টিউটোরিয়াল: কিভাবে আপনি টেলিগ্রাম অ্যাপের মধ্যে ডিসেন্ট্রালাইসড ওয়ালেট ব্যবহার করবেন?

in আমার বাংলা ব্লগ6 months ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ১৫ ই মে ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে টেলিগ্রাম অ্যাপের মধ্যে ডিসেন্ট্রালাইসড ওয়ালেট ব্যবহার করার নিয়ম কানুন আপনাদের মাঝে শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


Dark Blue Abstract Geometric Marketing Agency Facebook Cover_20240514_225412_0000.png

টেলিগ্রাম হলো ডিসকোর্ড, হোয়াটসঅ্যাপের মতোই অনলাইন কমিউনিকেশন প্লাটফর্ম। বেশ কিছু দিন টেলিগ্রাম একটি ভাইরাল অনলাইন কমিউনিকেশন প্লাটফর্ম হিসেবে সকলের নিকট পৌঁছে গিয়েছে। আপনারা হয়তো সকলেই এই টেলিগ্রাম প্লাটফর্ম কে চিনে থাকেন। বর্তমান সময়ে ব্যবসা এবং বাণিজ্যের ক্ষেত্রে টেলিগ্রাম একটু বেশি জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই আছে যারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ব্যবসা করেন, তারা মুলত টেলিগ্রামের মধ্যে একটি গ্ৰুপ খুলে তাদের ব্যবসার কার্যক্রম চালাচ্ছেন।যেমন ধরুন ক্রিপ্ট কারেন্সির কথা বলি। প্রতিটি ক্রিপ্ট কারেন্সি টোকেন কিংবা কয়েনের জন্য আলাদা কমিউনিটি রয়েছে।আর এই কমিউনিটি গুলো মূলত টেলিগ্রামের মধ্যেই। বর্তমান সময়ে ক্রিপ্ট কারেন্সির মুল কেন্দ্র হচ্ছে টেলিগ্রাম প্লাটফর্ম।এই প্লাটফর্মের মধ্যে বেশ কিছু দিন আগে একটি নতুন ফিচার চালু হয়েছে।আর এই ফিচারটির নাম হচ্ছে টেলিগ্রাম ওয়েব থ্রি ওয়ালেট। আপনি চাইলে আপনার ডিজিটাল কারেন্সি গুলো টেলিগ্রাম ওয়েব থ্রি ওয়ালেটর মধ্যে রাখতে পারবেন।আর এই ওয়ালেটটি সম্পুর্ন ডিসেন্ট্রালাইসড।

তাহলে চলুন এবার জানা যাক কিভাবে আপনি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ডিসেন্ট্রালাইসড ওয়ালেট ব্যবহার করবেন।

ধাপ-১:

আমরা প্রথমে টেলিগ্রাম অ্যাপটি প্লে স্টোর থেকে ইন্সটল করে নিবো।আর যারা অ্যাপল ইউজার আছি তারা অ্যাপল স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ টি ইন্সটল করে নিবো।

Screenshot_2024-05-14-15-21-17-023_com.android.vending-edit.jpg

ধাপ-২:

এরপর আমরা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নিবো। এরপর একদম নিচের দিকে দেখতে পারবো, start massaging আমরা এই অপশনের মধ্যে ক্লিক করবো।

Screenshot_2024-05-14-15-23-22-341_org.telegram.messenger-edit.jpg

ধাপ-৩:

এরপর আমাদের নিকট আরেকটি নতুন পেইজ ওপেন হবে। আমরা এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পারবো। আমরা প্রথমে নিজের দেশটি সিলেক্ট করে নিবো, এরপর নিজের মোবাইল নাম্বার টি বসিয়ে নিবো।

Screenshot_2024-05-14-22-26-04-223_org.telegram.messenger-edit.jpg

ধাপ-৪:

এখন আমাদের মোবাইল নাম্বারের মধ্যে পাঁচ ভিজিটের একটি কোড পাঠিয়ে দিবে, আমরা কোডটি বসিয়ে নিবো।

Screenshot_2024-05-14-22-28-18-125_org.telegram.messenger-edit.jpg

ধাপ-৫:

এরপর আমাদের মাঝে আরো একটি নতুন পেইজ ওপেন হবে। এই পেইজের মধ্যে প্রথমে একটি প্রোফাইল ছবি চাইবে, আমরা আমাদের মনের মতো একটি প্রোফাইল পিকচার লাগিয়ে নিবো। এরপর আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে নিবো।

