ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ০৫ (০৮-০৬-২৩ থেকে ১৪-০৬-২৩)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ০৫ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @tauhida


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@tauhida$25 UPVOTE★বৃষ্টির ভিতর কাজ ও বৃষ্টিতে ভেজা★
02@tauhida$25 UPVOTE★মজাদার ডিমের কোরমা রেসিপি★

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম তৌহিদা আফরোজ রত্না । জাতীয়তা : বাংলাদেশী । বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বসবাসরত । প্রফেশন - Housewife । বিবিবাহিতা, একটি সন্তান রয়েছে । শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন কমপ্লিট । শখ : ক্র্যাফটিং, অরিগ্যামি ও রান্না করা। এছাড়াও খেতে এবং ঘুরতে ভালোবাসেন । ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের এপ্রিল মাসে - মোট ২ বছর ০৩ মাস হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

sc-01.png
sc-02.png


তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


thumb-05.png

★ব্যাগ হাতে রঙীন কাগজ দিয়ে একটি মেয়ে তৈরি★...... by @tauhida • 6 June 2023

আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি পুতুল তৈরি করে দেখাবো…

এই DIY প্রজেক্টটি অসম্ভব ভালো হয়েছে । আমারও খুব ভালো লাগে রঙিন কাগজ কেটে-কুটে আঠা দিয়ে এই ধরনের DIY প্রজেক্ট বানাতে । তৌহিদা ম্যাডাম এখানে রঙিন কাগজ দিয়ে একটি মনোরম পেপার ক্র্যাফট তৈরী করেছেন - "ছোট্ট মেয়ের হাতে একটি ব্যাগ" । পুরোটাই উনি বিভিন্ন রঙিন কাগজ ভাঁজ করে এবং কেটে বিভিন্ন অংশ আলাদা করে তৈরী করে পরে আঠা দিয়ে জুড়েছেন । একদম লাস্ট ধাপে আর্ট পেন দিয়ে পুতুলটির নাক, মুখ, চোখ এঁকে দিয়েছেন । প্রত্যেকটা ধাপের ছবি সহ নিখুঁত বর্ণনা রয়েছে । এক কথায় অসাধারণ একটি DIY প্রজেক্ট ।


ছবিটি তৌহিদার ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumb-01.png

★আলু ও পটল দিয়ে মলা মাছের শুঁটকি রেসিপি★...... by @tauhida • 08 June 2023

আজকে আমি শুটকি মাছের মজাদার একটি রেসিপি শেয়ার করব। সব সময় তো লইট্টা শুটকি মাছই খাওয়া হয়। এর আগে কখনো লইট্টা শুঁটকি ছাড়া…

আমাদের ফ্যামিলি বাঙাল হওয়া সত্ত্বেও মাত্র কিছুদিন পূর্বেও শুঁটকি খাইনি আমি । মাত্র বছর খানেক হলো আমি শুঁটকীর স্বাদ গ্রহণ করেছি । শুনেছি বাঙালদের খুবই প্রিয় খাবার এই শুঁটকি । আমার বাড়ির কাছেই একটা সুপার শপে পাওয়া যায় শুঁটকি । আমি চিংড়ি, লোটে আর পমফ্রেট মাছের শুঁটকি খেয়েছি । স্বাদ ভালোই । তবে রান্নার সময় বেশ গন্ধ ছড়ায় চারিদিকে । তখন মুখে মাস্ক পরে বসে থাকি । উরি বাপ্ ! সে কী গন্ধ রে বাবা । মলা মাছ অর্থাৎ, মৌরালা মাছের শুঁটকি কখনো খাওয়া হয়নি । তৌহিদা ম্যাডাম সেই মলা মাছেরই শুঁটকি রান্নার মজাদার সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন এই পোস্টে । মৌরালা বা মলা মাছ এমনিতেই দারুন সুস্বাদু মাছ, তাই তার শুঁটকিও ভালো লাগবেই মাস্ট । তৌহিদা ম্যাডাম এর রেসিপির আমি এবং আমার ওয়াইফ দারুন ভক্ত । ঝকঝকে ছবি সহ রান্নার প্রত্যেকটা স্টেপ খুব সুনিপুণভাবে শেয়ার করেছেন আমাদের সাথে । এক কথায় অসাম একটি রেসিপি ।


