নিজের অস্তিত্ব

self-care-4778282_1920.jpg

Source

ব্যক্তি জীবনে আমি খুবই ব্যস্ত জীবন পার করছি। ভার্সিটি লাইফ রয়েছে এছাড়াও কমিউনিটির বেশ কিছু কাজ রয়েছে। সবমিলিয়ে জীবনের প্রতিটা মুহূর্তে একটু ব্যস্ততা নামক বিষয়টি ঘিরে ধরেছে। কিন্তু তারপরও এসব কিছুর মাঝে সবকিছুই আমাকে কন্ট্রোল করতে হয়। যেমনটা নিজের পরিবারের বিষয়বস্তুগুলো সবকিছু আমাকে চিন্তা করতে হয়। কোন পরিবারের কোন কোন বিষয়টি লাগবে কিংবা পরিবারে কি প্রয়োজন এই বিষয়গুলো বর্তমানে আমাকে দেখতে হয়। সব মিলিয়ে অনেকটা ব্যস্ততম সময় পার করছি।

আমি যে সবকিছুর মাঝে কিভাবে ঢুকে পড়লাম সেটা কিন্তু কখনোই বুঝতে পারেনি এবং বুঝতে না পারাটাই অনেক স্বাভাবিক বিষয়। আমার পরে আমার এই পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। এই বিষয়গুলো আমাকেই অনুধাবন করতে হয় কিন্তু মাঝে মাঝে এসবের মধ্যে নিজের অস্তিত্ব কোথায় যেন হারিয়ে ফেলি। আমি যে একটা মানুষ, আমাদের ইচ্ছে এবং সব ছিল সে সবগুলো মাঝে মাঝে ভুলে যাই। এ সব কেন জানি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাকে অনেক ভাবায় আমি কি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছি নাকি নতুন একটি অস্তিত্ব তৈরি করছি? বেশ ভয়ানক একটি প্রশ্ন তাই নাকি।

তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি একটি নিজের নতুন অস্তিত্ব তৈরি করছি নিজের পরিবারের মাধ্যমে। নিজের পরিবারের মানুষের সুখগুলো আমার কাছে অন্যরকম একটি অনুভূতির জন্ম দেয় যেটা আসলে শত কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। মা বাবার মুখের হাসির বিনিময়ে যে আমি এতটা স্বস্তি পাই সেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হয় এটাই আমার অস্তিত্ব, এটাই আমার সফলতা এবং এভাবেই চিরকাল তাদের সাথেই আমি থাকতে চাই। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  
 6 hours ago 

এটা সত্যি যে নিজের পরিবারের মানুষের সুখ কোটি টাকা দিয়েও বাইরে থেকে কিনতে পাওয়া যায় না। নিজের অস্তিত্ব রক্ষার জন্য পরিবারের গুরুত্ব অপরিসীম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।