রেসিপি: সহজ পদ্ধতি অবলম্বন করে নুডুলস রেসিপি তৈরি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ২০ ই জানুয়ারি ২০২৪ ইং
আসলে নুডুলস এমন একটি রেসিপি যা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে অতিথি আপ্যায়ন করা যায়। বিশেষ করে যারা ব্যাচেলর রয়েছে, তারা কম বেশি সকলেই এই রেসিপি খুবই সুন্দর করে তৈরি করতে পারে। বিভিন্ন জন মানুষ বিভিন্ন ভাবে এই রেসিপি তৈরি করে থাকেন।আমি আজকে একদম ভিন্ন পদ্ধতি অবলম্বন করে নিজের মতো করে এই রেসিপি টি তৈরি করেছি। বিশেষ করে যখন হোস্টেল কিংবা মেসের মধ্যে যারা থাকেন তারা বেশিরভাগ সময় এই ধরনের রেসিপি তৈরি করে থাকেন।
প্রয়োজনীয় উপকরণ
- হলুদ
- পেঁয়াজ
- মরিচ
- দুই প্যাকেট নুডুলস
- ডিম
- মশলা
- রসুন
- লবণ
কার্যপ্রণালী
ধাপ-১:
প্রথমে আমরা একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, এরপর পানি গুলো বেশ কিছুক্ষণ সময় ধরে গরম করে নিলাম। পানি গুলো গরম হয়ে আমি আমার নুডুলস এর প্যাকেট থেকে নুডুলস গুলো বের করে গরম পানিতে দিয়ে দিলাম। অল্প কিছু সময়ের মধ্যে নুডুলস গুলো সিদ্ধ হয়ে গেল।
ধাপ-২:
এরপর আরেকটি পাতিলের মধ্যে প্রথমে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো মরিচ এবং পরিমাণ মতো রসুন নিয়ে নিলাম। এরপর সব কিছু একত্রিত করে মিক্সড করে নিলাম।
ধাপ-৩:
সব কিছু একত্রিত হয়ে মিক্সড হয়ে গেলে পাতিলের মধ্যে দুটি ডিম ভেঙে দিয়ে দিলাম। আসলে নুডুলস এর মধ্যে ডিম মিশ্রণ করলে নুডুলস রেসিপি অনেক বেশি মজাদার হয়।
ধাপ-৪:
ডিম গুলো বেশ কিছুক্ষণ সময় ধরে সবকিছু উপকরণের সাথে মিক্সড করে নিলাম। এরপর সব কিছু মিশ্রণ হয়ে গেলে পরিমাণ মতো কিছু মশলা পাতিলের মধ্যে ঢেলে দিলাম।
ধাপ -৫:
এরপর সব কিছু উপকরণ একদম সুন্দর ভাবে মিশ্রণ করে নিলাম।সব কিছু সঠিক ভাবে মিশ্রণ না হলে নুডুলস রেসিপি তেমন একটা ভালো হবে না।তাই সব কিছু উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে নিলাম।
ধাপ-৬:
সব কিছু উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করার পর সিদ্ধ করা নুডুলস গুলো পাতিলের মধ্যে ঢেলে দিলাম।আগে প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে নিতে হবে যাতে করে কম বেশি না হয়।
ধাপ-৭:
এরপর আবার সব কিছু উপকরণের সাথে নুডুলস গুলো মিশ্রণ করে নিলাম। আসলে এই পর্যায়ে এসে নুডুলস গুলো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে করে নুডুলস গুলো ভেঙ্গে না যায়।
ধাপ-৮:
এরপর আমরা ধীরে ধীরে নুডুলস গুলো নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার সময় অবশ্যই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, যাতে করে নুডুলস গুলো ভেঙ্গে না যায়। নুডুলস গুলো ভেঙ্গে গেলে একদম খারাপ হয়ে যাবে।
ধাপ-৯:
বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করার পর নুডুলস রেসিপি প্রায় তৈরি হয়ে যায়। প্রথমে আমি নুডুলস রেসিপি টি সামান্য টুকু খেয়ে দেখলাম। খেয়ে দেখে বুঝতে পারলাম রেসিপি টি বেশ দারুন হয়েছে। বিশেষ করে নুডুলস রেসিপির প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করা হয়েছিল।
আমার তৈরি করা নুডুলস রেসিপি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
এটা আমার অনেক প্রিয় রেসিপি। আমি অনেক পছন্দ করে নুডুলস রান্না। অনেক সুন্দর হয়েছে আপনার নুডুলস রান্না করা। আশা করব খেতে খুবই সুস্বাদু হয়েছে। তবে যে কোন মুহূর্তে ছটফট তৈরি করে খাওয়া যায় এই রেসিপি তাই আমার কাছে প্রিয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নুডুলস ছোট বড় সবারই খুব পছন্দ। আমার নিজের কাছেও ভালো লাগে। বিশেষ করে চিংড়ি মাছ অথবা সবজি দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয়। আপনি একদম সহজ পদ্ধতিতে এটা তৈরি করেছেন। চাইলে যে কেউ এটা তৈরি করতে পারবে। দেখেও বেশ লোভনীয় লাগছে। সুস্বাদু এই নুডুলস রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
নুডুলস এমন একটি লোভনীয় খাবার যা ছোট বড় সকলেরই পছন্দ আমারও অনেক প্রিয়।আপনি বেশ সুন্দর ও সহজ পদ্ধতি অবলম্বন করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই অনেক লোভনীয় লাগছে।অনেক ধন্যবাদ ভাই রেসিপিটি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই তো আপনার নুডুলস তৈরির প্রসেসটি একদম ভিন্ন ছিল। তবে খুবই সহজ পদ্ধতি বলে মনে হল। আমার ব্যক্তিগতভাবে নুডুলস ভীষণ পছন্দের। যাই হোক আরো একভাবে নুডুলস রান্না করা শিখে গেলাম। এরপর আপনার এই পোস্ট অনুসরণ করে নুডুলস তৈরি করে ফেলব। ইউনিক ভাবে নুডুলস রান্না করার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
গতকাল বিকালে আমিও এভাবে নুডুলস রান্না করেছিলাম। নুডুলস খেতে আমরা সবাই পছন্দ করি। মাঝে মাঝে বিকালের নাস্তায় নুডুলস খেতে খুব ভালো লাগে। অনেক সময় হাতের কাছে যা থাকে তা দিয়েই নুডুলস রান্নার চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
সহজ পদ্ধতি অবলম্বন করে নুডুলস রেসিপি তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগছে। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আমরা যারা মেসে থাকি তাদের জন্য নুডুলস হল জাতীয় খাবার। যে কোন সময় শর্টকাটে রান্না করে খেয়ে নেওয়া যায়। আপনি একদম সিম্পল ভাবে নুডলস তৈরি করেছেন ভাইয়া। আমিও মাঝে মাঝে এভাবে একেবারে সিম্পল নুডুলস রান্না করি। এভাবে রান্না করলে খেতে বেশ সুস্বাদু হয়। আপনি নুডুলস রান্না করেছেন খেতে সুস্বাদু হয়েছে জেনে ভালো লাগলো। নুডুলস রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
নুডুলস আমি অনেক আগে থেকে পছন্দ করি। মাঝেমধ্যে আমি নিজে তৈরি করি। যখন দেখা যায় ভাত খেতে ভালো লাগছে না তখন একলাই তৈরি করে ফেলি। এটা যেন ভিন্ন স্বাদের এক লোভনীয় খাবার।