তারুণ্য মেলা এবং বসন্ত উৎসব ২০২৫- কারমাইকেল কলেজ, রংপুর
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২৮ ই ফেব্রুয়ারি ২০২৫ ইং
বসন্ত উপলক্ষে আমাদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হচ্ছে।আর এই উৎসব গুলো শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে উদযাপন করার চেষ্টা করেছে। বিশেষ করে আমাদের দেশের সরকারি কলেজ গুলোর মধ্যে বসন্ত উৎসব উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। আসলে বসন্ত উপলক্ষে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের উৎসব উদযাপিত হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে পিঠা উৎসব। বসন্ত কালে আমাদের দেশের মানুষেরা বিভিন্ন ধরনের পিঠা পুলি তৈরি করার চেষ্টা করে থাকেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা এই উৎসব কে খুবই সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছেন, এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় এবছর আমাদের উত্তর বঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজের মধ্যে আয়োজন করা হয়েছিল তারুণ্য মেলা এবং বসন্ত উৎসব ।এই উৎসবের মধ্যে কারমাইকেল কলেজের বেশ কয়েকটি ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিল। আসলে আমি কারমাইকেল কলেজের ছাত্র নই। তবে, কারমাইকেল কলেজের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে।আমি আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধবের আমন্ত্রণে সেদিন গিয়েছিলাম তারুণ্য মেলা এবং বসন্ত উৎসবে।আমি প্রায় সময় কারমাইকেল কলেজে যাওয়ার চেষ্টা করি এবং মাঝে মাঝে ক্লাস ও করি। যাইহোক, আমি সেদিন কারমাইকেল কলেজে গিয়ে দেখতে পারলাম তারুণ্য মেলা এবং বসন্ত উৎসব উপলক্ষে এক বিশাল আয়োজন করা হয়েছে।
প্রথমে আমি সেখানে গিয়ে আমার বেশ কয়েকজন বন্ধুর সাথে দেখা করলাম। তাদের সাথে আমি প্রথমে অনুষ্ঠানের মঞ্চে গিয়ে দেখতে পারলাম এক বিশাল আয়োজন করেছে।মুলত এই মঞ্চের মধ্যে সন্ধ্যা বেলা গান পরিবেশন করা হবে, এছাড়া ও গানের সাথে থাকবে নৃত্য পরিবেশন। আমরা বেশ কিছু সময় ধরে অনুষ্ঠানের মঞ্চে ঘোরাঘুরি করলাম। মঞ্চে ঘোরাঘুরি করে বেশ ভালোই লাগছিলো আমার কাছে। এরপর আমরা চলে গেলাম অনুষ্ঠানের মূল পয়েন্ট, পিঠার স্টলে। আসলে এই উৎসব কে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য কারমাইকেল কলেজের বেশ কিছু ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা পিঠার স্টল দিয়েছে। আমরা চলে গেলাম সেই সব পিঠার স্টলের দিকে।
গিয়ে দেখতে পারলাম সেখানে বেশ কয়েকটি ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ধরনের পিঠা পুলি তৈরি করে স্টলের মধ্যে সাজিয়ে রেখেছেন। পিঠা গুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আমার কাছে। প্রতিটি পিঠা অনেক বেশি লোভনীয় ছিল। বেশ কিছু পিঠা আমার পরিচিত ছিল, আবার বেশ কিছু পিঠা আমার অপরিচিত ছিল। ছাত্র ছাত্রীরা খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্টল গুলো সাজিয়েছিলেন। আমরা ইসলাম শিক্ষা ডিপার্টমেন্টের একটি স্টল থেকে বেশ কিছু পিঠা কিনে খেয়েছিলাম। আসলে যারা ইসলাম শিক্ষা ডিপার্টমেন্টের স্টলে ছিলেন তারা আমার পরিচিত বন্ধু।
পিঠা খাওয়ার পর আমরা সকল ডিপার্টমেন্টের পিঠার স্টল গুলো ঘোরাঘুরি করে দেখছিলাম। আসলে সকলেই খুবই সুন্দর সুন্দর পিঠা তৈরি করেছিলেন। আসলে তাদের এতো সুন্দর পিঠা রেসিপি গুলো দেখে মনে হয়েছে তারা সকলেই পিঠা তৈরি করতে বেশ পারদর্শী। আমরা বেশ কিছু সময় ধরে সকল ডিপার্টমেন্টের স্টল গুলো ঘোরাঘুরি করে দেখছিলাম। আসলে সেখানে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগছিলো আমার কাছে। আশা করছি ভবিষ্যতে আরো এরকম সুন্দর সুন্দর আয়োজন করবে তারা।আর কারমাইকেল কলেজের মধ্যে প্রায় সময় যে কোন ধরনের অনুষ্ঠান লেগেই থাকে। যারা কারমাইকেল কলেজের মধ্যে পড়াশোনা করেছেন কিংবা করেন তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://x.com/Riyadx2P/status/1895370860460155167?t=jlDruXQAqpiwgl0d24o_aA&s=19
উত্তর বঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজ কতৃক আয়োজিত তারুণ্য মেলা এবং বসন্ত উৎসব তাহলে জাঁকজমক ভাবেই অনুষ্ঠিত হয়েছিলো দেখতেছি। এই তারুণ্য মেলাতে ঘুরতে গিয়ে আপনার বন্ধুদের সাথে দেখা হয়েছিলো সেটাও বেশ ভালো বিষয়। জেনে খুশি হলাম যে কলেজের এই তারুণ্য মেলায় আন্ত কলেজের ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও অংশ নিয়েছিলো। সব মিলিয়ে ভালোই সময় উপভোগ করেছেন তাহলে। আপনার অনুভূতি পড়ে দারুন লাগলো।
এই জাতীয় মেলাগুলো উপভোগ করতে আমার কাছে অনেক ভালো লাগে। যেখানে অনেক কিছু আয়োজন করা হয়। এই আটজনকে ঘিরে অনেক মানুষের উপস্থিতি এবং বিভিন্ন জিনিসের বেচাকেনা। সব মিলে কিন্তু অনেক ভালোলাগার একটা লোকেশন তৈরি করা হয় তখন। ভালো লাগলো আপনি আপনার অনুভূতি থেকে প্রকাশ করেছেন দেখে।
কারমাইকেল কলেজের তারুণ্য মেলা এবং বসন্ত উৎসব সত্যিই একটি অসাধারণ আয়োজন ছিল, তা বুঝতেই পারছি। কলেজের পরিবেশে এই ধরনের উৎসব আয়োজন সবসময় এক ভিন্ন রকম আনন্দ এনে দেয়। বন্ধুদের সাথে মেলা ঘুরে দেখাও সত্যিই চমৎকার অভিজ্ঞতা, আর এটা জানিয়ে ভালো লাগলো যে আন্ত কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও এতে অংশ নিয়েছে। সব মিলিয়ে, মনে হয় দারুণ সময় কাটিয়েছেন, আর আপনার অনুভূতি পড়তে ভালো লাগলো।