ভ্রমণ পোস্ট: জাফলং এর পথে, জাফলং জিরো পয়েন্ট (ষোল তম পর্ব)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ২৪ ই মার্চ ২০২৫ ইং
আপনারা যারা প্রতিনিয়ত আমার ব্লগ পোস্ট গুলো দেখে থাকেন তারা হয়তো প্রত্যেকেই অবগত আছেন যে আমি বেশ কিছুদিন আগে সিলেট ভ্রমণে গিয়েছিলাম। সিলেট ভ্রমণ করতে গিয়ে সিলেটের সব কয়টি জনপ্রিয় জায়গার মধ্যে ঘোরাঘুরি করেছিলাম। ইতিমধ্যে আপনাদের সাথে সিলেটের বেশ কয়েকটি বিখ্যাত জায়গায় ঘোরাঘুরি করার সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা হয়তো অনেকেই তা দেখেছেন। সিলেটের জাফলং সম্পর্কে হয়তো কম বেশি আপনাদের সকলেরই বেশ ধারণা রয়েছে।আর যারা ইতিমধ্যে গিয়েছিলেন তারা হয়তো এই বিষয়ে অবগত আছেন। জাফলং জায়গা টি শুধু মাত্র সিলেটের বিখ্যাত জায়গা নয়, এটি পুরো বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় জায়গা ।
বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের বিখ্যাত দর্শনীয় স্থান জাফলং।এটি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মধ্যে অবস্থিত।এটি মূলত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত সংলগ্ন একটি এলাকা। জাফলং সীমান্ত পের হলেই আমাদের প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় রাজ্য। এখানকার মুল সৌন্দর্য হচ্ছে নীল পানির নদী এবং প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে সারি সারি পাহাড়। আসলে এই পাহাড় গুলোর দেখতে অনেক বেশি সুন্দর। বিশেষ করে এই পাহাড় গুলো দুর থেকে দেখতে অনেক বেশি সুন্দর। পাহাড় গুলোর মধ্যে বিভিন্ন ধরনের সবুজ শ্যামল গাছ পালা দিয়ে ভরপুর। এজন্য দূর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে।
জাফলংয়ের মূল পয়েন্টে যাওয়ার পথে জাফলং জিরো পয়েন্ট নামক একটি জায়গা রয়েছে। যেখান থেকে বাংলাদেশের সীমানা শেষ। আমরা জাফলং এর মুল পয়েন্টে যাওয়ার পথে এই জিরো পয়েন্টের মধ্যে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পারলাম আমাদের বাংলাদেশের বিজিবি সদস্য আমাদের বাংলাদেশের সীমানা পাহারা দিচ্ছেন এবং আমাদের প্রতিবেশী দেশের বিএসএফ সদস্যরা তাদের সীমানা থেকে তাদের দেশ পাহারা দিচ্ছেন।আমি সেদিন দ্বিতীয় বারের মতো আমাদের প্রতিবেশী দেশের বিএসএফ সদস্যদের কে দেখেছিলাম।এর আগে তিন বিঘা করিডোরে দেখেছিলাম বিএসএফ সদস্যর দের কে। আমরা আমাদের দেশের সীমানা থেকেই দাঁড়িয়ে তাদের দেশের মানুষ কে দেখছিলাম।
সীমানা পেরিয়ে যাওয়ার মত কোন সুযোগ ছিল না আমাদের। কেননা সীমান্ত পের হলেই প্রয়োজন পাসপোর্ট এবং ভিসা। আমরা আমাদের দেশের সীমানা থেকে দাঁড়িয়ে ঐ দেশের মানুষ কে দেখছিলাম।তারা সকলেই নিজ নিজ কাজের মধ্যে ব্যস্ত। জাফলং জিরো পয়েন্ট বর্ডার দিয়ে আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন ধরনের মালামাল আদান প্রদান চলে। আমাদের প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন ধরনের বড় বড় ট্রাকের মাধ্যমে যে কোন ধরনের জিনিস পত্র আমদানি এবং রপ্তানি কাজ চলছিল। আমরা সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেশ কয়েকটি ট্রাকের যাতায়াত দেখছিলাম।
জিরো পয়েন্ট বর্ডার পের হলেই আমাদের প্রতিবেশী দেশের সুন্দর সুন্দর পাহাড়।আর এই পাহাড় গুলোর একদম পাশ দিয়ে চলে গিয়েছে একটি। এই রাস্তার মাধ্যমে আমাদের সাথে সংযোগ রয়েছে।যে কোন মালামাল পারাপার করার জন্য এই রাস্তা ব্যবহার করা।আর বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় গুলো এতো বেশি সুন্দর যে , তা কখনো লিখে প্রকাশ করার মতো নয়। আমরা আমাদের সীমানায় দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছিলাম। পাহাড় গুলোর উপরে আমাদের প্রতিবেশী দেশের মানুষেরা বাড়ি করে বসবাস করছেন, এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এমনকি এই সব পাহাড়ের উপর বড় বড় শহর ও রয়েছে। এককথায় জাফলং এলাকার পুরো জায়গা টি অনেক বেশি সুন্দর।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
0.00 SBD,
1.20 STEEM,
1.20 SP
Daily task
Link
1.https://x.com/Riyadx2P/status/1904108530833002624?t=xzDksrWnrghHath1rgepng&s=19
2.https://x.com/Riyadx2P/status/1904109047047139447?t=xzDksrWnrghHath1rgepng&s=19
3.https://x.com/Riyadx2P/status/1904109745444917578?t=xzDksrWnrghHath1rgepng&s=19
4.https://x.com/Riyadx2P/status/1904110247507345809?t=xzDksrWnrghHath1rgepng&s=19
5.https://x.com/Riyadx2P/status/1904110665272574016?t=xzDksrWnrghHath1rgepng&s=19
SS
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP