ভিডিওগ্ৰাফি পোস্ট: সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগ্ৰাফি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ২০ ই মার্চ ২০২৫ ইং
আমাদের দেশ টি ছোট হলেও এদেশের প্রাকৃতিক সৌন্দর্য কোন দিক থেকে কম নয়। বিশেষ করে আমাদের দেশের গ্ৰাম এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন মস্তিস্ক কে একদম ফ্রেশ করে দেয়। যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন। আজকে আমরা বাইক নিয়ে বের হয়েছিলাম চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। বেশ কিছু দিন ধরে তেমন একটা কোথাও ঘোরাঘুরি করা হচ্ছিল না।আর রমজান মাসে তেমন একটা ঘোরাঘুরি করার সুযোগ হয়না। কেননা, রমজান মাসের মধ্যে বিভিন্ন ধরনের কাজের চাপ থাকে।আর সেজন্যই তেমন একটা কোথাও ঘোরাঘুরি করা হয় না।
বেশ কিছুদিন ধরে আমি এবং আমার এক আনকেল সহ ভাবছিলাম কোথাও ঘুরতে যাবো। আসলে আমরা প্রায় সময় সুযোগ পেলেই যে কোন জায়গায় ঘোরাঘুরি করার চেষ্টা করি। আজকে সকাল বেলা আমি আমার আনকেল কে বললাম ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে যাওয়ার জন্য সে রাজি হয়ে যায়। আসলে ঘোরাঘুরি করার মুল উদ্দেশ্য ছিল গ্ৰাম এলাকার পরিবেশের সৌন্দর্য উপভোগ করা।আর আমাদের দেশের গ্ৰাম এলাকার সৌন্দর্য অনেক বেশি সুন্দর। চারদিকে সবুজ শ্যামল প্রকৃতি ও রঙিন পরিবেশ।
আমাদের বাসা ও গ্ৰামেই অবস্থিত। আমরা ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি। যাইহোক, আজকে আমরা বাইক নিয়ে বের হয়ে পড়ি আমাদের রংপুর জেলার শ্যামপুর এলাকার গ্ৰাম এলাকার গুলোর মধ্যে ঘোরাঘুরি করার জন্য। আসলে শ্যামপুর এলাকার প্রতিটি গ্ৰাম অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল।এর আগে ও আমরা এই সব এলাকায় ঘুরতে গিয়েছিলাম। বিশেষ করে সেখানকার গ্ৰাম গুলো অনেক টা ছোট ছোট। কিন্তু গ্ৰাম এলাকার মানুষ গুলো খুবই সাবলীল। এছাড়া ও এই এলাকার মধ্যে বেশ কয়েকটি বড় বড় ফসলের মাঠ রয়েছে। এই ফসলের মাঠ গুলোর সৌন্দর্য চোখ জুড়ানোর মতো।
সবুজ শ্যামল প্রকৃতির ভিডিওগ্ৰাফি
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
প্রকৃতি আমার কাছে ভীষণ ভালো লাগে।আর এই সবুজ প্রকৃতির মাঝে যদি ঘোরাফেরা করা যায় তখন মন অনেকটাই ভালো হয়ে যায়। আপনি এবং আপনার আংকেলসহ বাইকে করে ঘুরাঘুরি করে পুরো দৃশ্যটা ভিডিওগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগছে।এরকম প্রকৃতিতে ঘুরে আসতে পারলে মনটা অনেক ভালো হয়ে যায়।
এরকম গ্রামীণ প্রকৃতির সবুজ শ্যামল দৃশ্য দেখলে আসলেই মনটা ভালো হয়ে যায়। অনেকদিন হলো এরকম দৃশ্য দেখা হয় না। আপনার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে দেখে খুবই ভালো লাগলো। রোজার মধ্যে ঘোরাঘুরি করা আসলেই সম্ভব হয় না। যাইহোক খুব সুন্দর ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর ভিডিও ধারণ করেছেন আপনি। এমন প্রাকৃতিক পরিবেশ থেকে ভিডিও ধারণ করতে যেমন ভাল লাগে তেমন এই জাতীয় ভিডিও গুলো দেখতেও খুব ভালো লাগে। আশা করব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারো আমাদের মাঝে উপস্থিত হবেন।
রংপুর জেলার শ্যামপুরের সবুজ শ্যামল প্রকৃতির দারুন সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করলেন।বাংলার প্রকৃতির অনন্য রূপ দেখে বারবার মুগ্ধ হয়ে যায়। বাইক নিয়ে ঘোরাঘুরি করার সময় চমৎকার ভিডিও ধারণ করেছেন। মাঠের পর মাঠ সবুজ ফসলের ক্ষেত দেখে প্রাণটা যেন জড়িয়ে যায়। ভিডিওর সাথে হালকা মিউজিক থাকলে বেশি ভালো লাগতো। চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।
সবুজ শ্যামল প্রাকৃতির দূশ্যের তুলনা হয়। আপনার প্রাকৃতিক ফটোগ্রাফি সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম।আপনার ভিডিও গ্রাফি সত্যি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।