জীবন মৃত্যু

beyond-744753_1920.jpg

Source

আমরা কেন জীবিত রয়েছি এটা আমাদের বিস্ময়কর একটি বিষয়। কেননা আমাদের শরীরে এমন কিছু অঙ্গ রয়েছে যেগুলো একটু ১৯-২০ হলেই আমরা হয়তো আর বেঁচে থাকব না। কিন্তু তারপরও আমরা বেঁচে আছি, সংসার করছি এবং এই সমাজে বেঁচে রয়েছি। সবমিলিয়ে আমাদের বাচা এবং মরার জন্য এই কোন একটি ছোট কারণেই যথেষ্ট। কিন্তু তারপরও আমরা অলৌকিকভাবে বেঁচে আছি। আমাদের শরীর এবং আমাদের মন দুটো কিন্তু আলাদা বিষয় কিন্তু এই দুটো বিষয় সম্পর্কে আমরা অনেকটাই কম জানি।

এই ছোটবেলা থেকেই আমরা জীবন যুদ্ধে ঝাপিয়ে পরি এবং একের পর এক বিভিন্ন ধরনের পড়াশুনা শেষ করি। পরবর্তীতে চাকরি জগত কিংবা বিজনেস জগত। এরপরে বিভিন্ন ধরনের সম্পর্কে আবদ্ধ হয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করি যার কারণে আমাদের জীবন থেকে বিভিন্ন সময় অতিবাহিত হয়ে যায়। পরবর্তীতে নিজেদের ছেলে-মেয়ে পড়াশোনা করে বড় করতে করতে আমাদের শারীরিক ক্ষমতা অনেকটাই কমে যায় এবং কেউ কেউ তো এর আগেই মৃত্যুবরণ করেন। এই যে জীবন এবং মৃত্যুর যে খেলাটি রয়েছে এই সকলের পিছনে আমরা কোথায় রয়েছি? এই জীবনের মানে কি বা উদ্দেশ্য কি রয়েছে এই বিষয়গুলো কি আপনাদের কখনো ভাবায় না।

প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং সেটা যত বড়ই প্রাণী হোক না কেন। মৃত্যুর যন্ত্রণা সবাইকেই উপভোগ করতে হবে। কিন্তু এই বিষয়টি আমরা অনেকেই ভুলে যাই। ভুলে গিয়ে তো বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করছি। যদি মৃত্যুর কথা আমাদের মনে থাকতো তাহলে হয়তো কেউ আমরা এরকম অপকর্মের সাথে জড়িয়ে পড়তাম না। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 3 days ago 

হ্যাঁ প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা সুনিশ্চিত। মানুষ জীবন পরিচালনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই মৃত্যুর কথাটা বিবেচনা করত তাহলে হয়তোবা কেউ কোন ধরনের অপকর্ম বা অপরাধমূলক কাজের সাথে নিজেকে যুক্ত করত না। দারুন লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল।