নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২২ ই নভেম্বর ২০২৪ ইং
শীতকাল চলে আসলেই বিভিন্ন ধরনের খেলা ধুলার আঞ্জাম শুরু হয়ে যায়।আর এই খেলাধুলা গুলো পুরো শীতকাল জুড়ে চলতে থাকে। শীতকালের অন্যতম কয়েকটি খেলার মধ্য হচ্ছে ক্রিকেট খেলা। ক্রিকেট খেলা অনেক ছেলেদের একটি ইমোশন। যাইহোক, আমাদের পাশের গ্ৰামের মধ্যে প্রায় দশ বছর ধরে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকে সেই গ্ৰামের বেশ কয়েকজন লোকেরা সহ। প্রতি বছরের ন্যায় এবারও এক বিশাল নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে তারা। আসলে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে অনেক খরচের ব্যাপার রয়েছে। তারা এই খরচের বিষয় গুলো এলাকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন ধরনের নামি দামি লোকের থেকে সংগ্রহ করে। বিশেষ করে বিদ্যুৎ বিলের খরচ টি একটু বেশি হয়।
প্রতি বছরের তুলনায় এ বছর একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে তারা। অন্যান্য সব বছরে এই খেলা টি মোট ১৬ টি টাই নিয়ে খেলার আয়োজন করা হতো। কিন্তু এবছর শুধু মাত্র ০৮ টি টাই নিয়ে এই খেলার আয়োজন করা হয়েছে। এটা এক দিক দিয়ে ভালো হয়েছে, আবার অন্য দিক থেকে একটু খানি খারাপ হয়েছে। কেননা, ১৬ টি টাই এর মাধ্যমে খেলা কমিটির একটু বেশি টাকা উঠতো এবং বড় ধরনের কোনো প্রাইস দিতে পারতো। কিন্তু এ বছর অন্যান্য বছরের তুলনায় একেবারেই অর্ধেক। হয়তো এ বছর তারা প্রাইস একটু কম করে দিবে। যাইহোক, ইতোমধ্যে এই প্রথম রাউন্ডের সব খেলা সমাপ্তি ঘটেছে। এখন সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা বাকি রয়েছে।
গতকাল প্রথম রাউন্ডের শেষ খেলা ছিল। এই শেষ খেলায় খোড়াগাছ পাইকাড়হাট স্পোর্টিং ক্লাব এবং অপরদিকে ঝাটডাঙ্গা স্টার কিংডম অংশগ্রহণ করেছিল। গতকাল আমি এই খেলার শুরু থেকে একদম শেষ পর্যন্ত ছিলাম আমি।প্রথমে পাইকাড়হাট স্পোর্টিং ক্লাব ব্যাটিং করে আট ওভারে ৫১ রান করেছিল, ৫২ রান টার্গেট দিয়েছিল তারা।অপরদল ঝাটডাঙ্গা স্টার কিংডম ৬ ওভারে ৫৩ রান করে বিজয়ী হয়ে যায়। তারা মূলত হাতে দুই ওভার থাকা অবস্থায় বিজয়ী হয়ে যায়। বিজয়ী দল সেমিফাইনাল খেলার জন্য মনোনীত হয়ে যান। বিজয়ী দল অনেক আনন্দ করে বাসায় চলে যায়।
প্রতি বছর এই খেলাটি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শুরু করা হয় এবং নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে এই খেলাটি চলতে থাকে। তবে, এবছর খুব অল্প সময়ের মধ্যে খেলাটি সম্পন্ন হয়ে যাবে। কেননা, এবছর শুধু মাত্র আটটি টাই নিয়ে খেলা হচ্ছে। তবু ও হয়তো সামনের মাসের মাঝামাঝি সময়ে এই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তবে, অন্যান্য সব বছরে জানুয়ারি মাসের এক তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল।এক তারিখে খেলা শেষ হওয়ার মূল কারণ হলো জানুয়ারি মাসের দুই তারিখ থেকে গ্ৰাম এলাকার সব ধরনের প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়ে যায়। এলাকার সব ছেলে মেয়েদের কথা চিন্তা করে তারা জানুয়ারি মাসের এক তারিখের মধ্যে খেলা সম্পন্ন হয়ে যায়।
এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি খেলার মধ্যে এলাকার একজন করে নতুন সভাপতি এবং প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। সভাপতি এবং প্রধান অতিথি খেলা চালু করে দেন। এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সন্ধ্যা বেলা খেলার মাইকিং করার সময় সভাপতি এবং প্রধান অতিথির নাম প্রচার করা হয়, এটা বেশ ভালো লাগে আমার কাছে। প্রতিটি সভাপতি এবং প্রধান অতিথি খেলা কমিটি কে সম্মানী দেন। পরবর্তীতে টাই এর টাকা এবং সম্মানী টাকা দিয়ে তারা ফাইনালে খেলায় অংশগ্রহণ করা দুই দল কে পুরুস্কৃত করে দেন। এভাবেই প্রতি বছর এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। এলাকার প্রতিটি মানুষ বেশ দারুন ভাবে খেলাটি উপভোগ করে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
X promotion