You are viewing a single comment's thread from:

RE: ক্রিটিভ রাইটিংঃ মধ্যবিত্ত মানুষের জীবন||

in আমার বাংলা ব্লগ6 months ago

মধ্যবিত্ত মানুষের জীবনের কঠিন বাস্তবতা সত্যিই অবর্ণনীয়। প্রতিদিনের সংগ্রাম, সীমাবদ্ধতার মধ্যে থেকেও পরিবারের খরচ চালানো, সন্তানের আবদার পূরণ করা, সব কিছুই যেন এক অনন্ত যুদ্ধ। অন্যদিকে, যারা আর্থিকভাবে সুখী, তাদের কাছে এসব চ্যালেঞ্জগুলো অজানা।এই বাস্তবতা, সমাজের অবিচার, আর তাদের অদৃশ্য সংগ্রাম সত্যিই মনে দাগ কাটে। জীবনটা যতই কঠিন হোক, মধ্যবিত্ত মানুষ এক ধরনের অদম্য সাহস নিয়েই তার পথ চলতে থাকে।

Sort:  
 6 months ago 

ঠিক বলেছেন ভাইয়া জীবনটা যতই কঠিন হোক মধ্যবিত্ত মানুষ এক ধরনের অদম্য সাহস নিয়ে তার পথ চলতে থাকে।