স্মৃতিচারণ: শৈশবে গ্ৰামের ছেলে মেয়েদের সাথে কাটানো কিছু শৈশব স্মৃতি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ২২ই ফেব্রুয়ারি ২০২৪ ইং
আমাদের জীবনে এমন কিছু কিছু স্মৃতি রয়েছে, যে গুলো কখনোই ভোলার মতো নয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে সব স্মৃতি গুলো ভেসে বেড়ায় মনের মধ্যে। বিশেষ করে শৈশবের স্মৃতি গুলো এখনও আমাদের মনের মাঝে লাড়া দেয়।আর এই শৈশবের স্মৃতি গুলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনের মধ্যে থেকেই যাবে। এখন পর্যন্ত মাঝে মাঝে ইচ্ছে করে সেই ছোট্ট বেলার দিন গুলোর মধ্যে ফিরে যাই। তবে, সেসব দিনের মধ্যে আর কখনো ফিরে যাওয়া সম্ভব নয়। তবে, আমার ছোট বেলার গ্ৰামের মধ্যে কাটানো মুহূর্তগুলো এখন পর্যন্ত মনে করিয়ে দেয়। ছোট বেলায় গ্ৰামের মধ্যে কত সুন্দর সময় উপভোগ করেছিলাম সকলের সাথে।
তখন ছিল না কোন ধরনের বাড়তি চাপ। তখন শুধু মাত্র ছিল সকলের সাথে ঘোরাঘুরি করা আর খেলাধুলা করা ।আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠি।গ্ৰামের মধ্যে যারা ছোট বেলা থেকেই বেড়ে উঠেছেন, তারা হয়তো প্রত্যেকেই অবগত আছেন যে গ্ৰামের শৈশব কতটা বেশি সুন্দর ও উজ্জ্বল ছিল। আমরা আমাদের গ্ৰামের বেশ কয়েকজন সমবয়সী ছিলাম। তখন আমরা বেশিরভাগ সময় সকলে একত্রিত হয়ে যে কোন ধরনের খেলাধুলা এবং ঘোরাঘুরি করছিলাম। তখন আমাদের মাঝে ছিল না কোন ধরনের হিংসা বিদ্বেষ। যখন আমরা কোন ধরনের খেলাধুলা করতাম তখন আমরা সকলেই একত্রিত হয়ে খেলাধুলা গুলো করতাম।
তখন আমাদের গ্ৰামের মধ্যে ছিল না ছেলে এবং মেয়েদের মধ্যে কোন ধরনের বিভেদ। কিন্তু বর্তমান সময়ে ছেলে এবং মেয়েদের মধ্যে অনেক বেশি বিভেদ লক্ষ্য করা যায়। এখন কার সময়ের পরিবার গুলো খুবই সচেতন। বিশেষ করে আমরা আমাদের গ্ৰামের ছেলে মেয়েরা সহ বিকাল বেলা আমাদের গ্ৰামের একটি মাঠের মধ্যে বিভিন্ন ধরনের খেলা ধুলা করতাম।আর এই খেলাধুলা গুলোর মধ্যে ছেলে এবং মেয়ে উভয়েই এক সাথে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু এখন সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন মেয়েদের কে ছেলেদের সাথে মিশতে দেন না। হয়তো সময়ের পরিবর্তনের কারণে এমনটি হয়েছে।
যখন খেলাধুলা করতাম তখন আমাদের খেলা দেখার জন্য আমাদের গ্ৰামের অনেক মানুষ চলে আসতেন। এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তখন। যখন আমি আমাদের বাড়ির বাইরে বের হতাম না, তখন আমাদের গ্ৰামের সহপাঠীরা আমাকে বাসা থেকে ডেকে নিয়ে যেত খেলা করার জন্য। তখন আমাদের বন্ধন ছিল একদম অন্যরকম। বিশেষ করে বিকাল বেলা আমরা যে কোন ধরনের খেলা ধুলা করতাম। সকাল বেলা সকলেই একত্রিত হয়ে স্কুল যেতাম। আবার সকলেই একত্রিত হয়ে স্কুল থেকে বাসায় ফিরতাম।
তখনকার দিন গুলো ছিল খুবই সুন্দর।আমি আমার জায়গা থেকে সেসব দিন গুলো কে অনেক মিস করি। তখনকার সময়ে কাটানো মুহূর্তগুলো এখন পর্যন্ত আমার মনের মধ্যে গাঁথা রয়েছে। চাইলে খুব সহজেই এসব শৈশব স্মৃতি ভোলা যায় না। যারা গ্ৰাম এলাকার মধ্যে বেড়ে উঠেছে, তাদের প্রত্যেকের কম বেশি এরকম অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
https://x.com/Riyadx2P/status/1893244144119620037?t=U7_I4p-jPQGKfdn1K4aANQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
শৈশবের স্মৃতি সত্যিই এক অমূল্য ধন। বিশেষ করে গ্রামে কাটানো সেই অবাধ দিনগুলো, যেখানে কোনো চাপ বা বিভেদ ছিল না, শুধুই খেলা আর আনন্দ। সময় বদলেছে, কিন্তু সেই দিনগুলোর মধুর স্মৃতি কখনোই মনের কোণে হারিয়ে যায় না।
হ্যাঁ ভাইয়া ছোটকালের স্মৃতিগুলো কখনো ভুলার মত নয়। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। তবে আপনার মত আমাদের এদিকে ও আমরা ছেলে-মেয়ে একসাথে খেলাধুলা করতাম। সে সময় কোন ছিল না ভেদাভেদ ছেলে মেয়ের পার্থক্য। তবে এখন সেই পার্থক্যটা বুঝা যায় ছেলেমেয়েদের। আর ওই সময় আমরা খেলাধুলা করতাম কোন চিন্তা ভাবনা কিছুই ছিল না। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।