আসন্ন গ্রীষ্মকাল
বর্তমানে আমাদের এশিয়া মহাদেশের প্রায় সকল অঞ্চলেই ব্যাপক ঠান্ডা পড়েছে। এইতো আজ সন্ধ্যার পর থেকে মারাত্মক লেভেলের বাতাস শুরু হয়েছে। মনে হচ্ছে এই বুঝি ঝড়-বৃষ্টি নামবে। যদিও মৌসুমী জলবায়ুর অন্তর্গত আমাদের এই বাংলাদেশ ছিল তবে আস্তে আস্তে জলবায়ু পরিবর্তনের কারণে প্রত্যেকটা ঋতুর বৈশিষ্ট্যের মধ্যেও ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে সব সময় আমাদের পৃথিবীর দুই মেরুর অঞ্চলের বরফগুলো গলতে শুরু করেছে। যার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে সমুদ্র উপকূলীয় যেসব শহর রয়েছে লন্ডন, নিউইয়র্ক দিল্লির মতো শহর খুব তাড়াতাড়ি হয়তো সমুদ্রের নিচে তলিয়ে যাবে।
২০২৪ সালে আমরা কি ধরনের গরম দেখেছি এটা তো কিছুই ছিল না। এটা শুধুমাত্র টেইলার ছিলো। ২০২৫ সালের গ্রীষ্মকালে আমরা এর ভয়াবহতা দেখতে পারবো। আসলে এই বিষয়গুলো ঘটে প্রতি ১১ বছরের সাইকেলেরর কারনে। যখন সূর্য তার ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন করে। এর আগের বছরও ২০২৪ সালের গরম নিয়ে আমি একটি পোস্ট পড়েছিলাম কিন্তু সেটা হুবহু মিলে গেছে। কারণ বিজ্ঞানীরা এই কথাই বলেছেন। কিন্তু আসন্ন ২০২৫ এর জন্য যদি আপনি এখন থেকেই প্রস্তুতি গ্রহণ না করেন তাহলে গ্রীষ্মকালে ব্যাপক ভোগান্তির মধ্যে পরতে পারে আপনাদের।
দেখুন, যে পরিমাণে গাছ কাটা শুরু হয়েছে। এভাবে যদি সবকিছু চলতে থাকে তাহলে বৈশ্বিক উষ্ণতা দিন দিন আরো বৃদ্ধি পাবে এবং আমাদের বসবাসের অযোগ্য হয়ে যাবে আমাদের এই সুন্দর পৃথিবী। তাই নিজ নিজ জায়গা থেকে পৃথিবীর রক্ষার্থে সবাই এগিয়ে আসুন। আমরা সকলেই মনে করি এই কাজ হয়তো আমাদের নয় সরকারের কিন্তু যখন সমস্যা হবে সেই ভোগান্তি কিন্তু আমাদের মতো সাধারণ জনগণই বেশি হবে। তাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হন এবং নিজ নিজ জায়গা থেকে পৃথিবীতে রক্ষার্থে এগিয়ে আসুন, ধন্যবাদ।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