ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ১৭ ই মার্চ ২০২৫ ইং
যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের
ব্রহ্মপুত্র নদীর ফটোগ্রাফি
বেশ কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব সহ ঘুরতে গিয়েছিলাম ব্রহ্মপুত্র নদীর মধ্যে। আসলে এই ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য দেখার মতোই। আমাদের দেশের মধ্যে বেশ কয়েকটি বড় বড় নদী রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আমরা এই নদীর মধ্যে প্রায় ছয় ঘন্টা সময় জার্নি করেছিলাম। বিশেষ করে শীতকালের শুরুতে এই নদীতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে চলে আসে।আর বর্ষা মৌসুমে এই সব বড় বড় নদীর মধ্যে তেমন একটা যানবাহন চলাচল করে না। কেননা, তখন নদী থাকে একদম উত্তাল।আর এই উত্তাল নদীর মধ্যে যে কোন ধরনের যানবাহন চলাচল করা খুবই রিস্ক।
ধান ক্ষেতের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি ধান ক্ষেতের ফটোগ্রাফি। বেশ কিছু দিন ধরে আমাদের দেশের প্রতিটি মাঠে ঘাটে কৃষকেরা নতুন ধান রোপণ করতে ব্যস্ত হয়ে পড়েছে। বেশ কিছু দিন আগে আমি গিয়েছিলাম আমাদের মাঠের মধ্যে গিয়ে দেখতে পারলাম পুরো মাঠ নতুন ধানে ভরপুর হয়ে গেছে। আসলে কৃষকেরা কখনোই থেকে থাকে না। তারা তাদের কার্যক্রম সব সময় অব্যাহত রাখে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতে সক্ষম হচ্ছি। আমাদের সকলের উচিত কৃষকদের কে সম্মান প্রদর্শন করা।
চা বাগানের ফটোগ্রাফি
বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম সিলেট।আর আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, সিলেট জেলা চায়ের জন্য বিখ্যাত। উপরে আমার শেয়ার করা যে চা বাগানের ফটোগ্রাফি টি দেখতে দেখতে পারছেন, এটি মূলত সিলেটের বিখ্যাত লাক্কাতুরা চা বাগানের ফটোগ্রাফি। আসলে এই চা বাগান টি আকারে অনেক বড়। সিলেটের মধ্যে বেশ কয়েকটি বড় বড় চা বাগান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই লাক্কাতুরা চা বাগান। এই চা বাগানের কোথাও উচু আবার কোথাও নিচু। পুরো চা বাগান টি সমান নয়।দুর থেকে এই চা বাগান টি দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
দুজন জেলের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত আমাদের গ্ৰামের দুজন জেলের ফটোগ্রাফি। আসলে আমাদের মাঠের মধ্যে একটি বড় বিল রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এই বিলের মধ্যে প্রচুর পরিমাণে মাছ হয়। আসলে আমাদের মাঠের এই বিল টি উপরে শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে যে দুজন লোক দেখতে পারছেন তারাই নিয়ন্ত্রণ করে থাকে। তবে, প্রতি বছর প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত এই বিলের মধ্যে মাছ পাওয়া যায়। পরবর্তী সময়ে আবার বিলের যখন পানি শূন্য হয়ে যায়, তখন আর মাছ পাওয়া যায় না।
সবুজ শ্যামল ভুট্টা ক্ষেতের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত সবুজ শ্যামল ভুট্টা ক্ষেতের ফটোগ্রাফি। আমাদের উত্তর বঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করা হয়ে থাকে, এই বিষয়ে হয়তো আপনারা সকলেই অবগত আছেন। বিশেষ করে আমাদের উত্তর বঙ্গের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মধ্যে একটু বেশি ভুট্টার চাষ করা হয়। উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি একটি বিশাল বড় মাঠ।আর এই মাঠের প্রায় সব জমির মধ্যে ভুট্টা চাষ করা হয়েছে। আশা করছি এবছর ভুট্টা চাষের মাধ্যমে কৃষকেরা লাভবান হতে পারবে।
লেবুর ফুলের ফটোগ্রাফি
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত লেবুর ফুলের ফটোগ্রাফী। আমাদের গ্ৰামের মধ্যে একটি লেবুর বাগান রয়েছে।আর এই লেবুর বাগানে প্রতি বছর বেশ ভালোই লেবু উৎপন্ন হয়ে থাকে। বেশ কিছু দিন আগে আমি গিয়েছিলাম এই লেবু বাগানের মধ্যে। সেখানে গিয়ে দেখতে পারলাম প্রতিটি লেবুর গাছের মধ্যে ফুল চলে এসেছে। আশা করছি আর অল্প কিছু সময়ের মধ্যেই লেবু হবে। এবছর লেবুর দাম বেশ ভালোই রয়েছে।লেবু চাষীরা অনেক বেশি লাভবান হতে পারছেন এবছর।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে সব সময়ই ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফির ক্যাপচার খুবই সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
এক কথায় অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন ভাইয়া। ধানক্ষেতের ফটোগ্রাফি তার পাশাপাশি প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে ভুট্টা ক্ষেতের ফটোগ্রাফিটা তো দেখেই মন ভরে গেল। আসলে এত সুন্দর ফটোগ্রাফি দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন।
গ্রামীণ নানান দৃশ্যের বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। প্রত্যেকটা ছবি চমৎকার কাকে ছেড়ে যে কার কথা বলি তা আমি নিজেই জানিনা। ব্রহ্মপুত্রে ছবি বা লেবু ফুলের ছবি সবগুলোই দেখে মুগ্ধ হয়ে গেলাম। সকাল সকাল অনেকটা ভালোলাগা রইল।
অনেক সুন্দর করে ফটোগ্রাফি করতে পারেন আপনি। আপনার আজকের এই ফটোগ্রাফি গুলো দেখতে সুন্দর লেগেছে। আসলে ফটোগ্রাফি করার প্রতি আলাদা একটা অনুভূতি আমাদের সবার কাজ করে। আপনিও দেখছি এখন ফটোগ্রাফির প্রতি বেশ ভালোই আসক্ত হয়ে গিয়েছেন। অনেক সুন্দর হয়েছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি।
আপনারা আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সিলেটের শেয়ার করা দৃশ্যটি। আর ধানক্ষেতের ফটোগ্রাফিটা অনেক ভালো লাগলো। এছাড়াও আপনার শেয়ার করা অন্যান্য ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। গ্রামের বিভিন্ন ধরনের সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন দেখে যেন মন ভরে গেল। গ্রামীণ সৌন্দর্যগুলো দেখতে আমি খুব পছন্দ করি। শুধু আমি কেন সবারই এই সৌন্দর্য ভালো লাগে। একসাথে দুটি জেলের ফটোগ্রাফিটি চমৎকার হয়েছে। বাকি ফটোগ্রাফি গুলোও অসম্ভব সুন্দর। এতো সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর ছিল আপনার তোলা এই সকল ফটোগ্রাফি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখতে। আপনি কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে প্রশংসা না করে থাকাই যায় না। কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেই পারছি না।
গ্রাম বাংলার এরকম দৃশ্য গুলো দেখলে মুগ্ধ হয়ে যাই। চা বাগানের ফটোগ্রাফি এবং ভুট্টা ক্ষেতের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আমার কাছে। দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। অসাধারণ ছিল আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ ভাইয়া।