দীর্ঘ দিন পর প্রিয় প্রতিষ্ঠানে গিয়েছিলাম ঘুরতে
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০৭ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং
আমার শিক্ষা জীবন টা শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানটি থেকে। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক নং খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ডে অবস্থিত। আমাদের মিঠাপুকুর উপজেলার মধ্যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা। প্রথমে এই প্রতিষ্ঠানটি শুধু মাত্র মেয়েদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ছেলে মেয়ে উভয় কে এই প্রতিষ্ঠানের মধ্যে পাঠদান করা হয়। এই প্রতিষ্ঠানটি গ্ৰামের একদম প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত।এক সময় এই জায়গার মধ্যে ছিল না কোন ধরনের ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান, তাই বাংলাদেশের একজন জনপ্রিয় স্কলার কাজী মুহাম্মাদ ইব্রাহিম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি ২০০৭ সালে প্রতিষ্ঠিা করা হয়।
যখন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়, তখন সেই বছরেই এই প্রতিষ্ঠানটির মধ্যে প্রচুর পরিমাণে ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে যায়। প্রথম অবস্থায় মেয়েদের জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত চালু করা এবং অপরদিকে ছেলেদের জন্য প্রথমে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু করা হয়েছিল। যাইহোক, আমি এই প্রতিষ্ঠানটির একদম শুরুর দিকের একজন ছাত্র।আমি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হ ওয়ার পর পরই এই প্রতিষ্ঠানটির মধ্যে ভর্তি হয়েছিলাম। প্রতিষ্ঠান টি আমার বাসার একদম পাশেই অবস্থিত।দুরুত্ব খুবই অল্প। প্রায় এক থেকে দেড় শ মিটার হবে।আমি এই প্রতিষ্ঠানটির হাত ধরেই আমার শিক্ষা জীবনের সুচনা করি। এই প্রতিষ্ঠানটির মধ্যে আমার হাজারো স্মৃতি।যে স্মৃতি গুলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মনে থাকবে। আসলে এসব স্মৃতি কখনো ভোলার মতো নয়।
আমার বাড়ির পাশেই এই প্রতিষ্ঠানটি হ ওয়া সত্ত্বেও প্রায় তিন থেকে চার বছর ধরে এই প্রতিষ্ঠানটির মধ্যে প্রবেশ করা হয়নি। তবে, এই প্রতিষ্ঠানটির সামন দিয়ে প্রায় প্রতিদিনই যাতায়াত করা, কিন্তু ভিতরে প্রবেশ করা হয়নি। গত দুই দিন আগে ভাবছিলাম যে, আমি আমার এই স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানের মধ্যে ঘুরতে যাবো। দীর্ঘ দিন ধরে তেমন একটা যাওয়া হচ্ছিল না। যাইহোক, আমি এবং আমার সাথে দুই জন পুরাতন বন্ধু নিয়ে চলে গেলাম এই প্রতিষ্ঠানটির মধ্যে। আমরা যখন এই প্রতিষ্ঠানটির মধ্যে পড়াশোনা করছিলাম তখন এই প্রতিষ্ঠানটি ছিল টিনের বেড়ার তৈরি। কিন্তু বর্তমান বাংলাদেশ আকিজ গ্রুপের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানটি চাকচিক্য ভাবে তৈরি করা হয়। আকিজ গ্রুপ আমাদের গ্ৰামের মধ্যে এতো সুন্দর একটি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন, এটা আসলেই আমাদের জন্য খুবই উপকারী।
যখন আমাদের এই এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানটি ছিল না, তখন আমাদের এলাকার মানুষদের কে অনেক দুরের কোন প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে পড়াশোনা করতে হতো।এটা তখন আমাদের কাছে অনেক বেশি কষ্টকর ছিল। কিন্তু এই দুঃখ কষ্ট দুর করে দিয়েছে আমাদের এই বেগম রোকেয়া মাদ্রাসা। এখন আর আমাদের এলাকার ছেলে মেয়েদের কে দুরে কোথাও গিয়ে পড়াশোনা করতে হয় না। যাইহোক, আমরা মাদ্রাসার মধ্যে গিয়ে বেশ কিছু সময় ধরে ঘোরাফেরা করছিলাম। আমরা গিয়েছিলাম একদম বিকাল বেলা। বিকাল বেলা মাদ্রাসা একদম ফাঁকা ছিল। ছিল না কোন ছাত্র ছাত্রী আবার ছিল না কোন শিক্ষক।সব গুলো ক্লাস রুম একদম বন্ধ ছিল। আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে ঘোরাফেরা করলাম। ঘোরাঘুরি করে বুঝতে পারলাম এখন আমাদের মাদ্রাসার অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আর আগের মতো নেই।
তারা এখন মাদ্রাসা ক্যাম্পাস টি খুবই সুন্দর করে সাজিয়ে তুলেছে। প্রতিষ্ঠানের চারদিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছে। ফুলের গাছ গুলোর জন্য মাদ্রাসা টি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তবে, আমাদের এই প্রতিষ্ঠানটির ক্যাম্পাস টি খুবই ছোট। তারা এই ছোট্ট জায়গা টি সাজিয়ে গুছিয়ে অনেক বেশি সুন্দর করে তোলার চেষ্টা করেছে।যা দেখতে অনেক বেশি ভালো লাগছে। আমরা বেশ কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করার পর বাসায় চলে আসি। বেশ দারুন একটি সময় উপভোগ করেছিলাম সেদিন আমরা।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
নাম পড়ে তো কনফিউজড হয়ে গিয়েছিলাম ভাই। যেহেতু ছেলে-মেয়ে উভয়েরই পড়ার সুযোগ রয়েছে প্রথম দিক থেকেই, তবে নামটা পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হলো আমার। যাই হোক, সময়ের সাথে সাথে বেশ ভালোই উন্নতি হয়েছে প্রতিষ্ঠান টির, সেটি জেনেও ভালো লাগলো। ছোট হলেও বেশ গোছানো এবং পরিপাটি দেখে ভীষণ ভালো লাগলো।