মেঘলা দিনে ঘোরাঘুরি এবং সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ১৫ ই জুলাই ২০২৫ ইং
আকাশে সেদিন সারা দিনই মেঘের খেলা চলছিল। কখনো গাঢ় ধূসর, কখনো হালকা সাদা। রোদ ওঠেনি, কিন্তু মনের ভেতর ছিল একধরনের আনন্দ যেটা কেবল প্রকৃতিকে কাছ থেকে দেখলে অনুভব করা যায়। এমন দিনে ঘরে বসে থাকা একদম ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে গ্রামের মাঠের দিকে।
চারপাশে একটানা সবুজ মাঠ। কোথাও নতুন রোপণ করা ধানের চারা, আবার কোথাও জমিতে এখনো পানি জমে আছে। সেই পানির ওপর আকাশের মেঘের ছায়া পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করছিল। হাওয়া বইছিল ধীরে ধীরে। সেই হাওয়া ছিল ঠান্ডা, আর সঙ্গে ছিল মাটির গন্ধ, যেন বৃষ্টির আগাম বার্তা।
মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে থাকলে মনে হয়, পুরো পৃথিবী থেমে গেছে। কোনো শব্দ নেই, শুধু পাখির ডাক আর দূর থেকে হালকা বাতাসের শোঁ শোঁ শব্দ। মাঝে মাঝে ছোট ছোট পাখি নিচে নেমে এসে পানিতে ঠোঁট ডুবিয়ে আবার উড়ে যাচ্ছিল। প্রকৃতির এই নিঃশব্দ জীবন্ততা দেখে মনটা শান্ত হয়ে যায়।একটা সরু মেঠো পথ ধরে হাঁটছিলাম। পায়ের নিচে ভেজা মাটি, কোথাও কাদার মাঝে ডুবে যাওয়া, তবুও সেটা বিরক্তিকর নয় বরং একধরনের শৈশবস্মৃতি ফিরিয়ে আনে। ছোটবেলায় যেমন বৃষ্টির দিন কাদা মেখে খেলতাম, আজ যেন সেই দিনগুলোর সাথে এক ফাঁকে দেখা হয়ে গেল।দূরে তাকিয়ে দেখি, একজন কৃষক মাথায় গামছা বেঁধে জমিতে কাজ করছেন। এক হাতে কোদাল, অন্য হাতে চারা।
মাটিতে পা ডুবিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। তার মুখে ক্লান্তি নেই, বরং যেন একরকম প্রশান্তি আছে। কাজের মধ্যেই হয়তো তিনি প্রকৃতির সবচেয়ে কাছাকাছি চলে গেছেন।একটা পুরনো বাঁশের বেড়া পেরিয়ে চোখে পড়ল একটা ছোট্ট কুঁড়েঘর। পাশেই কয়েকটা কলাগাছ, সামনে খোলা উঠোন। বাড়ির সামনে পিঁড়িতে বসে একজন বয়স্ক মহিলা ধান শুকাচ্ছেন। এমন দৃশ্য এখন খুব কম দেখা যায়, তাই যতক্ষণ পারি দাঁড়িয়ে দেখেছি।হঠাৎ কিছু ফোঁটা বৃষ্টি পড়ল গায়ে। খুব মিহি, একদম কোমল ছোঁয়া। ছাতা ছিল না, কিন্তু ভেজা নিয়ে কোনো চিন্তা ছিল না। বরং সেই বৃষ্টির ভেজা গন্ধে মনটা আরও ফুরফুরে হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, আকাশের দিকে তাকিয়ে। মেঘের আড়ালে সূর্য একটুখানি উঁকি দিয়ে যেন বলল, তুমি ফিরে এসো আবার।
বাড়ি ফেরার পথে মনটা কেমন যেন হালকা হয়ে গেল। প্রকৃতির সঙ্গে এই কয়েক ঘণ্টা যেন আমাকে ভিতর থেকে একটু বদলে দিল। যান্ত্রিক জীবনের ক্লান্তি, দুশ্চিন্তা, চাপ সব কিছু যেন কিছুক্ষণের জন্য মুছে গেল।মেঘলা দিনের আলো একদম আলাদা। না বেশি উজ্জ্বল, না বেশি অন্ধকার একটা নরম স্নিগ্ধ আলো। সেই আলো পড়ে সবুজ ধানক্ষেত যেন আরও গভীর সবুজ রঙে ঝলমল করে। শুধু চোখ নয়, এই রঙ মনকেও শান্ত করে। মনে হয়, এক মুহূর্তের জন্য হলেও পৃথিবী থেমে গেছে, শুধু শান্তি আর নিরবতা ছড়িয়ে পড়েছে চারপাশে।এমন একটা মেঘলা দিনে, এমন শান্ত পরিবেশে ঘোরাঘুরি মানেই নিজের সঙ্গে সময় কাটানো।
এমন দিনে সময় যেন ধীরে চলে। শহরের মতো ব্যস্ততা নেই, শব্দ নেই, তাড়া নেই। কৃষকরা ধীরে ধীরে চাষ করছেন, পাখিরা উড়ছে ধীরে, বাতাস বইছে নীরবে। এই ধীর গতির জীবন আমাদের মনে করিয়ে দেয় সব সময় দৌড়ের ওপর থাকা ঠিক নয়। মাঝে মাঝে থেমে গিয়ে নিঃশ্বাস নেওয়াটাও খুব দরকার।একটা কুঁড়েঘর, ভেজা ধানক্ষেত, মাটির গন্ধ, বা হালকা বৃষ্টির ফোঁটা এই সব ছোট ছোট জিনিসেই যে কত আনন্দ লুকিয়ে আছে, সেটা এমন দিনে বোঝা যায়।প্রকৃতি কেবল আমাদের চারপাশ সাজিয়ে রাখে না, মাঝে মাঝে আমাদের মনের ভেতরটাও পরিষ্কার করে দেয়। আর সেই অনুভবই জীবনের এক বড় আশীর্বাদ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Daily task
https://x.com/Riyadx2P/status/1945118402143551946?t=iycDUu453ypQB6Spqv-gXQ&s=19
https://x.com/Riyadx2P/status/1945118741840187899?t=iycDUu453ypQB6Spqv-gXQ&s=19