দীর্ঘ প্রচেষ্টার পর জমিতে পানি সেচ প্রকল্প বাস্তবায়ন হলো
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ১৯ ই মার্চ ২০২৫ ইং
এই আধুনিকতার যুগে কৃষি খাত থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম একদম আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলছে। বিশেষ করে আমাদের দেশের কৃষি খাত বেশ কয়েক বছর ধরে আধুনিকতার ছোঁয়া পেয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছে।এটা আসলেই আমাদের দেশের প্রতিটি কৃষকের ঘাম ঝরানো শ্রমের কারণে সম্ভব হয়েছে। যাইহোক, অতীতে যখন আমাদের দেশের মানুষেরা কোন ধরনের ফসল চাষ করেছিলেন, তখন তারা বিভিন্ন ধরনের কুপ ব্যবহার করে জমিতে পানি সেচ দিতেন। কেননা, তখন ছিল না কোন ধরনের আধুনিক প্রযুক্তির মেশিন এবং মটর। তখন তারা সকলেই অনেক বেশি পরিশ্রম করে জমিতে পানি সেচ করেছিলেন। কিন্তু সময়ের পরিবর্তনের কারণে এখন সকল কিছু একদম সহজ হয়ে গিয়েছে।
যাইহোক, বর্তমান সময়ে আমাদের দেশের প্রতিটি কৃষি পরিবারের মধ্যে রয়েছে একটি করে পানি সেচ দেয়ার সেলোমেশিন।এই সেলো মেশিন ব্যবহার করে কৃষকেরা খুবই সহজে তার জমিতে পানি সেচ দিচ্ছেন। আর এই সেলো মেশিন চালানোর জন্য প্রয়োজন ডিজেল তেল। বেশ কিছু দিন আগে আমাদের দেশের মধ্যে ডিজেল তেলের দাম অনেক টা বৃদ্ধি পেয়েছে।তাই বর্তমান সময়ে এই সেলো মেশিন ব্যবহার করা আমাদের দেশের কৃষকদের জন্য অনেক টা কষ্টকর হয়ে পড়ছে। কেননা, কৃষকের লাভের তুলনায় খরচ বেশি হয়ে পড়ছে।তাই আমাদের তেকানীর মাঠের কৃষকেরা বেশ কয়েক বছর ধরে এই মাঠের মধ্যে একটি ডিপ সেচ প্রকল্প বাস্তবায়ন করার জন্য অনেক চেষ্টা করছিলেন ।
কিন্তু কোন ভাবেই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না। ইতিমধ্যে আমাদের এই মাঠের সকল কৃষকেরা অনেক গুলো সমাবেশ করেছিল। কিন্তু কোন সমাবেশে সঠিক সিদ্ধান্ত আনতে পারেনি তারা। কেননা, আমাদের এই মাঠের মধ্যে কোন কোম্পানি ডিপ সেচ প্রজেক্ট বাস্তবায়ন করতে চান না। বাস্তবায়ন না করার মূল কারণ হলো এটি একটি উচু মাঠ। এখানে পানির টান অন্যান্য সব মাঠের তুলনায় একটু বেশি। সেজন্য কোন কোম্পানি খুব সহজেই এখানে ডিপ সেচ প্রকল্প বাস্তবায়ন করতে চান না। বেশ কিছু দিন ধরে একদম একের পর একটি করে সমাবেশ হচ্ছিল ডিপ সেচ প্রকল্প বাস্তবায়ন করার জন্য।আর এই সমাবেশের মধ্যে আমাদের এই মাঠের সর্বস্তরের কৃষকেরা উপস্থিত ছিলেন। সেদিন বেশ কয়েকটি কোম্পানির লোক এসেছিলেন এই সমাবেশের মধ্যে।
তারা আমাদের এলাকার কৃষকদের মনের কথা বুঝতে পেরেছেন বলেই সেদিন একটি ডিপ সেচ প্রকল্প বাস্তবায়ন করার অনুমোদন দিয়েছেন। অনুমোদন পাওয়ার পর আমাদের এলাকার প্রতিটি কৃষক অনেক টা খুশি হয়ে যায়। কেননা, এই ডিপ সেচ প্রকল্পের মাধ্যমে খুব অল্প টাকায় যে কোন ধরনের ফসল চাষ করা সম্ভব। বিশেষ করে ধান চাষ করা অনেক টা সহজ হয়ে যাবে। কেননা, ধান চাষ করার সময় প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। যাইহোক, গত দুই দিন আগে ডিপ সেচ প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। আমরা আমি বিকালে গিয়েছিলাম তাদের কাজ দেখার জন্য। আশা করছি তারা অল্প কিছু সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন করবে। এই প্রকল্পের পিছনে অনেক জন শ্রমিক প্রতিদিন শ্রম দিচ্ছেন।
আশা করছি খুব একটা বেশি সময় লাগবে না আর । এই ডিপ সেচ প্রকল্পের মাধ্যমে আমাদের মাঠের সকল জমি খুবই সুন্দর ভাবে আবাদ করা সম্ভব হবে। আমাদের মাঠের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট বিঘার অধিক জমি রয়েছে। এতো দিন আমাদের এলাকার মানুষ এই জমি গুলো খুবই কষ্ট করে আবাদ করেছিলেন। কিন্তু এখন কৃষকদের আর আগের মতো বেশি পরিশ্রম করতে হবে না এবং আগের তুলনায় পানি সেচ খরচ অনেক টা কমিয়ে আসবে। এতে করে আমাদের এলাকার প্রতিটি কৃষক অনেক বেশি লাভবান হতে পারবেন। আমাদের এই মাঠের মধ্যে নিজস্ব বেশ কিছু পরিমাণ জমি রয়েছে। আমরা আশা করছি এই জমি গুলো এখন খুবই সুন্দর করে চাষ করতে পারবো।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.