ঈদ সকলের জন্য আনন্দের হয় না
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ২৭ ই মার্চ ২০২৫ ইং
ঈদ মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা প্রধানত দুটি ঈদ পালন করে থাকে।একটি হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদের দিনটি আনন্দ, উৎসব এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে উদযাপিত হয়। নতুন পোশাক, সুস্বাদু খাবার, প্রিয়জনের সাথে সময় কাটানো , সবকিছুই ঈদের আবহকে বিশেষ করে তোলে। সকলেই সকলের মতো করে এই দিন টি পালন করার চেষ্টা করে।ধনী গরীব সকলেই মিলে মিশে এই দিন টি পালন করা হয়ে থাকে। আসলে ঈদের দিনে ধনী গরীব সকলেই সমান। সকল শ্রেনীর মানুষ এই দিন টি বেশ আনন্দের মধ্যে কাটাতে চেষ্টা করে।
তবে বাস্তবতা হলো, ঈদের এই আনন্দ সবার জন্য সমান নয়। কেননা, সমাজের প্রতিটি মানুষের আর্থিক অবস্থা এক রকম নয়। কিছু কিছু মানুষেরা আর্থিক দিক থেকে অনেক টা এগিয়ে। আবার, কিছু কিছু মানুষ রয়েছে যারা আর্থিক অবস্থার দিক থেকে অনেক টা পিছিয়ে।ঈদ চলে আসলেই আমাদের সমাজে একটি পুরাতন প্রচলন হচ্ছে নতুন কাপড় পরিধান করা।আর এই নতুন কাপড় কেনার সামর্থ্য আমাদের সমাজের প্রতিটি পরিবারের নেই। বেশ কিছু দিন ধরে সোসিয়াল মিডিয়ার মধ্যে ঈদ কেনাকাটা বিষয়ে অনেক রকম ভিডিও দেখছিলাম। সেখানে কিছু কিছু সাংবাদিক ঈদে কেনাকাটা করা ব্যক্তি কে জিজ্ঞেস করছেন, আপনার ঈদ বাজেট কত?
তারা বেশ হাসি মুখে বলেছিলেন যে এক থেকে দেড় লাখ টাকা ঈদের কেনাকাটা করার বাজেট। কিন্তু আমরা যদি সমাজের কিছু নিম্ন শ্রেণীর মানুষের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো তাদের ঈদের দিন একবেলা মাংস দিয়ে ভাত খাওয়ার মতো সামর্থ্য নেই। তাদের সকলের কাছে অন্যান্য সব দিনের মতোই ঈদের দিন টি। তারা চাইলে ও অন্যান্য সব মানুষের মতো ঈদের দিন আনন্দ করতে পারবে না। কেননা তাদের আনন্দ করার মতো কোনো উপায় নেই। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে , যারা ঈদের দিনেও আনন্দ উপভোগ করতে পারেন না।
আমরা অনেকেই রয়েছি যারা এই ঈদ কেনাকাটা করার জন্য বিশাল বড় একটি এমাউন্টের টাকা রেখেছি। আমরা যদি আমাদের টাকার অংশ থেকে কিছু পরিমাণ টাকা আমাদের আশেপাশের নিম্ন শ্রেণীর মানুষের পিছনে ব্যয় করতে পারি, তাহলে তাদের ও ঈদ আনন্দ আমাদের মতোই হবে। তারা ও ঈদের দিন সকলের সাথে আনন্দ উপভোগ করতে পারবে। বর্তমান সময়ে আমরা মানুষ কে দান করতে চাই না, এটাই আমাদের সব থেকে বড় একটি সমস্যা। তবে, ঈদের প্রকৃত সৌন্দর্য হলো মানবতা, ভালোবাসা এবং সহমর্মিতা।ঈদ আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের আশেপাশের মানুষের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করি।
আমাদের এই ছোট্ট ছোট্ট সহায়তা গুলো ঈদের দিন হাজারো অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমরা চাইলে এটা করতে পারবো, অনেকেই এটা করার চেষ্টা করছেন। সকলেই সকলের জায়গা থেকে এমন মহৎ কাজে অংশগ্রহণ করতে পারলে আমাদের ঈদ আনন্দ আরো বেশি সুন্দর হতো। আশা করছি এবছর সকলের ঈদ অনেক ভালো কাটবে, ঈদ আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
link
2.https://x.com/Riyadx2P/status/1905245158129774800?t=D8HbbdTkpD0iBhAFlUmR-g&s=19
3.https://x.com/Riyadx2P/status/1905245500351357196?t=D8HbbdTkpD0iBhAFlUmR-g&s=19
4.https://x.com/Riyadx2P/status/1905145428301217875?t=oShYo66zOqsEoVjVRvjgDg&s=19
5.https://x.com/Riyadx2P/status/1905145923707207685?t=oShYo66zOqsEoVjVRvjgDg&s=19
SS
আপনার এই ব্লগটি অত্যন্ত হৃদয়গ্রাহী এবং সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছে। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের আশেপাশের দরিদ্র মানুষের সাথে আনন্দ ভাগ করি। ঈদ একটি সামাজিক সম্পর্ক এবং সহমর্মিতার দিন, যেখানে সবাই একে অপরকে সাহায্য করে। আপনি যে মানবতার কথা বলেছেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। আমাদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্যদের সাহায্য করা, যাতে তাদের ঈদও আমাদের মতো আনন্দময় হয়। আশা করছি, এবারের ঈদে সবাই একসাথে সুখী হবে।
হ্যাঁ ভাইয়া ঈদের আনন্দ সবার জন্য সমান হয় না। বিশেষ করে মুসলমানদের দুটি ঈদ সবাই চেষ্টা করে নিজের মতো করতে। তবে কিছু মানুষ আছে আত্মিক ভালো আবার কিছু মানুষ আছে আত্মিকভাবে দুর্বল। তবে বড় লোক গুলো নিজের মতো করে কেনাকাটা করে। আর গরিব লোকগুলো পছন্দমত কিছুই করতে পারে না। আর আপনি এটি ঠিক বলেছেন বড়লোকগুলো যদি আশেপাশের লোকদেরকে একটু হেল্প করত তাহলে ঈদ সবার জন্য সমান হতো। বাস্তবিক কথা দিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।