অন্যের ভালো করুন, নিজের ভালো হবে

neighbors-6039399_1920.png

Source

আমি যখন ছোট ছিলাম তখন বিভিন্ন সময় হত দরিদ্রদের দেখতাম যারা দিনে দুবেলা ভাত খেতে পারে না, যারা ভিক্ষা করে আমাদের এই সমাজে বিচরণ করে। আমি মনে মনে আর কল্পনা করেছিলাম আমি যখন বড় হয়ে যাব যখন আমার সামর্থ্য হবে তখন হয়তো কিছু মানুষকে আমি সাহায্য করবো এবং তাদের জীবনটা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করব। যদিও এই মনোভাবটা ছোটবেলা থেকেই ছিল তবে বড় হবার পরে কেন জানি সেই মনোভাবটা আস্তে আস্তে একটু কম হতে থাকে। যদিও আমিও বর্তমানে অনেক মানুষকেই সাহায্য সহযোগিতা করে থাকি এবং এই বিষয়গুলো সম্পূর্ণই আমার একান্ত এবং ব্যক্তিগত বিষয়। তাই এই বিষয়গুলো কখনোই আমি ফ্লাস করার চেষ্টা করি না।

আমরা প্রত্যেকেই কোন না কোন ধর্মের অনুসারী এবং প্রত্যেক ধর্মেই বলার হয়েছে বিপর্যস্ত মানুষদেরকে সাহায্য করতে হবে। যেসব অসহায় মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে সেই জায়গা থেকে আমি প্রতিনিয়ত আমার নিজের সাধ্যমত সাহায্য করার চেষ্টা করি। আমি এটা কখনোই ভেবে সাহায্য করি না যে আমি যদি সাহায্য করি তাহলে আমার জন্য হয়তো ভালো কিছু হবে। এই বিষয়টা আশা করাটাও একটা বোকামি কিন্তু আমি এটা বারবার দেখেছি যখনই আমি এই কাজটা করি তখনই মহান সৃষ্টিকর্তা আমার জন্য এমন এমন জায়গা কিংবা পথ খুলে দেয় যেটার জন্য আমি সত্যিই সৃষ্টি কর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি।

আমি আমার জীবনে এমন অনেক মানুষ দেখেছি দুই টাকা দান করে ১০ টাকা দান বলে চালিয়ে দেয়। আবার বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে অনেক টাকা হাতিয়ে নেয়। এসব মানুষেরা কিভাবে এই কাজগুলো করতে পারে সেটাই আমার প্রতভঙ্গ হয় না, কিংবা আমি বুঝে উঠতে পারি না। একটা মানুষ কতটুকু নিচে নামলে এ সকল কাজ করতে পারে। একই তো সে তারা দানের বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা পাবলিস্ট করছেন এবং মানুষের কাছ থেকে সেমপতি নেওয়ার চেষ্টা করছে। কিন্তু অপর প্রান্তে এসে এটা নিয়ে বড় একটি ব্যবসাও দাঁড় করিয়েছে। যেটা অনেক খারাপ একটি কাজ বলে আমি মনে করি। তাই অন্যের সাহায্য করুন নিজের গোপনে। যেন আপনি ছাড়া সেই বিষয়টা অন্য কেউ আর না জানে। তাহলেই তো সেই দানের যে একটা অনুভূতি আছে সেটা ভালোভাবে অনুভব করতে পারবেন।

ABB.gif

Sort:  
 2 days ago 

"আপনার লেখাটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ছোটবেলার সেই নিঃস্বার্থ ভাবনাগুলো বড় হয়েও যেভাবে আপনি ধরে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, এবং আপনি যেভাবে নিরবে-নিভৃতে তা করে যাচ্ছেন, তা নিঃসন্দেহে একজন প্রকৃত মানবিক মানুষের পরিচয়। মহান সৃষ্টিকর্তা আপনার এই মহৎ প্রচেষ্টাকে আরও আশীর্বাদ করুন—এই কামনা করি।"