ছবিটি তৌহিদার ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumb-04.png

★কালো কলমের একটি সুন্দর আর্ট★...... by @tauhida • 10 June 2023

আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে আজ হাজির হয়ে গিয়েছি। আজকে অনেকদিন পরে আবার ব্লাকপেন দিয়ে এ আর্টটি করেছি…

এটি একটি সাদা-কালো জ্যামিতিক আর্ট । শুধুমাত্র একটি ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে আঁকা । সম্পূর্ণ জ্যামিতিক এই নকশাটি আমাকে মুগ্ধ করেছে । জ্যামিতি আমার হট ফেভারিট সাবজেক্ট ছিল ছাত্র জীবনে । তাই আরো বেশি ভালো লেগেছে । একটি ষড়ভুজের ছ'টি বহু সংলগ্ন ত্রিভুজের মধ্যে দুটি ভিন্নমুখী ঈষৎ স্পাইরাল একগুচ্ছ রেখার মাধ্যমে দারুন একটি নকশা ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে । আর ষড়ভুজের ঠিক কেন্দ্রে রশ্মিচ্ছটা এঁকে দিয়েছেন খুবই নিপুন হস্তে । সংক্ষিপ্ত এই সুন্দর জ্যামিতিক আর্টের প্রত্যেকটা স্টেপও খুবই যত্নের সাথে তুলে ধরেছেন তৌহিদা ম্যাডাম । এক কথায় চমৎকার একটি জ্যামিতিক আর্ট এটি ।


ছবিটি তৌহিদার ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumb-03.png

★বোয়াল মাছের মজাদার রেসিপি★...... by @tauhida • 12 June 2023

আজ আমি আবার আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে বোয়াল মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো…

বোয়াল মাছ আমি খাই না । আসলে খেতে পারি না আর কি । বার কয়েক তাও চেষ্টা করেছি, কিন্তু গন্ধ লাগাতে খেতে পারিনি । তবে, আজকের এই বোয়াল মাছের রেসিপিটি দেখে আরো একবার ট্রাই করার ইচ্ছে জেগেছে মনে । এই ভাবে রান্না করলে মনে হচ্ছে বোয়ালের গন্ধ তো লাগবেই না, বরং খেতে খুব টেস্টি হবে । রেসিপিটি দারুন লেগেছে আমার কাছে । যা বুঝলাম বোয়ালের রেসিপিতে পেঁয়াজ কুচি আর আদা-রসুনের পেস্ট লাগবেই । খুব বেশি মশলা ইউজ করেননি তৌহিদা ম্যাডাম । যেটা আমার কাছে খুবই ভালো লাগে বরাবর । একদম ক্লিয়ার আর ডিটেইলড ফোটোগ্রাফি সহ রান্নার প্রতিটা স্টেপ শেয়ার করেছেন উনি এই পোস্টে । এক কথায় দুর্দান্ত হয়েছে রেসিপিটি ।


ছবিটি তৌহিদার ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumb-02.png

★সাদা কাগজ ও টিস্যু দিয়ে একটি বিড়াল তৈরি★...... by @tauhida • 14 June 2023

আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে দেখাবো। আজকে আমি সাদা কাগজ ও টিস্যু দিয়ে একটি বিড়াল তৈরি করেছি…

এটি আরো একটি দুর্দান্ত DIY প্রজেক্ট তৌহিদা ম্যাডাম এর । এটাও পেপার ক্র্যাফটিং । তবে, এবার আর কোনো রঙিন পেপার ইউজ করা হয়নি, বরং প্লেইন সাদা কাগজ আর টিস্যু পেপার ইউজ করা হয়েছে । সাদা কাগজ আর টিস্যু পেপার দিয়ে ম্যাডাম তৈরী করেছেন খুব সুন্দর একটি বিড়াল । বিড়ালটির বডি সাদা কাগজ কেটে তৈরী করে তার ওপর টিস্যু পেপার কেটে আঠা দিয়ে জুড়ে তৈরী হয়েছে, সাদা কাগজ রোল করে তার ওপর টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে বিড়ালের গোঁফ তৈরী হয়েছে । আর সব শেষে ব্ল্যাক ও ব্লু পেন দিয়ে বেড়ালের মুখ, নাক আর চোখ আঁকা হয়েছে । ক্র্যাফটিং এর প্রত্যেকটা স্টেপ ফোটোসহ তুলে ধরা হয়েছে । অসাধারণ হয়েছে কাগজ ও টিস্যু পেপারের তৈরী এই বিড়ালের ক্র্যাফট আর্ট ।


