জেনারেল রাইটিং: বিশ্বাস
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার,২৫ডিসেম্বর ২০২৩ ইং
Canva
বিশ্বাস শুধু মাত্র একটি বাংলা শব্দ নয়, এটি প্রতিটি মানুষের আস্থার বাধন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ বিশ্বাসের উপর নির্ভরশীল। বিশ্বাস জিনিস টা আপনা আপনি ভাবেই তৈরি হয়, বিশ্বাস কখনো জোর করে হয় না।মানব জীবনে চলার পথে আমরা কিছু কিছু ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি, ফলে তারা আমাদের কে বিশ্বাসের পরিবর্তে বিশ্বাস ঘাতকতা করে।আর কেউ একবার বিশ্বাস ঘাতকতা করলে তার প্রতি দ্বিতীয় বার আর বিশ্বাস আসে না। পৃথিবীতে যেহুতু বিশ্বাস রয়েছে, সেহেতু বিশ্বাস ঘাতকতা থাকা ও স্বাভাবিক। তবে এই বিশ্বাস ঘাতকতার পিছনেও রয়েছে বিশ্বাস।সে আপনার বিশ্বাসের থেকে নিজের বিশ্বাস টাকে বেশি প্রাধান্য দিয়েছেন বলে, সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
এই বিশ্বাসের মাধ্যমেই পৃথিবীর অর্ধেকের বেশি কাজ পরিচালিত হয়। আমরা যখন প্রচুর পরিমাণ টাকা খরচ করে পড়ালেখা করি, তখন আমরা একটি চাকরির প্রতি বিশ্বাস স্থাপন করে মন প্রাণ দিয়ে পড়ালেখা করে থাকি, পড়ালেখা শেষ করে একটি চাকরি পাবো বলে। আবার দেখা যায়, অনেকেই কোন ব্যবসা কিংবা প্রজেক্ট প্রচুর পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করে কিছু লাভের আশায়, এখানে তার বিশ্বাস আছে, যে সে এই খাত থেকে কিছু পরিমাণ টাকা লাভ করবে, সেজন্য সে এতো পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করেছে। প্রতিটি কাজের ক্ষেত্রে বিশ্বাসের প্রয়োজন রয়েছে।
আবার আমরা যখন কিছু মানুষ কে অন্ধের মত বিশ্বাস করি,পরে দেখা যায় সে মানুষ গুলো ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে।ফলে আমরা তখন অনেকটা ভেঙ্গে পড়ে যাই। এখানে আমাদের ভেঙ্গে পড়লে চলবে না, কেননা প্রতিটা মানুষ আপনার প্রতি বিশ্বাস ধরে থাকবে না, কিছু কিছু মানুষ বিশ্বাসঘাতকতা করবে, এটাই প্রকৃতির নিয়ম। পৃথিবীর শুরু থেকে এভাবে চলে আসছে, এবং পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন এভাবেই চলবে।আর যারা আমাদের সাথে একবার বিশ্বাস ঘাতকতা করবে আমরা দ্বিতীয় বার আর তাদের কাছে ফিরবে না,আর যারা যারা একবার বিশ্বাস ঘাতকতা করে তাদের প্রতি দ্বিতীয় বার আর বিশ্বাস আসে না। বিশ্বাস খুবই মূল্যবান একটি জিনিস, যেটা একবার চলে গেলে দ্বিতীয় বার আর আসে না।তাই আমাদের উচিত ভুল মানুষকে বিশ্বাস না করা।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ
Vote@bangla.witness as witness
https://twitter.com/Riyad9424187819/status/1739159755057512748?t=9IJme9AL9JfawI2qea3WGA&s=19
বাহ্ দারুন লিখেছেন ভাই। বিশ্বাস একজন ভাঙবে একজন রাখবে এটাই প্রকৃতির নিয়ম। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। এধরনের জেনারেল রাইটিং পোস্ট গুলো থেকে অনেক কিছু শেখার রয়েছে ধন্যবাদ আপনাকে।
বিশ্বাস সত্যিকার অর্থে একটি কঠিন শব্দ। আর এই শব্দটির এতই জোড় যে, বিশ্বাস শব্দটি যে কোন মানুষ কে যেমন কাছেও টানতে পারে, তেমন করে দূরেও ঠেলে দিতে পারে। তবে বিশ্বাস না থাকলে কিন্ত পৃথিবীও ধ্বংস হয়ে যেত। ধন্যবাদ এত সুন্দর করে বিশ্বাস শব্দটির ব্যাখ্যা আমাদের সাথে শেয়ার করার জন্য।
সহমত প্রকাশ করলাম ভাই বিশ্বাস শুধু একটি শব্দ নয় এটা একটি মানুষের প্রতি আস্থার বাঁধন বটে। দারুন লিখেছেন যেটা প্রশংসনীয় ছিল শুভকামনা রইল আপনার জন্য।
আসলে বিশ্বাস জিনিসটা ছোট হলেও, এর মধ্যে অনেক গভীরতা লুকিয়ে রয়েছে। আপনি বিশ্বাস স্থাপন করে পড়ালেখা করে যাচ্ছেন দেখে সত্যি খুব ভালো লেগেছে। যে কোন কিছু যদি বিশ্বাসের উপর করা হয় তাহলে তা এমনিতেই সুন্দর হয়। আমাদের মধ্যে যদি বিশ্বস্ততা না থাকে তাহলে কোন কিছুই ভালোভাবে করা যায় না। আবার অনেক মানুষ রয়েছে যাদেরকে বিশ্বাস করলে তারা বিশ্বাস ভেঙে ফেলে। অনেক বেশি ভালো লেগেছে আপনার বিশ্বাস নিয়ে লেখা এই পোস্টটা পড়তে।
আসলে এখন খুবই কম মানুষকে বিশ্বাস করা যায়। কারণ মানুষ কাউকে বিশ্বাস করে ঠিক, কিন্তু অন্য মানুষটা বিশ্বাস ভাঙতে দেরি করে না। বিশ্বাস যেমন রয়েছে তেমনি বিশ্বাস ঘাতকতা ও রয়েছে অনেক বেশি, এটা একেবারে সত্য কথা। এটা কিন্তু সত্যি প্রতিটি কাজের মধ্যে বিশ্বাস থাকা খুব প্রয়োজন। আমরা যদি বিশ্বাস রেখে কাজটা করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে ওই কাজ আমরা ভালোভাবেই করতে পারছি।