Screenshot_2024-05-14-22-28-53-100_org.telegram.messenger-edit.jpg

ধাপ-৬:

এখন আমাদের একাউন্ট খোলা সম্পন্ন হয়ে যাবে।

Screenshot_2024-05-14-22-29-32-397_org.telegram.messenger-edit.jpg

ধাপ-৭:

এখন আমরা একদম উপরের দিকে সার্চ অপশনে গিয়ে ওয়ালেট নাম দিয়ে সার্চ করবো।

Screenshot_2024-05-14-22-31-03-018_org.telegram.messenger-edit.jpg

ধাপ -৮:

সার্চ করার পর একটি ওয়ালেট বট চলে আসবে, আমরা ওয়ালেট বটের উপর ক্লিক করবো। এরপর ওয়ালেট অপেন হবে।একদম আমরা নিচের দিকে দেখতে পারবো ওপেন ওয়ালেট, আমরা এই ওপেন ওয়ালেটের উপর ক্লিক করবো।

Screenshot_2024-05-14-22-31-30-600_org.telegram.messenger-edit.jpg

ধাপ-৯:

এখন আমাদের মাঝে অটোমেটিক ভাবে নতুন একটি ওয়ালেট খোলা হয়ে যাবে। এই ওয়ালেটটি মূলত টেলিগ্রামের নিজস্ব কয়েন TON নেটওয়ার্কের উপর তৈরি করা হয়েছে।

Screenshot_2024-05-14-22-31-53-056_org.telegram.messenger-edit.jpg

ধাপ-১০:

এখন আমরা চাইলে আমাদের ক্রিপ্ট কারেন্সির যে কোন টোকেন কিংবা কয়েন এই ওয়ালেটের মধ্যে রাখতে পারবো। এরপর আমরা পিটুপি করতে পারবো এবং এক্সচেঞ্জ ও করতে পারবো।

Screenshot_2024-05-14-22-32-21-279_org.telegram.messenger-edit.jpg

ধাপ-১১:

এখন আমরা ওয়ালেটটি নিরাপত্তার জন্য একটি পাসকোর্ড চালু করবো। প্রথমে আমরা ওয়ালেটের একদম উপরের দিকে সেটিং বাটনে ক্লিক করবো।

Screenshot_2024-05-14-22-33-50-161_org.telegram.messenger-edit.jpg

ধাপ-১৩:

এরপর আমরা সেটিং এর মধ্যে প্রবেশ করে পাসকোর্ড নামক একটি অপশন দেখতে পারবো, আমরা সেই পাসকোর্ড নামক অপশনের মধ্যে ক্লিক করবো।

Screenshot_2024-05-14-22-34-12-459_org.telegram.messenger-edit.jpg

ধাপ-১৫:

এখন আমাদের মাঝে আরেকটি নতুন পেইজ ওপেন হবে। আমরা এই পেইজের একদম নিচের দিকে দেখতে পারবো, এনাবল পাসকোর্ড, আমরা এই অপশনের মধ্যে ক্লিক করবো।

Screenshot_2024-05-14-22-34-31-083_org.telegram.messenger-edit.jpg

ধাপ-১৬:

এখন আমাদের কে চার ডিজিটের একটি পাসকোর্ড দিতে বলবে, এখন আমরা আমাদের পছন্দ মতো চার ডিজিটের পাসওয়ার্ড বসিয়ে নিবো।

Screenshot_2024-05-14-22-34-52-171_org.telegram.messenger-edit.jpg

ধাপ-১৭:

এখন আমাদের কে একটি রিকভারি মেইল যুক্ত করতে বলবে, এখন আমরা একটি রিকভারি মেইল যুক্ত করে নিবো। পরবর্তীতে ওয়ালেটের কোন ধরনের সমস্যা হলে এই মেইলের মাধ্যমে রিকভার করা যাবে।

Screenshot_2024-05-14-22-35-16-292_org.telegram.messenger-edit.jpg

ধাপ-১৮:

এখন আমাদের ইমেইল এর মধ্যে একটি ছয় সংখ্যার কোড পাঠিয়ে দিবে, আমরা কোডটি কপি করে সুন্দর ভাবে বসিয়ে নিবো। তাহলে আমাদের পাসকোর্ড টি অন হয়ে যাবে।

Screenshot_2024-05-14-22-35-34-867_org.telegram.messenger-edit.jpg

ধাপ-১৯:

