ছোটবেলার মজার ঘটনা
ছোটবেলায় বন্ধুদের সাথে মজা মাস্তি করেননি এমন মানুষ খুবই কম রয়েছে বর্তমান সমাজে। যদিও ৯০ দশকে এই বিষয়গুলো বেশি হয়েছে। কারণ ৯০ দশকে যারা বড় হয়েছে তারা এমন একটা প্রজন্ম যারা অ্যানালক সমাজেও বসবাস করেছিল এবং পরবর্তীতে আস্তে আস্তে সমাজ ডিজিটাল হয়ে যাওয়ার পরেও তারা সেই সমাজের সাথে মানিয়ে নিয়েছে। অর্থাৎ ডিজিটাল এবং এনালকের সম্পূর্ণ মিশ্রণ হচ্ছে ৯০ দশকের ছেলেমেয়েরা।
সে সময় আমরা অনেক বেশি মজা মাস্তি করতাম এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করতাম বন্ধুদের মাঝে। তখন তো বেশ কিছু বিষয় বুঝে উঠতে পারতাম না। তারপরও আমাদের রোজার সময় ২৭ রমজানের দিনে একবার রাত জাগারর সময় এক বন্ধুর সাথে বাজি করে বসি যে রাতের বেলা শ্মশানে যেতে হবে এবং সেখানে কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে আসতে হবে। তখন তো হাতে টাকা পয়সা ছিল না কিন্তু তারপরও দুই দিনের টিফিন বাজিতে ধরেছিলাম তার উদ্দেশ্যে হাহাহা।এখন এই বিষয়গুলো ভাবতেই অনেকটা অবাক লাগে, ছোটবেলায় কত ধরনের যে ফাজলামি করেছি তার হিসেব নেই।
যদিও সেই বন্ধুটা চ্যালেঞ্জ পরিপূর্ণ করতে পারেনি। শ্মশানের কাছে গিয়েই তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই দেখে যে আমরা কত খেপেছিলাম তাকে, কত যে মজা নিয়েছি তার তো হিসেবেই ছিল না। এসব ঘটনা কি আপনারা কখনো ঘটিয়েছেন, যদি ঘটিয়ে থাকেন তাহলে অবশ্যই মন্তব্যে লিখতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।