আপনার পরিবারের জন্য একটি স্বাস্থ্যকর বছর কামনা করি, আমি আশা করি আপনার স্ত্রী তনুজার উন্নতি হবে তার স্বাস্থ্য এবং আমাদের সেই হাসি দিতে পারে যা তিনি প্রতিটি প্রকাশনায় ভাগ করেন।

 3 years ago 

নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইল দাদা আপনার ও আপনার পরিবারের জন্য। বৌদি জন্য দোয়া রইল বৌদি অতি শীঘ্রই সৃষ্টিকর্তার দোয়ায় সুস্থ হয়ে ওঠেন।

IMG20211231183843.jpg

 3 years ago 

"রাত্রির শেষে দেখি এখনো আঁধার, আলোর নিশানা আমি খুঁজি বার বার "

দাদা আপনাকে সর্বপ্রথম জানাতে চাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার দাদা। নতুন বছর আমাদের জীবনে নতুন আলোর সঞ্চার করবে এই কামনাই করি। দাদা আপনি অনেক সুন্দর করে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। আমাদের পুরনো বছরের যত গ্লানি মুছে যাক পুরনো বছরের সাথে সাথেই এই কামনা করি। সবকিছু স্বাভাবিক হয়ে আমরা যেন আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি এটাই প্রত্যাশা। অন্ধকার রাতের শেষে আমরা আবার ভোরের আলোর দেখা পাব এই প্রত্যাশায় আজও দিন গুনছি। হয়তো সেই দিন আর খুব বেশি দূরে নয়। আমরা খুব তাড়াতাড়ি হয়তো সেই নতুন আলোর দেখা পাবো। দাদা আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রাত্রির শেষে দেখি এখনো আঁধার, আলোর নিশানা আমি খুঁজি বার বার

যথার্থ ভাইয়া। নতুন বছরের শুভেচ্ছা রইলো আপনার জন্য।