জেনারেল রাইটিং: খারাপ সময়ে পাশে থাকার নামই প্রকৃত বন্ধু
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১৬ ই মার্চ ২০২৫ ইং
জীবনের পথচলা কখনোই সমান সহজ নয়। কখনো রোদ, কখনো ঝড় এই দুটোর মধ্যেই চলতে হয় আমাদের কে। এই পথচলায় অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, কেউ ক্ষণিকের অতিথি, কেউ স্থায়ী হয়। কিন্তু সত্যি বলতে, যারা সত্যিকার অর্থে পাশে থাকার, তাদের ধরে রাখার প্রয়োজন হয় না। তারা এমনিতেই থাকে, ভালোবাসা, বিশ্বাস, আর এক অদৃশ্য বন্ধনে বাঁধা পড়ে।কিছু সম্পর্ক বোঝানোর বা জোর করে ধরে রাখা যায় না। সম্পর্ক মানেই শুধু কথা বলা নয়, সম্পর্ক মানে অনুভূতির বিনিময়, একে অপরের প্রতি দায়বদ্ধতা। যারা সত্যিই আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তারা কোনো কারণ ছাড়াই পাশে থাকে।
ধরুন, আপনার কঠিন সময় যাচ্ছে সমস্যার পাহাড়। এমন সময় হয়তো কেউ আপনাকে বলবে, "আমি তোমার পাশে আছি, কিন্তু সত্যিকার অর্থে যারা থেকে যায়, তারা বলার আগেই পাশে এসে দাঁড়ায়। আপনার কষ্ট ভাগ করে নিতে চায়, আপনার জন্য কিছু করতে চায়। এই নিরব ভালোবাসাটাই প্রকৃত বন্ধুত্ব, প্রকৃত সম্পর্ক। কেউ আসে সুবিধার আশায়, কেউ আসে সময় কাটানোর জন্য, আবার কেউ আসে কেবলমাত্র নিজের স্বার্থের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এরা হারিয়ে যায়, কারণ তারা কখনোই প্রকৃত সঙ্গী ছিল না।
আপনার সফলতার সময় চারপাশে অনেক মানুষ থাকবে, অনেক বাহবা দেবে, প্রশংসায় ভাসাবে। কিন্তু যখন আপনি কঠিন সময়ে পড়বেন, ব্যর্থতার মুখোমুখি হবেন, তখন দেখবেন, বেশির ভাগ মানুষ হারিয়ে যায় সকলেই। আর যারা থেকে গেছে, তারাই প্রকৃত বন্ধু, প্রকৃত প্রিয় জন।একটি সম্পর্ক কতটা সত্যিকারের, তা সময়ই প্রমাণ করে। কোনো সম্পর্ক একদিনের জন্য হয় না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। সময়ের পরীক্ষায় যারা পাশ করতে পারে, তারাই জীবনে স্থায়ী হয়ে থাকে।
কারণ যারা সত্যি আপনাকে ভালোবাসে, তারা নিজেরাই বুঝে নেয়, তাদের বোঝানোর দরকার হয় না।জীবনে যারা সত্যিকার অর্থে পাশে থাকে, তাদের কদর করুন। কারণ এমন মানুষ সহজে মেলে না। কখনো কখনো আমরা অপ্রয়োজনীয় মানুষের প্রতি বেশি মনোযোগ দিই, যারা আমাদের কষ্ট দেয়, উপেক্ষা করে। অথচ যারা সত্যি আমাদের ভালোবাসে, তারা নীরবে পাশে থাকে, কোনো দাবি ছাড়াই। তাই যারা আজও আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কৃতজ্ঞ থাকুন তাদের জন্য।
সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সবাই থেকে যায় না। যারা সত্যিই আপনার আপন, তারা কোনো কারণ ছাড়াই থেকে যাবে। তাদের ধরে রাখার দরকার নেই, বোঝানোর দরকার নেই। ভালোবাসা ও বন্ধুত্ব কখনোই চাপিয়ে দেওয়া যায় না, এটি হৃদয় থেকে আসে। তাই যারা আপনাকে সত্যি ভালোবাসে, তাদের গুরুত্ব দিন, কারণ তারা প্রকৃত সম্পদ।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