আমরা আবার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে চলে আসবো। এরপর আমরা অ্যাড ক্রিপ্ট এর মধ্যে ক্লিক করবো।

Screenshot_2024-05-15-08-18-40-885_org.telegram.messenger-edit.jpg

ধাপ-২০:

এরপর আমাদের মাঝে আরেকটি নতুন পেইজ ওপেন হবে। আমরা এই পেইজের মধ্যে বেশ কয়েকটি অপশন দেখতে পারবো। আমরা external wallet এ ক্লিক করবো।

Screenshot_2024-05-15-08-19-04-866_org.telegram.messenger-edit.jpg

ধাপ-২১:

এখন আমাদের মাঝে আরেকটি নতুন পেইজ ওপেন হবে। এই পেইজের মধ্যে একটি ton নেটওয়ার্কের অ্যাড্রেস চলবে আসবে, আমরা অ্যাড্রেস টি কপি করে নিবো।

Screenshot_2024-05-15-08-19-47-470_org.telegram.messenger-edit.jpg

ধাপ-২২:

এখন আপনি চাইলে যে কোন এক্সচেঞ্জ কিংবা ওয়ালেট থেকে যে কোন পরিমাণ Ton ডিপোসিট করতে পারবো। এখন আমি আরেকটি Ton ওয়ালেট থেকে ডিপোসীট করে দেখাবো আপনাদের কে। এখন আমি চলে আসলাম আমার আরেকটি Ton ওয়ালেটের মধ্যে। প্রথমে দেখতে পারছেন সেন্ড বাটন।এই সেন্ড বাটনে ক্লিক করবো।

IMG_20240515_082830.jpg

ধাপ-২৩:

এখন আমাদের মাঝে আরেকটি নতুন পেইজ ওপেন হবে। এখন আমাদের বেশ কয়েকটি টোকেনের নাম সো করবে। আমরা Ton coin কে সিলেক্ট করে নিবো।

Screenshot_2024-05-15-08-20-48-849_org.telegram.messenger-edit.jpg

ধাপ-২৪:

এরপর আমাদের মাঝে আরেকটি নতুন পেইজ ওপেন হবে। আমরা এই পেইজের মধ্যে external wallet এ ক্লিক করবো।

Screenshot_2024-05-15-08-21-28-383_org.telegram.messenger-edit.jpg

ধাপ-২৪:

এখন আমাদের কে অ্যাড্রেস টি দিতে বলবে, আমরা আমাদের কপি করা অ্যাড্রেস টি দিয়ে দিবো।

Screenshot_2024-05-15-08-21-55-458_org.telegram.messenger-edit.jpg

ধাপ-২৫:

এখন আমাদের কে এমাউন্ট দিতে বলবে আমরা, আমরা আমাদের পছন্দ মতো এমাউন্ট টি বসিয়ে নিবো।

Screenshot_2024-05-15-08-22-21-126_org.telegram.messenger-edit.jpg

ধাপ-২৬:

এরপর আমাদের মাঝে আরেকটি নতুন পেইজ ওপেন হবে। আমরা এই পেইজের মধ্যে দেখবো সব কিছু ঠিক ঠাক আছে কি না।সব কিছু ঠিক থাকলে কনফার্ম করে নিবো।

Screenshot_2024-05-15-08-22-31-859_org.telegram.messenger.jpg

ধাপ-২৭:

এখন আমাদের সেন্ড করা এমাউন্টটি সফলভাবে পাঠানো হয়ে যাবে।

Screenshot_2024-05-15-08-22-40-250_org.telegram.messenger-edit.jpg

ধাপ-২৮:

এখন আমরা আমাদের ওয়ালেটের মধ্যে প্রবেশ করলে দেখতে পারবো আমাদের সেন্ড করা এমাউন্টটি সফলভাবে চলে এসেছে আমাদের ওয়ালেটের মধ্যে।

Screenshot_2024-05-15-08-39-26-704_org.telegram.messenger-edit.jpg

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jpeg

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আপনার কনটেন্টি আমি সকালবেলায় দেখেছি এবং রি ব্লগ করে রেখেছিলাম। তবে মন্তব্য করতে তেমন একটা সময় করে উঠতে পারছিলাম না যাইহোক সত্যি বলতে আপনি অনেক চমৎকার একটা জিনিস আমাদের মধ্যে শেয়ার করেছেন এটা আমাদের বাস্তব জীবনে অনেক বেশি কাজে আসবে বলে আমার মনে হয়।