ছবিটি তৌহিদার ব্লগ থেকে নেওয়া হয়েছে


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২০ ট্রন জমানো (Today's target : To collect 520 trx)


তারিখ : ২১ জুন ২০২৩

টাস্ক ৩০২ : ৫২০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 899aba0b35f46465e487751094fbfc745d406f3d05b3e536ffcea1bddf5e17ea

টাস্ক ৩০২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন দাদা যার কারণে নিজের পোস্টগুলো সম্বন্ধে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেলাম। আসলে দাদা আপনার মুখ থেকে নিজের পোস্ট সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে এভাবে বর্ণনা শুনলে সত্যি কাজ করার প্রতি উৎসাহ অনেক বেড়ে যায়। আর আমার রেসিপি আপনার আর বৌদির কাছে ভালো লাগে এটা আবার অনেকদিন পরে শুনে সত্যি খুবই ভালো লাগছে দাদা। আর পোস্টগুলো ডিটেলসে এত সুন্দর ভাবে তুলে ধরেছেন সত্যি আমি পড়ে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনি ছাড়া এত সুন্দর বর্ণনা কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। অনেক ভালো লাগলো দাদা নিজের নামটি এখানে দেখতে পেয়ে।অসংখ্য ধন্যবাদ দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 last year 

গত সপ্তাহের ফাউন্ডার চয়েজ এর মাধ্যমে নির্বাচিত সপ্তাহের সেরা ইউজারটির পোস্টগুলো নিঃসন্দেহে ইউনিক ছিল। আর এ কারণেই তিনি ফাউন্ডার চয়েসের মাধ্যমে সপ্তাহের সেরা ব্লগার হতে পেরেছিলেন। আর ফাউন্ডার চয়েজটি নিঃসন্দেহে যথার্থ ছিল।

 last year 

আসলে দাদা এটি আপনার দারুন একটি উদ্যোগ যার কারণে অনেকেই ব্লগার অব দ্যা উইক ফাউন্ডার্স চয়েস হতে পারছে । আর আপনি তাদের পোস্টগুলো দারুণভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করছেন । যেটি আরো বেশি ভালো লাগছে । আপনার উদ্যোগগুলো সবসময়ই অসাধারণ হয় এটি ও তার ব্যতিক্রম নয় । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 last year 

অনেক ভালো লেগেছে তৌহিদা আপুকে এই সপ্তাহে ব্লগার অব দা উইক ফাউন্ডার চয়েস করার জন্য। আপুর সবগুলো রিভিউ পড়েছি বেশ ভালো লেগেছে তাছাড়া ক্রাফট এবং অরিগ্যামি গুলো অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ দাদা খুব সুন্দরভাবে তৌহিদা আপুর বিস্তারিত আমাদের সাথে তুলে ধরার জন্য। তৌহিদা আপুর জন্য শুভকামনা রইল।

 last year 

দারুন ভাবে বিশ্লেষণটা আপনি আমাদের মাঝে শেয়ার করলেন দাদা। আপনার এই উদ্যোগটি গ্রহণ করার পর থেকে কমিউনিটিতে সকলের মধ্যে যেন আরো সুন্দর সুন্দর পোস্ট করার আগ্রহ বৃদ্ধি পেয়ে গিয়েছে।

Posted using SteemPro Mobile

 last year 

তৌহিদা আপু অনেক ভালো একজন মানুষ। সেই শুরু থেকেই অফ্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং নিজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরছেন। বিশেষ করে আপুর তৈরি করা রেসিপি পোস্টগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। শুটকি মাছ আমারও খুবই প্রিয়। মলা মাছের শুটকি খেতেও বেশ ভালো লাগে। অনেক অনেক ভালো লাগলো দাদা আপনার এই পোস্ট পড়ে।