মনে হচ্ছে যেন বাস্তবতাকে খুব সুন্দর ভাবে পোস্টের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন ভাইয়া। খুব ভালো লাগলো পোস্টটি পড়ে। আসলে জীবনের পথে অনেক মানুষ আসে, কিন্তু সবাই পাশে থাকে না। সত্যিকারের বন্ধুরা কোনো কারণ ছাড়াই পাশে থাকে। আর সুখে সবাই থাকে, কিন্তু দুঃখে যারা থাকে, তারাই সত্যিকারের আপনজন। তাই যারা সত্যিই আপনাকে ভালোবাসে, তাদের গুরুত্ব দেওয়া উচিৎ। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন।
অনেক সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো । আমাদের এই ছোট্ট জীবনে
কত মানুষের সাথে মধুর সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্ক গুলো অনেকেই রাখে আবার অনেকেই রাখে না। প্রকৃত বন্ধু তো সেই যে বিপদে পাশে থাকে। আর সুদিনের বন্ধু সবাই হতে চায়। সত্যিকারে প্রকৃত বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যিকারের বন্ধুরা কখনো স্বার্থ দেখে না, তারা নিঃস্বার্থভাবে পাশে থাকে। সুখে সবাই থাকে, কিন্তু দুঃখে যারা থাকে, তারাই প্রকৃত আপনজন। জীবনের পথে এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। লেখাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
প্রকৃত বন্ধু সেই ই যাকে বিপদ বা খারাপ সময়ে পাশে পাওয়া যায়। সবাই পাশে থাকার কথা বললে ও সবাই পাশে থাকে না।আমাদের খারাপ সময়ে আপন সেই বন্ধুটিই থাকে।তাই সময় খারাপ হলে প্রকৃত বন্ধু চেনা যায়।
সত্যি সম্পর্ক একটি অনুভূতি। তবে সম্পর্কের মানে সবাই বোঝেনা। কিছু কিছু মানুষ আছে অসময়ে পাশে থাকে না তারা কখনোই আমাদের প্রকৃত বন্ধু নয়। যারা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং আমাদের কঠিনতম সময় অর্থাৎ আমাদের বিপদে আমাদের পাশে থাকে তারাই আমাদের প্রকৃত বন্ধু। আর এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি আপনার এই পোষ্টে অনেক মূল্যবান কিছু কথা বলেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আমাদের আশেপাশে আমাদের যে বন্ধু গুলো রয়েছে, সবগুলো কিন্তু আমাদের প্রকৃত বন্ধু নয়। আর এটা আমরা সবাই অবশ্যই জানি। কেউ কেউ আসে নিজের স্বার্থের জন্য। যারা প্রকৃত বন্ধু তারা কখনো বিপদে আমাদেরকে একা ছেড়ে দিয়ে চলে যায় না। আমাদের বিপদকে তারা নিজেদের বিপদ মনে করে লড়াই করে। আর খারাপ সময়ে যে পাশে থাকে সে একজন প্রকৃত বন্ধু এটা একদম সত্য।
আপনার পোষ্টের সাথে আমি একমত। খারাপ সময় পাশে থাকা নামেই প্রকৃত বন্ধু। আসলে কিছু মানুষ আছে এমন ভাবে খারাপ সময়ের মধ্যে পড়ে। আর ওই সময় ওই লোকের পাশে যে হাত বাড়িয়ে দাঁড়াবে সেই প্রকৃত বন্ধু। যদিও এখন প্রকৃতি বন্ধু একদম কমে দেখা যায়। আর খাঁটি বন্ধুগুলো সব সময় বন্ধুর পাশেই থাকে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
খারাপ সময়ে যারা পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত বন্ধু। এই কথাটি সত্যিই খুব গভীর। বন্ধুত্ব শুধু মজা বা সুখের সময়ের জন্য নয়, বরং কঠিন সময়ে একে অপরের জন্য অবিচল থাকার নাম।আমার জীবনে এমন একজন বন্ধু আছেন, যিনি আমার সবচেয়ে কঠিন সময়ে পাশে ছিলেন। তাঁর সমর্থন ছাড়া আমি হয়তো সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারতাম না। প্রকৃত বন্ধুত্বের মূল্য সত্যিই অপরিসীম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য।