জীবনকে সুন্দর করার চেস্টা করুন
পোষ্টের টাইটেল দেখে আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমাদের জীবন তো সবসময় আমরা সুন্দর করার চেষ্টা করি। অতীতের তুলনায় ভবিষ্যৎ যেন ভালো হয় সে প্রচেষ্টাই সব সময় করে যাই। এটা আবার ক বলতে হয় নাকি! তবে বিশ্বাস করুন আমাদের পরিকল্পনা এমন কিছু ভুল থাকে যার কারণে মাঝে মাঝে অতীতের তুলনায় ভবিষ্যৎ আরো খারাপ অবস্থানে নেমে যায়। এই বিষয়ে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে এবং সেভাবে করেই নিজেদের জীবনের পরিকল্পনা গুলো তৈরি করতে হবে।
সমাজে দেখা যায় মাঝে মাঝে কেউ নিজের পছন্দের মেয়েকে বিয়ে করছে, ভালোবেসে বিয়ে করছে। এখানে একটা আলাদা আনন্দ কাজ করে। আবার কেউ কেউ নিজের পরিবারের ইচ্ছায় নিজের মা-বাবার পছন্দের মেয়েকে বিয়ে করে। এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। হয়তো প্রথম অবস্থাতে সবকিছু স্বাভাবিক থাকবে কিন্তু পরবর্তীতে একজন ছেলে হিসেবে আমি যেটা অবজারভেশন করেছি সেটা হচ্ছে প্রেম করে বিয়ে করলে সব থেকে বেশি সাফার করতে হয়। সেই ছেলেটি না পারে নিজের বউয়ের কাছে কোন কিছু বলতে না পারবে নিজের মা-বাবার সামনে কিছু বলতে। মাঝখানে পড়ে সবকিছু একদম শেষ করে দিতে ইচ্ছা করবে।
তবুও সবার ক্ষেত্রে যে এমনটা হবে তা কিন্তু নয়। তবে আমার যেসব বন্ধুদের অবজারভেশন করেছি তারা প্রায় সবাই এ ধরনের বিষয়বস্তু সাফার করছে এবং মাঝেমধ্যে আড্ডার টেবিলে এসব নিয়েও অনেক আলোচনা হয়। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি নিজের পরিবারের খুশিতেই বিয়ে করব। অন্ততপক্ষে একটি বিষয় থেকে হয়তো বেঁচে থাকতে পারবো। হয়তো এই ঝামেলা থেকে একটু মুক্ত থাকতে পারবো। এই পরিকল্পনা গুলোই আমাদের জীবনের অনেক বড় মোর ঘুরিয়ে দিতে পারেন। তাই তো নিজের জীবনকে সুন্দর করার জন্য সব ধরনের পরিকল্পনা করতে হবে এবং সেটা বাস্তবায়নের সবসময় চেষ্টা করতে হবে। আপনার কি মনে করেন সেটা অবশ্যই মন্তব্য জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।