লুকোনো রাগ
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের মধ্যে বিভিন্ন খারাপ ব্যাপার রয়েছে। অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে কিছু ভালো ব্যাপার, কিছু খারাপ ব্যাপার রয়েছে। তো সে সব মিলেই মানুষের অভ্যাস, মানুষের স্বভাব, মানুষের চরিত্র। তো এসব চরিত্রের মধ্যে যে ব্যাপারটি আসলে অনেকটা ভয়ংকর রূপ নিয়ে নেয়, সেটা নিয়েই ভাবলাম আপনাদের সাথে একটু আলোচনা করি। কারণ প্রতিনিয়ত বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যাপার কিংবা নিজের ব্যাপার নিয়েও আপনাদের সাথে লেখালেখি করা হয়। তো সে ক্ষেত্রেই ভাবলাম এটা নিয়েও একটু লেখালেখি করা যাক।
আপনার নিশ্চয়ই এমন অনেক সময় গিয়েছে, যে সময় এ হুট করেই আপনার অনেক রাগ হয়ে গিয়েছে। কোনো মানুষের উপরে হয়তো পরিস্থিতি কিংবা পরিবেশের জন্য আপনি সেই রাগটি দেখিয়ে উঠতে পারেননি কিংবা সেই রাগ আসলে দেখানো সম্ভবও হয়নি। তো আসলে সেই রাগটা হয় লুকানো।
আর এই লুকোনো রাগ এতো বেশি ভয়ঙ্কর হয়। যেটা আমরা অনেক সময় ভাবতেই পারি না। কারণ এই লুকোনো রাগ না দেখানো যায়, আর না ভুলে যাওয়া যায়। আর যেই রাগ ভুলে যাওয়া যায় না,দেখানো যায় না। সেটার আগুন মানুষের মনের মধ্যে অল্প অল্প করে জেগে থাকে। যে আগুন ভস্ম করে দিতে পারে চারপাশকে। তাই আমার কাছে মনে হয় যে, কখনো যদি আমাদের মনের মধ্যে এই ধরনের কোনো রাগ লুকিয়ে থাকে। তাহলে সেটা নিজের মহানত্ব দেখেই ক্ষমা করে দিয়ে ভুলে যাওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমান এর কাজ।কারণ যেটা মানুষের জীবন এ ক্ষতি করে , সেটা নিয়ে পরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আর রাগ মন থেকে ফেলে দিলে, মন অনেকটা হালকা হয়ে যায়। এটা কি আপনারা মানেন?