আধুনিকতার ছোঁয়ায় কৃষি খাতে কৃষকদের সফলতা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ১৭ ই জানুয়ারি ২০২৪ ইং
এমন একটি সময় ছিল যখন কৃষকেরা প্রতি বছর কৃষি কাজ করে অনেক টা লসের সম্মুখীন হতেন। কিন্তু বর্তমান সময়ে সব কিছু একদম পরিবর্তন হয়ে গিয়েছে। এখন কৃষকেরা তাদের জমি গুলোর মধ্যে যে কোন ধরনের জিনিস পত্র চাষ করলে অনেক বেশি লাভবান হতে পারছেন। আগেকার দিনে কৃষকেরা জমি আবাদ করেছিল অনেক বেশি, কিন্তু ফসলের ফলন হতো অনেক বেশি। কিন্তু বর্তমান সময়ে কৃষকেরা অল্প কিছু পরিমাণ জমি আবাদ করে এবং অধিক পরিমাণ ফসল উৎপাদন করে থাকে। যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন। যতই দিন যাচ্ছে ততই বেশি ফসলের উন্নতি সাধন হচ্ছে।
ফসল উৎপাদন বৃদ্ধির মূল কারণ হলো কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার। কৃষি খাতে প্রযুক্তির ব্যবহারের ফলে জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে। এটা আসলেই প্রতিটি কৃষকের জন্য খুবই উপকারী। আগের মানুষেরা যখন কোন ধরনের ফসল আবাদ করতেন, ফসল চাষ করার জন্য যে পানি গুলো ব্যবহার করা হতো, সে গুলো মূলত হাত দিয়ে কুপ থেকে বালতি কিংবা যে কোন ধরনের পাতিল ব্যবহার করে পানি সেচ দেয়া হতো। কিন্তু এই আধুনিকতার যুগে এর সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। এখন জমিতে পানি সেচ করার জন্য বড় বড় ধরনের সেলো মেশিন ব্যবহার করা হয়।
আর এই সেলো মেশিন গুলোর মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ জমিতে পানি সেচ দেয়া সম্ভব। এটা আসলেই আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে গিয়েছে।অতীতে এতো বেশি সুবিধা ছিল না। এছাড়া ও অতীতের তুলনায় বর্তমান সময়ে বেশি ফসল উৎপাদন হ ওয়ার অন্যতম কারণ হচ্ছে উন্নত মানের কীটনাশকের ব্যবহার। বর্তমান সময়ে ফসলের রোগ বালাই বৃদ্ধি পেলেও আমাদের দেশের আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের কীটনাশক তৈরি হচ্ছে।আর এই কীটনাশক ব্যবহারের ফলে ফসলের জমি থেকে সকল ধরনের রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।
যারা কৃষির সাথে দীর্ঘ দিন ধরে সম্পৃক্ত আছেন, তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন। আসলে আমি দীর্ঘ দিন ধরে আমার সাথে কৃষির সাথে সম্পৃক্ত আছি, তাই আমি কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কৃষি বিষয়ে মোটামুটি ভালোই একটি অভিজ্ঞতা রয়েছে আমার। যাইহোক, আমি আমার এই অল্প বয়সে কৃষি খাতে অনেক বেশি পরিবর্তন দেখতে পেরেছি।আর এই পরিবর্তন আমাদের দেশের কৃষকদের জন্য ভালোর জন্য হয়েছে। আমরা সকলেই অবগত আছি যে, যে দেশের কৃষি খাত যত বেশি উন্নত, সে দেশ তত বেশি উন্নত। ধীরে ধীরে আমাদের দেশের কৃষি খাত উননতীর দিকে এগিয়ে যাচ্ছে।এটা আসলে আমাদের সকলের জন্য ভালো।
আমি চাই আমাদের দেশের প্রতিটি কৃষক একসাথে এবং এক যোগে আমাদের দেশের কৃষি খাত কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক।এতে করে আমাদের সকলের জন্য সুফল বয়ে আসবে। অতীতের তুলনায় বর্তমানে কৃষকেরা যে পরিমাণ লাভবান হচ্ছেন, আশা করছি ভবিষ্যতে আরো বেশি লাভবান হতে পারবো আমরা।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
এখন কৃষি কাজে বেশ অনেক উন্নতি সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি কৃষি কাজের আধুনিকতা দেখে আমরা মুগ্ধ হই। আগে অনেক পরিশ্রম করতে হতো এখন কিন্তু বেশি পরিশ্রম করা বেশি মানুষের প্রয়োজন হয় না। এজন্য অনেক সুবিধা ভোগ করে আমাদের কৃষকেরা।
কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদের পদ্ধতির এই বিবর্তন সত্যিই প্রশংসনীয়। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধি ও দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয়েছে। এমন উন্নয়নশীল প্রচেষ্টা আমাদের দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্রামীণ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।আজকে আমাদের মাঝে এত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অনেক ভালো লাগলো ভাই আপনার এত সুন্দর অনুভূতি দেখে। বর্তমান সময়ে আমাদের কৃষি খাতে বেশ ব্যাপক পরিবর্তন এসেছে আধুনিক যন্ত্রপাতির জন্য। তবে কৃষিকাজগুলো আরো সহজ করে নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। জানোয়ার এর মধ্য দিয়ে ভাল ফলন পাওয়া যায়।
সত্যিই বর্তমানে প্রযুক্তির উন্নয়নের জন্য কৃষিকাজে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে। এই উন্নয়ন চাষীদের কিন্তু লাভের মুখ দেখিয়েছে। তাছাড়াও বর্তমানে আমাদের এদিকে মজুরের যে দাম সেই অনুপাতে ফসলের দাম হয় না ফলে হাতে চাষাবাদ করলে অনেক লোকসান হত। কিন্তু বর্তমানে নানান উন্নত মানের কীটনাশক ব্যবহার করা হয় বলে ফলন বেশি। চাষিরা লাভের মুখ দেখলেও এই কীটনাশকের ফলে খাবারগুলো কিন্তু আর আগের মত পুষ্টিতে পরিপূর্ণ নেই। এই সমস্ত খাবার খেয়ে লভ্যাংশ মাথায় নিয়ে আমরা ক্রমশ রোগগ্রস্ত জীবনের দিকে পাড়ি দিচ্ছি। আসলে আমাদের বর্তমানে এত লোক সংখ্যা বেশি যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এর তফাৎটা অনেক বেড়ে গেছে। একেক সময় এত কিছু দেখলে নিজেকে অসহায় মনে হয়।